প্রযুক্তি ডেস্ক
দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং প্রথমবারের মতো স্মার্টওয়াচে প্রজেক্টরের সুবিধা নিয়ে আসছে। নিজেদের পরবর্তী স্মার্টওয়াচে অত্যাধুনিক এই প্রযুক্তি সংযোজন করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। অনেক আগেই প্রজেক্টরযুক্ত ওয়াচ ডিজাইন তৈরি করে স্যামসাং। ডিজাইনের প্যাটেন্টও করিয়ে রেখেছিল প্রতিষ্ঠানটি।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ফোনএরিনার প্রতিবেদন অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি সিরিজের পরবর্তী স্মার্টওয়াচে প্রজেক্টরের সুবিধা থাকবে। স্মার্টওয়াচে ব্যবহার করা হয়েছে প্রজেক্টর লেন্স, যা আলো প্রক্ষেপণ করতে সক্ষম। সাধারণত সায়েন্স ফিকশন মুভিতে এই ধরনের ওয়াচের দেখা পাওয়া যায়।
স্যামসাং জানিয়েছে, ‘ভালো চিত্র দেখা নিশ্চিত করতে প্রজেক্টরের ভেতরে থাকা এলইডিগুলো উজ্জ্বলতা এবং ফোকাল দৈর্ঘ্যের মধ্যে সামঞ্জস্য রাখবে।’ শিগগির স্যামসাং তাদের নতুন এই স্মার্ট ডিভাইস প্রদর্শন করবে।
সম্প্রতি এআর-ভিআর প্রযুক্তির হেডসেট আনার ঘোষণা দেয় স্যামসাং। এই হেডসেটে একই সঙ্গে ভার্চ্যুয়াল রিয়েলিটি এবং অগমেন্টেড রিয়েলিটির অভিজ্ঞতা পাবেন ব্যবহারকারীরা। হেডসেটটি নির্মাণে গুগল ও কোয়ালকমের সঙ্গে কাজ করবে স্যামসাং। ২০১৫ সালে ভিআর (ভার্চ্যুয়াল রিয়েলিটি) প্রযুক্তির হেডসেট বাজারে এনেছিল স্যামসাং। তবে গ্রাহকের চাহিদা বিবেচনায় এনে এবার মিক্সড রিয়েলিটি প্রযুক্তির হেডসেট তৈরি করবে প্রতিষ্ঠানটি।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সি-নেটের প্রতিবেদন অনুযায়ী, স্যামসাংয়ের মোবাইল বিভাগের প্রধান টিএম রোহ বলেন, ‘গুগলের সফটওয়্যার ও কোয়ালকমের প্রসেসরের সমন্বয়ে হেডসেটটি তৈরি করা হবে।’ তবে কবে নাগাদ হেডসেটটি বাজারে আসবে, এ ব্যাপারে কিছু জানাননি তিনি।
গুগলের অ্যান্ড্রয়েড বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট (এসভিপি) হিরোশি লকহাইমার বলেন, ‘গুগল দীর্ঘদিন ধরেই এআর ও ভিআর প্রযুক্তিতে বিনিয়োগ করছে। এ প্রযুক্তির জন্য যন্ত্র এবং সফটওয়্যারের উন্নয়ন করা প্রয়োজন হবে। তাই স্যামসাং ও কোয়ালকমের সঙ্গে কাজ করবে গুগল।’
দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং প্রথমবারের মতো স্মার্টওয়াচে প্রজেক্টরের সুবিধা নিয়ে আসছে। নিজেদের পরবর্তী স্মার্টওয়াচে অত্যাধুনিক এই প্রযুক্তি সংযোজন করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। অনেক আগেই প্রজেক্টরযুক্ত ওয়াচ ডিজাইন তৈরি করে স্যামসাং। ডিজাইনের প্যাটেন্টও করিয়ে রেখেছিল প্রতিষ্ঠানটি।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ফোনএরিনার প্রতিবেদন অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি সিরিজের পরবর্তী স্মার্টওয়াচে প্রজেক্টরের সুবিধা থাকবে। স্মার্টওয়াচে ব্যবহার করা হয়েছে প্রজেক্টর লেন্স, যা আলো প্রক্ষেপণ করতে সক্ষম। সাধারণত সায়েন্স ফিকশন মুভিতে এই ধরনের ওয়াচের দেখা পাওয়া যায়।
স্যামসাং জানিয়েছে, ‘ভালো চিত্র দেখা নিশ্চিত করতে প্রজেক্টরের ভেতরে থাকা এলইডিগুলো উজ্জ্বলতা এবং ফোকাল দৈর্ঘ্যের মধ্যে সামঞ্জস্য রাখবে।’ শিগগির স্যামসাং তাদের নতুন এই স্মার্ট ডিভাইস প্রদর্শন করবে।
সম্প্রতি এআর-ভিআর প্রযুক্তির হেডসেট আনার ঘোষণা দেয় স্যামসাং। এই হেডসেটে একই সঙ্গে ভার্চ্যুয়াল রিয়েলিটি এবং অগমেন্টেড রিয়েলিটির অভিজ্ঞতা পাবেন ব্যবহারকারীরা। হেডসেটটি নির্মাণে গুগল ও কোয়ালকমের সঙ্গে কাজ করবে স্যামসাং। ২০১৫ সালে ভিআর (ভার্চ্যুয়াল রিয়েলিটি) প্রযুক্তির হেডসেট বাজারে এনেছিল স্যামসাং। তবে গ্রাহকের চাহিদা বিবেচনায় এনে এবার মিক্সড রিয়েলিটি প্রযুক্তির হেডসেট তৈরি করবে প্রতিষ্ঠানটি।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সি-নেটের প্রতিবেদন অনুযায়ী, স্যামসাংয়ের মোবাইল বিভাগের প্রধান টিএম রোহ বলেন, ‘গুগলের সফটওয়্যার ও কোয়ালকমের প্রসেসরের সমন্বয়ে হেডসেটটি তৈরি করা হবে।’ তবে কবে নাগাদ হেডসেটটি বাজারে আসবে, এ ব্যাপারে কিছু জানাননি তিনি।
গুগলের অ্যান্ড্রয়েড বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট (এসভিপি) হিরোশি লকহাইমার বলেন, ‘গুগল দীর্ঘদিন ধরেই এআর ও ভিআর প্রযুক্তিতে বিনিয়োগ করছে। এ প্রযুক্তির জন্য যন্ত্র এবং সফটওয়্যারের উন্নয়ন করা প্রয়োজন হবে। তাই স্যামসাং ও কোয়ালকমের সঙ্গে কাজ করবে গুগল।’
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ফিচারসহ নতুন আইপ্যাড এয়ার উন্মোচন করেছে অ্যাপল। এই ডিভাইসে এম ৩ চিপ ব্যবহার করা হয়েছে। আইপ্যাড এয়ার এর এই নতুন সংস্করণটি ২০২২ সালের এম ১ আইপ্যাড এয়ার–এর চেয়েও দ্বিগুণ গতিতে কাজ করবে।
২০ মিনিট আগেআমরা প্রায়ই হোয়াটসঅ্যাপে ছবি ও ভিডিও পাঠাই। তবে অনেক সময় পাঠানো ফাইলের গুণমান বা রেজল্যুশন কমে যায়। বিশেষ করে গুরুত্বপূর্ণ ছবি বা ভিডিও শেয়ার করার সময় এটি সমস্যার কারণ হতে পারে। তবে হোয়াটসঅ্যাপে একটি সহজ সেটিং পরিবর্তন করলেই এই সমস্যা এড়িয়ে যাওয়া সম্ভব।
৫ ঘণ্টা আগেবাংলাদেশ স্যাটেলাইট-১ সম্ভাব্য সৌর বিভ্রাটের কারণে ৭ মার্চ থেকে সাত দিন সম্প্রচারে সাময়িক বাধার সম্মুখীন হতে পারে। এই বিভ্রাট, সৌর উপগ্রহ হস্তক্ষেপ হিসেবেও উল্লেখ করা হয়, যখন সূর্য সরাসরি স্যাটেলাইট সংকেত প্রেরণের পেছনে চলে যায় তখন এই বিভ্রাট ঘটে।
১৬ ঘণ্টা আগেস্বাস্থ্য খাতে ব্যবহারের জন্য নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সহকারী ‘ড্রাগন কো-পাইলট’ উন্মোচন করল মাইক্রোসফট। এটি চিকিৎসকদের কথা শুনবে ও প্রয়োজনীয় নোট তৈরি করে দিতে পারবে।
১ দিন আগে