প্রযুক্তি ডেস্ক
দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং প্রথমবারের মতো স্মার্টওয়াচে প্রজেক্টরের সুবিধা নিয়ে আসছে। নিজেদের পরবর্তী স্মার্টওয়াচে অত্যাধুনিক এই প্রযুক্তি সংযোজন করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। অনেক আগেই প্রজেক্টরযুক্ত ওয়াচ ডিজাইন তৈরি করে স্যামসাং। ডিজাইনের প্যাটেন্টও করিয়ে রেখেছিল প্রতিষ্ঠানটি।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ফোনএরিনার প্রতিবেদন অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি সিরিজের পরবর্তী স্মার্টওয়াচে প্রজেক্টরের সুবিধা থাকবে। স্মার্টওয়াচে ব্যবহার করা হয়েছে প্রজেক্টর লেন্স, যা আলো প্রক্ষেপণ করতে সক্ষম। সাধারণত সায়েন্স ফিকশন মুভিতে এই ধরনের ওয়াচের দেখা পাওয়া যায়।
স্যামসাং জানিয়েছে, ‘ভালো চিত্র দেখা নিশ্চিত করতে প্রজেক্টরের ভেতরে থাকা এলইডিগুলো উজ্জ্বলতা এবং ফোকাল দৈর্ঘ্যের মধ্যে সামঞ্জস্য রাখবে।’ শিগগির স্যামসাং তাদের নতুন এই স্মার্ট ডিভাইস প্রদর্শন করবে।
সম্প্রতি এআর-ভিআর প্রযুক্তির হেডসেট আনার ঘোষণা দেয় স্যামসাং। এই হেডসেটে একই সঙ্গে ভার্চ্যুয়াল রিয়েলিটি এবং অগমেন্টেড রিয়েলিটির অভিজ্ঞতা পাবেন ব্যবহারকারীরা। হেডসেটটি নির্মাণে গুগল ও কোয়ালকমের সঙ্গে কাজ করবে স্যামসাং। ২০১৫ সালে ভিআর (ভার্চ্যুয়াল রিয়েলিটি) প্রযুক্তির হেডসেট বাজারে এনেছিল স্যামসাং। তবে গ্রাহকের চাহিদা বিবেচনায় এনে এবার মিক্সড রিয়েলিটি প্রযুক্তির হেডসেট তৈরি করবে প্রতিষ্ঠানটি।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সি-নেটের প্রতিবেদন অনুযায়ী, স্যামসাংয়ের মোবাইল বিভাগের প্রধান টিএম রোহ বলেন, ‘গুগলের সফটওয়্যার ও কোয়ালকমের প্রসেসরের সমন্বয়ে হেডসেটটি তৈরি করা হবে।’ তবে কবে নাগাদ হেডসেটটি বাজারে আসবে, এ ব্যাপারে কিছু জানাননি তিনি।
গুগলের অ্যান্ড্রয়েড বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট (এসভিপি) হিরোশি লকহাইমার বলেন, ‘গুগল দীর্ঘদিন ধরেই এআর ও ভিআর প্রযুক্তিতে বিনিয়োগ করছে। এ প্রযুক্তির জন্য যন্ত্র এবং সফটওয়্যারের উন্নয়ন করা প্রয়োজন হবে। তাই স্যামসাং ও কোয়ালকমের সঙ্গে কাজ করবে গুগল।’
দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং প্রথমবারের মতো স্মার্টওয়াচে প্রজেক্টরের সুবিধা নিয়ে আসছে। নিজেদের পরবর্তী স্মার্টওয়াচে অত্যাধুনিক এই প্রযুক্তি সংযোজন করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। অনেক আগেই প্রজেক্টরযুক্ত ওয়াচ ডিজাইন তৈরি করে স্যামসাং। ডিজাইনের প্যাটেন্টও করিয়ে রেখেছিল প্রতিষ্ঠানটি।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ফোনএরিনার প্রতিবেদন অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি সিরিজের পরবর্তী স্মার্টওয়াচে প্রজেক্টরের সুবিধা থাকবে। স্মার্টওয়াচে ব্যবহার করা হয়েছে প্রজেক্টর লেন্স, যা আলো প্রক্ষেপণ করতে সক্ষম। সাধারণত সায়েন্স ফিকশন মুভিতে এই ধরনের ওয়াচের দেখা পাওয়া যায়।
স্যামসাং জানিয়েছে, ‘ভালো চিত্র দেখা নিশ্চিত করতে প্রজেক্টরের ভেতরে থাকা এলইডিগুলো উজ্জ্বলতা এবং ফোকাল দৈর্ঘ্যের মধ্যে সামঞ্জস্য রাখবে।’ শিগগির স্যামসাং তাদের নতুন এই স্মার্ট ডিভাইস প্রদর্শন করবে।
সম্প্রতি এআর-ভিআর প্রযুক্তির হেডসেট আনার ঘোষণা দেয় স্যামসাং। এই হেডসেটে একই সঙ্গে ভার্চ্যুয়াল রিয়েলিটি এবং অগমেন্টেড রিয়েলিটির অভিজ্ঞতা পাবেন ব্যবহারকারীরা। হেডসেটটি নির্মাণে গুগল ও কোয়ালকমের সঙ্গে কাজ করবে স্যামসাং। ২০১৫ সালে ভিআর (ভার্চ্যুয়াল রিয়েলিটি) প্রযুক্তির হেডসেট বাজারে এনেছিল স্যামসাং। তবে গ্রাহকের চাহিদা বিবেচনায় এনে এবার মিক্সড রিয়েলিটি প্রযুক্তির হেডসেট তৈরি করবে প্রতিষ্ঠানটি।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সি-নেটের প্রতিবেদন অনুযায়ী, স্যামসাংয়ের মোবাইল বিভাগের প্রধান টিএম রোহ বলেন, ‘গুগলের সফটওয়্যার ও কোয়ালকমের প্রসেসরের সমন্বয়ে হেডসেটটি তৈরি করা হবে।’ তবে কবে নাগাদ হেডসেটটি বাজারে আসবে, এ ব্যাপারে কিছু জানাননি তিনি।
গুগলের অ্যান্ড্রয়েড বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট (এসভিপি) হিরোশি লকহাইমার বলেন, ‘গুগল দীর্ঘদিন ধরেই এআর ও ভিআর প্রযুক্তিতে বিনিয়োগ করছে। এ প্রযুক্তির জন্য যন্ত্র এবং সফটওয়্যারের উন্নয়ন করা প্রয়োজন হবে। তাই স্যামসাং ও কোয়ালকমের সঙ্গে কাজ করবে গুগল।’
ফেসবুক, ইনস্টাগ্রামসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া জায়ান্টেদের ওপর বৈশ্বিক আয়ের ৫ শতাংশ পর্যন্ত জরিমানা আরোপ করার পরিকল্পনা প্রত্যাহার করেছে অস্ট্রেলিয়া। চলতি বছরের প্রস্তাবিত একটি আইন অনুযায়ী, কোম্পানিগুলোর বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে জরিমানা আরোপ করার পরিকল্পনা করেছিল দেশটি।
১ ঘণ্টা আগেমার্কেট ইন্টেলিজেন্স ফার্ম সিমিলার ওয়েবের মতে, প্রতিদিনের সক্রিয় ব্যবহারকারীদের দিক থেকে থ্রেডসের সঙ্গে প্রতিযোগিতা করছে ব্লুস্কাই। বর্তমানে ব্লুস্কাইয়ের অ্যাপটি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অ্যাপল অ্যাপ স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড করা অ্যাপ। এরপরেই রয়েছে থ্রেডস।
১৯ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানি ভ্যালে শহরে অত্যাধুনিক ও পরিবেশবান্ধব পাঁচতলা অফিস ভবন তৈরি করেছে টেক জায়ান্ট গুগল। এই ভবনের বিশেষত্ব হলো—এটি তৈরিতে প্রথমবারের মতো ‘মাস টিম্বার’ ব্যবহার করেছে কোম্পানিটি। কাঠ বিভিন্নভাবে প্রক্রিয়াকরণের মাধ্যমে মাস টিম্বার তৈরি করা হয়। তাই ভবনটি...
২ দিন আগেপাশ্চাত্যে উৎসবের মৌসুমে বা নতুন বছর আসার আগে প্রায় সবাই ছুটি উপভোগ করেন। এই সময়টিতে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানো, বিশ্রাম নেওয়া এবং গত বছরের কঠিন কাজের চাপ থেকে মুক্তি পাওয়া একটি সাধারণ বিষয়। অনেক কোম্পানি এসময় কর্মীদের ছুটি দেয়, যাতে তারা শারীরিক এবং মানসিকভাবে পুনরুজ্জীবিত হতে পারে। তবে এ
২ দিন আগে