ভ্যাট নিবন্ধন নিল গুগল, রাজস্ব খাতের জন্য মাইলফলক বলছেন আইসিটি প্রতিমন্ত্রী

প্রযুক্তি ডেস্ক
প্রকাশ : ২৫ মে ২০২১, ২৩: ৩৭

ঢাকা: বাংলাদেশে ভ্যাট নিবন্ধন নিয়েছে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। গুগল এশিয়া–প্যাসিফিক প্রাইভেট লিমিটেডের এই ভ্যাট নিবন্ধন প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে গতকাল সোমবার। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভ্যাট আইনে সংশোধন করে কিছু বাধা দূর করার পর গুগলের এই নিবন্ধন করল।

এর আগে একটি স্থানীয় ভ্যাট এজেন্ট নিয়োগ দিয়েছিল গুগল। এই এজেন্ট গুগলের ভ্যাট সংক্রান্ত যাবতীয় কার্যক্রম পরিচালনা করত। কারণ গুগলের বাংলাদেশে স্থায়ী কোনো কার্যালয় নেই। আইন অনুযায়ী, বাংলাদেশে সরাসরি কার্যালয় নেই এমন প্রতিষ্ঠানকে স্থানীয় এজেন্টের মাধ্যমে ভ্যাট প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। বাংলাদেশে প্রাইসওয়াটারহাউজকুপারস (পিডব্লিউসি) গুগলের গ্লোবাল কনসালট্যান্ট।

এনবিআরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, গুগলকে এনবিআরের পক্ষ থেকে বিজনেস আইডেনটিফিকেশন নম্বর (বিআইএন) দেওয়া হয়েছে। ফলে এখন বাংলাদেশ সরকারকে সরাসরি ভ্যাট দেবে এ মার্কিন প্রযুক্তি জায়ান্ট। বাংলাদেশে কার্যালয় নেই এমন প্রতিষ্ঠানের মধ্যে ফেসবুক, নেটফ্লিক্সকেও ভ্যাটের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

গুগলের এই রেজিস্ট্রেশনের ফলে সরকারের রাজস্ব আহরণে কতটা প্রভাব পড়বে জানতে আজকের পত্রিকার পক্ষ থেকে ডাক টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বলেন, বিষয়টি বাংলাদেশের জন্য ভালো একটি খবর। বাংলাদেশের রাজস্ব খাতে এটি একটি বড় অর্জন। বাংলাদেশ গুগল, ফেসবুক, নেটফ্লিক্সের মতো প্রতিষ্ঠানের কাছ থেকে বেশ স্বচ্ছভাবে রাজস্ব আদায়ের সুযোগ পেল। এটি রাজস্ব খাতের জন্য একটি মাইলফলকই বলা যায়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত