প্রযুক্তি ডেস্ক
এক হাজার টেরাবাইট সক্ষমতার এসএসডি কার্ড বানানোর পরিকল্পনা করছে টেক জায়ান্ট স্যামসাং। প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট কিউংরিউন কিম এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকরাডারের প্রতিবেদন অনুযায়ী, কিম বলেন, ‘এ লক্ষ্য অর্জনে ফিজিক্যাল স্কেলিং, লজিক্যাল স্কেলিং ও প্যাকেজিং এই তিন ফ্রন্টে গবেষণা পরিচালনা করা হবে। কারণ, ২০৩৩ সালের মধ্যেই ১ হাজার টেরাবাইট সক্ষমতার এসএসডি কার্ড আনতে চায় স্যামসাং।’
২০১৭ সাল থেকেই স্যামসাংয়ের ১২৮ টেরাবাইট কিউএলসি এসএসডি কার্ড উৎপাদনের কাজ চলছে। এ ছাড়া, ২০২২ সালের আগস্টে ফ্ল্যাশ মেমোরি সামিটের সময় ১২৮ টেরাবাইট পিসিআইই এসএসডি কার্ড উন্মোচন করা হয়েছিল। পরবর্তীতে, চলতি বছর চীনে অনুষ্ঠিত ফ্ল্যাশ মেমোরি মার্কেট সামিটে এক হাজার টেরাবাইট সক্ষমতার এসএসডি কার্ড উৎপাদনের ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।
এদিকে ট্রাইফোল্ড ডিসপ্লের মোবাইল নিয়ে কাজ করছে স্যামসাং। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর স্যামসাং গ্যালাক্সি এস ২৩ এফই মডেল বাজারে আনার কথা থাকলে আপাতত এ নিয়ে নতুন কোনো নতুন তথ্য জানা যায়নি। শোনা যাচ্ছে, গ্যালাক্সি এস ২৩ এফই নিয়ে কাজ আপাতত বন্ধ রেখেছে প্রতিষ্টানটি। গ্যালাক্সি এস ২১ এফই মডেলটি বেশ জনপ্রিয়তা পেলেও এর পরবর্তী সংস্করণ নিয়ে আপাতত মাথা ঘামাচ্ছে না স্যামসাং। তবে শোনা যাচ্ছে, ট্রাইফোল্ড ডিসপ্লের হ্যান্ডসেট নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।
স্যামসাংয়ের জি সিরিজে প্রথম ফোল্ডেবল ফোন এনেছিল স্যামসাং। এবার জি সিরিজেই ট্রাইফোল্ড ডিসপ্লের নতুন ফোনটি আনা হতে পারে। শোনা যাচ্ছে, গ্যালাক্সি জি ফোল্ড ৫ এবং গ্যালাক্সি জি ফ্লিপ ৫— এই দুটি মডেলের ওপর কাজ চলছে। পাশাপাশি তৈরি করা হচ্ছে ট্রাইফোল্ড ডিসপ্লের ফোনটি। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরই বাজারে আসবে এটি। তবে নতুন এই ফোনটির কনফিগারেশন সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
এক হাজার টেরাবাইট সক্ষমতার এসএসডি কার্ড বানানোর পরিকল্পনা করছে টেক জায়ান্ট স্যামসাং। প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট কিউংরিউন কিম এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকরাডারের প্রতিবেদন অনুযায়ী, কিম বলেন, ‘এ লক্ষ্য অর্জনে ফিজিক্যাল স্কেলিং, লজিক্যাল স্কেলিং ও প্যাকেজিং এই তিন ফ্রন্টে গবেষণা পরিচালনা করা হবে। কারণ, ২০৩৩ সালের মধ্যেই ১ হাজার টেরাবাইট সক্ষমতার এসএসডি কার্ড আনতে চায় স্যামসাং।’
২০১৭ সাল থেকেই স্যামসাংয়ের ১২৮ টেরাবাইট কিউএলসি এসএসডি কার্ড উৎপাদনের কাজ চলছে। এ ছাড়া, ২০২২ সালের আগস্টে ফ্ল্যাশ মেমোরি সামিটের সময় ১২৮ টেরাবাইট পিসিআইই এসএসডি কার্ড উন্মোচন করা হয়েছিল। পরবর্তীতে, চলতি বছর চীনে অনুষ্ঠিত ফ্ল্যাশ মেমোরি মার্কেট সামিটে এক হাজার টেরাবাইট সক্ষমতার এসএসডি কার্ড উৎপাদনের ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।
এদিকে ট্রাইফোল্ড ডিসপ্লের মোবাইল নিয়ে কাজ করছে স্যামসাং। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর স্যামসাং গ্যালাক্সি এস ২৩ এফই মডেল বাজারে আনার কথা থাকলে আপাতত এ নিয়ে নতুন কোনো নতুন তথ্য জানা যায়নি। শোনা যাচ্ছে, গ্যালাক্সি এস ২৩ এফই নিয়ে কাজ আপাতত বন্ধ রেখেছে প্রতিষ্টানটি। গ্যালাক্সি এস ২১ এফই মডেলটি বেশ জনপ্রিয়তা পেলেও এর পরবর্তী সংস্করণ নিয়ে আপাতত মাথা ঘামাচ্ছে না স্যামসাং। তবে শোনা যাচ্ছে, ট্রাইফোল্ড ডিসপ্লের হ্যান্ডসেট নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।
স্যামসাংয়ের জি সিরিজে প্রথম ফোল্ডেবল ফোন এনেছিল স্যামসাং। এবার জি সিরিজেই ট্রাইফোল্ড ডিসপ্লের নতুন ফোনটি আনা হতে পারে। শোনা যাচ্ছে, গ্যালাক্সি জি ফোল্ড ৫ এবং গ্যালাক্সি জি ফ্লিপ ৫— এই দুটি মডেলের ওপর কাজ চলছে। পাশাপাশি তৈরি করা হচ্ছে ট্রাইফোল্ড ডিসপ্লের ফোনটি। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরই বাজারে আসবে এটি। তবে নতুন এই ফোনটির কনফিগারেশন সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ফিচারসহ নতুন আইপ্যাড এয়ার উন্মোচন করেছে অ্যাপল। এই ডিভাইসে এম ৩ চিপ ব্যবহার করা হয়েছে। আইপ্যাড এয়ার এর এই নতুন সংস্করণটি ২০২২ সালের এম ১ আইপ্যাড এয়ার–এর চেয়েও দ্বিগুণ গতিতে কাজ করবে।
১৬ মিনিট আগেআমরা প্রায়ই হোয়াটসঅ্যাপে ছবি ও ভিডিও পাঠাই। তবে অনেক সময় পাঠানো ফাইলের গুণমান বা রেজল্যুশন কমে যায়। বিশেষ করে গুরুত্বপূর্ণ ছবি বা ভিডিও শেয়ার করার সময় এটি সমস্যার কারণ হতে পারে। তবে হোয়াটসঅ্যাপে একটি সহজ সেটিং পরিবর্তন করলেই এই সমস্যা এড়িয়ে যাওয়া সম্ভব।
৫ ঘণ্টা আগেবাংলাদেশ স্যাটেলাইট-১ সম্ভাব্য সৌর বিভ্রাটের কারণে ৭ মার্চ থেকে সাত দিন সম্প্রচারে সাময়িক বাধার সম্মুখীন হতে পারে। এই বিভ্রাট, সৌর উপগ্রহ হস্তক্ষেপ হিসেবেও উল্লেখ করা হয়, যখন সূর্য সরাসরি স্যাটেলাইট সংকেত প্রেরণের পেছনে চলে যায় তখন এই বিভ্রাট ঘটে।
১৬ ঘণ্টা আগেস্বাস্থ্য খাতে ব্যবহারের জন্য নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সহকারী ‘ড্রাগন কো-পাইলট’ উন্মোচন করল মাইক্রোসফট। এটি চিকিৎসকদের কথা শুনবে ও প্রয়োজনীয় নোট তৈরি করে দিতে পারবে।
১ দিন আগে