Ajker Patrika

৩ আকারের ডিসপ্লে নিয়ে আসছে গুগলের পিক্সেল ৯ সিরিজ 

অনলাইন ডেস্ক
৩ আকারের ডিসপ্লে নিয়ে আসছে গুগলের পিক্সেল ৯ সিরিজ 

পিক্সেল ৯ সিরিজের মধ্য দিয়ে এই বছর গুগল তার ব্যবসায়িক কৌশল পরিবর্তন করবে বলে আশা করা হচ্ছে। কারণ এই সিরিজে তিনটি ভিন্ন আকারের ডিসপ্লে থাকতে পারে। 

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ৯১ মোবাইলসের দাবি, এই বছরের শুরুতে পিক্সেল ফোনের যে ছবি ফাঁস হয়েছে তা আসলে পিক্সেল ৯ ফোনের নয়। বরং এই ছবি পিক্সেল ৯ প্রো ও পিক্সেল ৯ প্রো এর ‘এক্সএল’–এর। এই ওয়েবসাইটে মডেল দুটির নতুন ছবিও ফাঁস করা হয়। 

২০১৯ সালের পিক্সেল বড় আকারের মডেলগুলোর এক্সএল ব্র্যান্ডিং ব্যবহার করত গুগল। কিন্তু ২০২১ সাল থেকে পিক্সেল ৫ সিরিজে প্রো মডেল নিয়ে আসার পরে এই ব্র্যান্ডিংকে গুগল আর ব্যবহার করেনি। 

চলতি বছরে গুগল আইফোনে মতো ব্যবসায়িক কৌশল অবলম্বন করবে বলে আশা করা হচ্ছে। তাই প্রো মডেলটিকে দুটি আকারে নিয়ে আসবে এই টেক জায়ান্ট। 

পিক্সেল ৯ ফোনের ডিসপ্লের প্রান্ত এবার সমান হবে। আগের পিক্সেল ৮ ও পিক্সেল ৮ প্রো সিরিজের মতো মডেলে কার্ভ ডিসপ্লে থাকবে এবার থাকবে না। 

৯১ মোবাইলস অনুযায়ী পিক্সেল ৯ সিরিজের তিনিটি মডেলের আকার যেমন হবে—

পিক্সেল ৯ প্রো এক্সএল: ৬ দশমিক ৫ ইঞ্চি ডিসপ্লে 
পিক্সেল ৯ প্রো: ৬ দশমিক ১ ইঞ্চি ডিসপ্লে 
পিক্সেল ৯: : ৬ দশমিক শূন্য ৩ ইঞ্চি ডিসপ্লে 

বর্তমান পিক্সেল ৮ প্রো মডেলের ৬ দশমিক ৭ ইঞ্চি ডিসপ্লে রয়েছে যা নতুন এক্সএল মডেল তুলনায় সামান্য বড়। কিছু ব্যবহারকারীদের কাছে পিক্সেল ৮ প্রো মডেল বেশি বড় বলে মনে হয়। তাই গুগল গ্রাহকের কথা মাথায় রেখে হয়তো এই সিরিজের ডিসপ্লে কিছুটা ছোট করেছে। 

পিক্সেল ৯ প্রো এক্সএল ও পিক্সেল ৯ প্রো মডেল দুটির পেছনে তিনটি ক্যামেরা থাকবে। 

জনপ্রিয় কোম্পানির স্মার্টফোনগুলো উন্মোচনের আগে অনেক ধরনের ফাঁস হয়। এর মধ্যে কিছু কিছু ফিচার মিলে যায়। আবার অনেক সময় এসব তথ্য সঠিক নাও হতে পারে। পিক্সেল ফোন উন্মোচনের আগে কোম্পানি ফোনগুলোর পরিবর্তনও করতে পারে। তাই ফোনের আকার সম্পর্কিত তথ্য মিলে যেতে নাও পারে। 

চলতি বছরের অক্টোবরের মধ্যে পিক্সেল ৮ এ ও পিক্সেল ফোল্ড ২ মডেল দুটি বাজারে ছাড়া হতে পারে। আগামী মে মাসে মডেল দুটি উন্মোচন হওয়ার সম্ভাবনা রয়েছে। আর আগামী বছরে পিক্সেল ৯এ ফোন বাজারে আসতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত