অনলাইন ডেস্ক
বর্তমানে ডিজিটাল জীবনের অবিচ্ছেদ্য অংশ হোয়াটসঅ্যাপ। বন্ধু, পরিবার, সহকর্মী বা ব্যবসায়িক কাজে যোগাযোগ—সবই এক প্ল্যাটফর্মে হয়। তবে, এতগুলো চ্যাটের মধ্যে গুরুত্বপূর্ণ মেসেজ হারিয়ে যায় অনেক সময়। বারবার স্ক্রল করে প্রয়োজনীয় চ্যাট খোঁজাও সময়সাপেক্ষ এবং কষ্টকর। এ ছাড়া তাড়াহুড়ার সময় অন্য কাউকে ব্যক্তিগত বা সংবেদনশীল চ্যাট পাঠানোর মতো ভুলও হয়ে যেতে পারে। এসব সমস্যার সমাধানে হোয়াটসঅ্যাপ নিয়ে এসেছে ‘কাস্টম চ্যাট লিস্ট’ তৈরির ফিচার।
এই ফিচারের মাধ্যমে গুরুত্বপূর্ণ চ্যাটগুলো এক জায়গায় রাখা যায়। এর মাধ্যমে বন্ধু, সহকর্মী বা কোনো নির্দিষ্ট গ্রুপের চ্যাটগুলো আলাদা কাস্টম লিস্টে বা তালিকায় রাখতে পারবেন, যাতে কোনো গুরুত্বপূর্ণ মেসেজ মিস না হয়। হোয়াটসঅ্যাপে সর্বোচ্চ ২০টি কাস্টম লিস্ট তৈরি করা যাবে। একক বা গ্রুপ উভয় ধরনের চ্যাটই এসব তালিকায় রাখতে পারবেন।
কাস্টম লিস্ট কোথায় থাকে
অ্যাপটি চালু করে ‘হোয়াটসঅ্যাপ’ লেখার নিচে একটি ‘ফিল্টার বার’ দেখা যায়। এই বারে ‘অল’, ‘আনরিড, ‘ফেবারিটস’ নামে বিভিন্ন লিস্ট বা তালিকার নাম থাকে। ‘অল’ লিস্টের আওতায় সবগুলো চ্যাট থ্রেড (একক বা গ্রুপ চ্যাট) রাখে হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীদের নিজের মতো লিস্ট তৈরি করার সুযোগ দেয় অ্যাপটি। এই বারেই বাকি লিস্টগুলোর পাশে কাস্টম লিস্ট থাকবে।
হোয়াটসঅ্যাপে কাস্টম লিস্ট তৈরি করবেন যেভাবে
১. ফোনে হোয়াটসঅ্যাপ চালু করুন।
২. মূল চ্যাট থ্রেড বা তালিকায় যান।
৩. এখন ওপরের দিকে ‘হোয়াটসঅ্যাপ’ লেখার নিচে একটি ‘ফিল্টার বার’ দেখা যাবে। যেখানে ‘অল’, ‘আনরিড, ‘ফেবারিটস’ এই ধরনের অপশন দেখা যাবে। যদি এই ‘বার’ না দেখতে পান তাহলে চ্যাট থ্রেডগুলোর ওপর হালকাভাবে স্পর্শ করে নিচের দিকে টেনে ধরুন।
৪. এখন অপশনগুলোর পাশে একটি ‘+’ আইকোন দেখতে পারবেন। এতে ট্যাপ করুন।
৫. এরপর ‘কনটিনিউ’ অপশনে ট্যাপ করুন।
৬. নতুন লিস্ট তৈরির পেজ চালু হবে।
৭. ‘লিস্ট নেম’ এর জায়গায় পছন্দ মতো নাম নির্বাচন করুন। যেমন: বন্ধু, পরিবার, অফিস ইত্যাদি।
৮. এ ছাড়া নামের পাশে ইমোজি চিহ্ন–তে ট্যাপ করে থেকে পছন্দ ইমোজিও নির্বাচন করতে পারবেন।
৯. এবার চ্যাট লিস্টে চ্যাটথ্রেডগুলো যুক্ত করতে হবে। এ জন্য নিচের ‘অ্যাড পিপল অর গ্রুপস’ অপশনে ট্যাপ করুন।
১০. এখানে যাদের সঙ্গে সম্প্রতি চ্যাট করেছেন তাদের তালিকা দেখাবে। এই তালিকা থেকে পছন্দের চ্যাট থ্রেডসগুলোর ওপর ট্যাপ করুন। ফলে থ্রেডের ওপর একটি সবুজ রঙের টিক চিহ্ন দেখা যাবে। আর তালিকায় কাঙ্ক্ষিত চ্যাটথ্রেড না পেলে ওপরের দিকে থাকা সার্চ অপশন থেকে কনটাক্ট বা গ্রুপের নাম লিখে সার্চ করুন। এবার সার্চ ফলাফল থেকে কাঙ্খিত চ্যাট থ্রেড নির্বাচন করুন। আর চ্যাটলিস্টের জন্য ভুলক্রমে অনাকাঙ্ক্ষিত থ্রেড যুক্ত হলে ওই নামের পাশে ক্রস চিহ্নে ট্যাপ করুন।
১১. চ্যাট লিস্টের জন্য প্রয়োজনীয় চ্যাট থ্রেডগুলো নির্বাচন শেষ হলে নিচের দিকে থাকা ‘টিক’ চিহ্নে ট্যাপ করুন।
এভাবে চ্যাট লিস্ট তৈরি হয়ে যাবে। এটি হোয়াটঅ্যাপরে ওপরের বারে দেখা যাবে। এখন যেকোনো চ্যাট লিস্টের নামের ওপর ট্যাপ করলেই ওই বিশেষ তালিকায় যুক্ত করা সবগুলো থ্রেড এক সঙ্গে দেখা যাবে।
চ্যাটলিস্টের নাম পরিবর্তন করবেন যেভাবে
১. ফিল্টার বার থেকে যেকোনো চ্যাট লিস্টের ওপর ট্যাপ করুন।
২. এর ফলে ছোট একটি মেনু আসবে। মেনু থেকে ‘এডিট’ অপশন নির্বাচন করুন।
৩. এরপর আগের নামের ওপর ট্যাপ করুন। এখন কিবোর্ডের সাহায্যে নাম মুছে ফেলুন। চ্যাট লিস্টের নতুন নাম টাইপ করুন।
৪. নাম পরিবর্তনের পরে ওপরের দিকে থাকা ‘টিক’ চিহ্নে ট্যাপ করুন।
চ্যাটলিস্ট থেকে চ্যাটথ্রেড যুক্ত বা বাদ দেবেন যেভাবে
১. ওপরের ধাপ গুলো অনুসরণ করে ‘এডিট’ অপশন নির্বাচন করুন।
২. যে চ্যাটথ্রেড তালিকা থেকে বাদ দিতে চান তার পাশের ডিলিট বাটনে ট্যাপ করুন।
৩, নতুন চ্যাটথ্রেড যুক্ত করার জন্য ‘অ্যাড পিপল অর গ্রুপস’ এর ওপর ট্যাপ করুন।
৪. এখন তালিকা থেকে পছন্দের চ্যাট থ্রেডসগুলো নির্বাচনের জন্য কাঙ্ক্ষিত চ্যাটের ওপর ট্যাপ করুন। ফলে থ্রেডের ওপর একটি সবুজ রঙের টিক চিহ্ন দেখা যাবে।
আর তালিকায় কাঙ্ক্ষিত চ্যাটথ্রেড না পেলে ওপরের দিকে থাকা সার্চ অপশন থেকে কনটাক্ট বা গ্রুপের নাম লিখে সার্চ করুন। এবার সার্চ ফলাফল থেকে কাঙ্খিত চ্যাট থ্রেডটি নির্বাচন করুন।
কাস্টম লিস্টগুলো গুছিয়ে রাখুন
হোয়াটসঅ্যাপের চ্যাট লিস্টগুলো নিজের মতো গুছিয়ে রাখা যায়। এভাবে অপেক্ষাকৃত গুরুত্বপূর্ণ বা বেশি ব্যবহৃত হয় এমন লিস্টগুলো সামনে রাখতে পারবেন। কাস্টম লিস্ট গুছিয়ে রাখার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. ফিল্টার বার থেকে যেকোনো চ্যাট লিস্টের নামের ওপর ট্যাপ করুন।
২. এর ফলে ছোট একটি মেনু আসবে। মেনু থেকে ‘রিঅর্ডার লিস্টস’ অপশন নির্বাচন করুন। একটি নতুন পেজ চালু হবে।
৩. পেজে চ্যাট লিস্টগুলোর নাম দেখা যাবে। এখন যেকোনো চ্যাটলিস্টের নামের পাশে থাকা ‘=’ বাটনের ওপর চাপ দিয়ে ধরে চ্যাট লিস্টগুলোর ওপরে বা নিচের দিকে ড্রাগ করে কাঙ্ক্ষিত অবস্থানে রাখতে পারবেন।
৪. পছন্দমতো কাস্টম লিস্ট গোছানো হলে ওপরে ‘টিক’ চিহ্নে ট্যাপ করুন।
আরও পড়ুন:–
বর্তমানে ডিজিটাল জীবনের অবিচ্ছেদ্য অংশ হোয়াটসঅ্যাপ। বন্ধু, পরিবার, সহকর্মী বা ব্যবসায়িক কাজে যোগাযোগ—সবই এক প্ল্যাটফর্মে হয়। তবে, এতগুলো চ্যাটের মধ্যে গুরুত্বপূর্ণ মেসেজ হারিয়ে যায় অনেক সময়। বারবার স্ক্রল করে প্রয়োজনীয় চ্যাট খোঁজাও সময়সাপেক্ষ এবং কষ্টকর। এ ছাড়া তাড়াহুড়ার সময় অন্য কাউকে ব্যক্তিগত বা সংবেদনশীল চ্যাট পাঠানোর মতো ভুলও হয়ে যেতে পারে। এসব সমস্যার সমাধানে হোয়াটসঅ্যাপ নিয়ে এসেছে ‘কাস্টম চ্যাট লিস্ট’ তৈরির ফিচার।
এই ফিচারের মাধ্যমে গুরুত্বপূর্ণ চ্যাটগুলো এক জায়গায় রাখা যায়। এর মাধ্যমে বন্ধু, সহকর্মী বা কোনো নির্দিষ্ট গ্রুপের চ্যাটগুলো আলাদা কাস্টম লিস্টে বা তালিকায় রাখতে পারবেন, যাতে কোনো গুরুত্বপূর্ণ মেসেজ মিস না হয়। হোয়াটসঅ্যাপে সর্বোচ্চ ২০টি কাস্টম লিস্ট তৈরি করা যাবে। একক বা গ্রুপ উভয় ধরনের চ্যাটই এসব তালিকায় রাখতে পারবেন।
কাস্টম লিস্ট কোথায় থাকে
অ্যাপটি চালু করে ‘হোয়াটসঅ্যাপ’ লেখার নিচে একটি ‘ফিল্টার বার’ দেখা যায়। এই বারে ‘অল’, ‘আনরিড, ‘ফেবারিটস’ নামে বিভিন্ন লিস্ট বা তালিকার নাম থাকে। ‘অল’ লিস্টের আওতায় সবগুলো চ্যাট থ্রেড (একক বা গ্রুপ চ্যাট) রাখে হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীদের নিজের মতো লিস্ট তৈরি করার সুযোগ দেয় অ্যাপটি। এই বারেই বাকি লিস্টগুলোর পাশে কাস্টম লিস্ট থাকবে।
হোয়াটসঅ্যাপে কাস্টম লিস্ট তৈরি করবেন যেভাবে
১. ফোনে হোয়াটসঅ্যাপ চালু করুন।
২. মূল চ্যাট থ্রেড বা তালিকায় যান।
৩. এখন ওপরের দিকে ‘হোয়াটসঅ্যাপ’ লেখার নিচে একটি ‘ফিল্টার বার’ দেখা যাবে। যেখানে ‘অল’, ‘আনরিড, ‘ফেবারিটস’ এই ধরনের অপশন দেখা যাবে। যদি এই ‘বার’ না দেখতে পান তাহলে চ্যাট থ্রেডগুলোর ওপর হালকাভাবে স্পর্শ করে নিচের দিকে টেনে ধরুন।
৪. এখন অপশনগুলোর পাশে একটি ‘+’ আইকোন দেখতে পারবেন। এতে ট্যাপ করুন।
৫. এরপর ‘কনটিনিউ’ অপশনে ট্যাপ করুন।
৬. নতুন লিস্ট তৈরির পেজ চালু হবে।
৭. ‘লিস্ট নেম’ এর জায়গায় পছন্দ মতো নাম নির্বাচন করুন। যেমন: বন্ধু, পরিবার, অফিস ইত্যাদি।
৮. এ ছাড়া নামের পাশে ইমোজি চিহ্ন–তে ট্যাপ করে থেকে পছন্দ ইমোজিও নির্বাচন করতে পারবেন।
৯. এবার চ্যাট লিস্টে চ্যাটথ্রেডগুলো যুক্ত করতে হবে। এ জন্য নিচের ‘অ্যাড পিপল অর গ্রুপস’ অপশনে ট্যাপ করুন।
১০. এখানে যাদের সঙ্গে সম্প্রতি চ্যাট করেছেন তাদের তালিকা দেখাবে। এই তালিকা থেকে পছন্দের চ্যাট থ্রেডসগুলোর ওপর ট্যাপ করুন। ফলে থ্রেডের ওপর একটি সবুজ রঙের টিক চিহ্ন দেখা যাবে। আর তালিকায় কাঙ্ক্ষিত চ্যাটথ্রেড না পেলে ওপরের দিকে থাকা সার্চ অপশন থেকে কনটাক্ট বা গ্রুপের নাম লিখে সার্চ করুন। এবার সার্চ ফলাফল থেকে কাঙ্খিত চ্যাট থ্রেড নির্বাচন করুন। আর চ্যাটলিস্টের জন্য ভুলক্রমে অনাকাঙ্ক্ষিত থ্রেড যুক্ত হলে ওই নামের পাশে ক্রস চিহ্নে ট্যাপ করুন।
১১. চ্যাট লিস্টের জন্য প্রয়োজনীয় চ্যাট থ্রেডগুলো নির্বাচন শেষ হলে নিচের দিকে থাকা ‘টিক’ চিহ্নে ট্যাপ করুন।
এভাবে চ্যাট লিস্ট তৈরি হয়ে যাবে। এটি হোয়াটঅ্যাপরে ওপরের বারে দেখা যাবে। এখন যেকোনো চ্যাট লিস্টের নামের ওপর ট্যাপ করলেই ওই বিশেষ তালিকায় যুক্ত করা সবগুলো থ্রেড এক সঙ্গে দেখা যাবে।
চ্যাটলিস্টের নাম পরিবর্তন করবেন যেভাবে
১. ফিল্টার বার থেকে যেকোনো চ্যাট লিস্টের ওপর ট্যাপ করুন।
২. এর ফলে ছোট একটি মেনু আসবে। মেনু থেকে ‘এডিট’ অপশন নির্বাচন করুন।
৩. এরপর আগের নামের ওপর ট্যাপ করুন। এখন কিবোর্ডের সাহায্যে নাম মুছে ফেলুন। চ্যাট লিস্টের নতুন নাম টাইপ করুন।
৪. নাম পরিবর্তনের পরে ওপরের দিকে থাকা ‘টিক’ চিহ্নে ট্যাপ করুন।
চ্যাটলিস্ট থেকে চ্যাটথ্রেড যুক্ত বা বাদ দেবেন যেভাবে
১. ওপরের ধাপ গুলো অনুসরণ করে ‘এডিট’ অপশন নির্বাচন করুন।
২. যে চ্যাটথ্রেড তালিকা থেকে বাদ দিতে চান তার পাশের ডিলিট বাটনে ট্যাপ করুন।
৩, নতুন চ্যাটথ্রেড যুক্ত করার জন্য ‘অ্যাড পিপল অর গ্রুপস’ এর ওপর ট্যাপ করুন।
৪. এখন তালিকা থেকে পছন্দের চ্যাট থ্রেডসগুলো নির্বাচনের জন্য কাঙ্ক্ষিত চ্যাটের ওপর ট্যাপ করুন। ফলে থ্রেডের ওপর একটি সবুজ রঙের টিক চিহ্ন দেখা যাবে।
আর তালিকায় কাঙ্ক্ষিত চ্যাটথ্রেড না পেলে ওপরের দিকে থাকা সার্চ অপশন থেকে কনটাক্ট বা গ্রুপের নাম লিখে সার্চ করুন। এবার সার্চ ফলাফল থেকে কাঙ্খিত চ্যাট থ্রেডটি নির্বাচন করুন।
কাস্টম লিস্টগুলো গুছিয়ে রাখুন
হোয়াটসঅ্যাপের চ্যাট লিস্টগুলো নিজের মতো গুছিয়ে রাখা যায়। এভাবে অপেক্ষাকৃত গুরুত্বপূর্ণ বা বেশি ব্যবহৃত হয় এমন লিস্টগুলো সামনে রাখতে পারবেন। কাস্টম লিস্ট গুছিয়ে রাখার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. ফিল্টার বার থেকে যেকোনো চ্যাট লিস্টের নামের ওপর ট্যাপ করুন।
২. এর ফলে ছোট একটি মেনু আসবে। মেনু থেকে ‘রিঅর্ডার লিস্টস’ অপশন নির্বাচন করুন। একটি নতুন পেজ চালু হবে।
৩. পেজে চ্যাট লিস্টগুলোর নাম দেখা যাবে। এখন যেকোনো চ্যাটলিস্টের নামের পাশে থাকা ‘=’ বাটনের ওপর চাপ দিয়ে ধরে চ্যাট লিস্টগুলোর ওপরে বা নিচের দিকে ড্রাগ করে কাঙ্ক্ষিত অবস্থানে রাখতে পারবেন।
৪. পছন্দমতো কাস্টম লিস্ট গোছানো হলে ওপরে ‘টিক’ চিহ্নে ট্যাপ করুন।
আরও পড়ুন:–
জিবলি আর্টের উন্মাদনায় কাঁপছে বিশ্ব। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলেই দেখা যায়, প্রায় অধিকাংশ নেটাগরিক তাঁদের প্রিয় মুহূর্তের ধারণ করা ছবিগুলোকে স্টুডিও জিবলি আর্টের ধরনে অ্যানিমেশন করছেন। কেউ প্রোফাইল পিকচারে দিচ্ছেন, কেউ বা অনেক পুরোনো স্মৃতিও ফিরিয়ে আনছেন জিবলি আর্টে রূপান্তর করার মাধ্যমে।
১৭ ঘণ্টা আগেএক্সএআই এবং এক্স ব্যক্তিগত মালিকানাধীন প্রতিষ্ঠান। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তির কিছু নির্দিষ্ট তথ্য এখনো স্পষ্ট নয়, যেমন: বিনিয়োগকারীরা এই শেয়ার স্থানান্তর অনুমোদন করেছে কিনা বা বিনিয়োগকারীদের কীভাবে ক্ষতিপূরণ দেওয়া হবে ইত্যাদি বিষয় অস্পষ্ট।
৫ দিন আগেফেসবুক স্টোরি একধরনের সাময়িক পোস্ট। এই ধরনের পোস্ট ২৪ ঘণ্টা ধরে দেখা যায় এবং পরে অদৃশ্য হয়ে যায়। তবে এগুলো একেবারেই ফেসবুক থেকে হারিয়ে যায় না। এগুলো আর্কাইভ নামের এক ফোল্ডারে থাকে। এই ফোল্ডারে সব স্টোরি একই সঙ্গে পাওয়া যায়।
৫ দিন আগেগুগল তাদের সার্চ, ম্যাপস এবং জেমিনিতে বেশ কিছু নতুন ফিচার চালু করছে। ব্যবহারকারীর ছুটির পরিকল্পনা করতে এগুলো সাহায্য করবে। এসব নতুন ফিচার অনেকটাই কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে তৈরি। ব্যবহারকারীরা আগে যেমন ওপেনএআইয়ের চ্যাটজিপিটি থেকে ছুটির পরিকল্পনা তৈরি করতে অভ্যস্ত ছিলেন, তেমনি গুগলের টুলগুলো
৬ দিন আগে