প্রেসিডেন্ট নিক্সন অন্তত ৫টি বাদ্যযন্ত্র বাজাতে পারতেন

অনলাইন ডেস্ক
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৯: ২৫
Thumbnail image

যুক্তরাষ্ট্রের ৩৭তম প্রেসিডেন্ট ছিলেন রিচার্ড মিলহাউস নিক্সন। বিশ্বব্যাপী পরিচিত শুধু নিক্সন নামেই। বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন তিনি। ওই সময়ের ভূমিকা নিয়ে আলোচিত ও সমালোচিত হন এখনো। 

এ ছাড়া বিরোধী দলের বিরুদ্ধে ষড়যন্ত্রের পরিকল্পনা যেটি ‘ওয়াটারগেট কেলেঙ্কারি’ নামে পৃথিবী বিখ্যাত—এটিরও মূল পরিকল্পক ছিলেন তিনি। 

রিপাবলিকান পার্টির এই প্রয়াত নেতা মূলত ‘কুখ্যাতি’ কুড়ালেও অনেকেই জানেন না, রাজনীতির পাশাপাশি ছিলেন একজন সংগীতশিল্পীও। 

রিচার্ড নিক্সন ছিলেন মূলত পিয়ানোবাদক। জীবনের লম্বা সময় ধরে অনেক বাদ্যযন্ত্র বাজানো শিখেছিলেন। পিয়ানোর পাশাপাশি তিনি স্যাক্সোফোন, ক্লারিনেট, বেহালা এবং অ্যাকর্ডিয়ানও বাজাতে পারতেন। 

সংগীতের প্রতি নিক্সনের আগ্রহ প্রথম লক্ষ করেছিলেন তাঁর মা। ১২ বছর বয়সী নিক্সনকে সংগীত শেখার জন্য খালার কাছে পাঠান মা। বাড়ি থেকে ২০০ মাইল দূরে খালার বাসায় ছয় মাস সংগীতের তালিম নেন নিক্সন। 

সংগীতের তাত্ত্বিক জ্ঞানে নিক্সন পারদর্শী না হলেও কানে শুনে অনেক সুর বাদ্যযন্ত্রে তুলে ফেলতে পারতেন। জ্যাক পার উপস্থাপনায় প্রচারিত টক শো ‘টুনাইট স্টারিং জ্যাক পার’-এ নিক্সন তাঁর বিখ্যাত কম্পোজিশন ‘পিয়ানো কনসার্টো নং ১’ বাজিয়েছিলেন। 

রিচার্ড মিলহাউস নিক্সন ১৯৯৪ সালের ২২ এপ্রিল ৮১ বছর বয়সে মারা যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত