অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের ৩৭তম প্রেসিডেন্ট ছিলেন রিচার্ড মিলহাউস নিক্সন। বিশ্বব্যাপী পরিচিত শুধু নিক্সন নামেই। বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন তিনি। ওই সময়ের ভূমিকা নিয়ে আলোচিত ও সমালোচিত হন এখনো।
এ ছাড়া বিরোধী দলের বিরুদ্ধে ষড়যন্ত্রের পরিকল্পনা যেটি ‘ওয়াটারগেট কেলেঙ্কারি’ নামে পৃথিবী বিখ্যাত—এটিরও মূল পরিকল্পক ছিলেন তিনি।
রিপাবলিকান পার্টির এই প্রয়াত নেতা মূলত ‘কুখ্যাতি’ কুড়ালেও অনেকেই জানেন না, রাজনীতির পাশাপাশি ছিলেন একজন সংগীতশিল্পীও।
রিচার্ড নিক্সন ছিলেন মূলত পিয়ানোবাদক। জীবনের লম্বা সময় ধরে অনেক বাদ্যযন্ত্র বাজানো শিখেছিলেন। পিয়ানোর পাশাপাশি তিনি স্যাক্সোফোন, ক্লারিনেট, বেহালা এবং অ্যাকর্ডিয়ানও বাজাতে পারতেন।
সংগীতের প্রতি নিক্সনের আগ্রহ প্রথম লক্ষ করেছিলেন তাঁর মা। ১২ বছর বয়সী নিক্সনকে সংগীত শেখার জন্য খালার কাছে পাঠান মা। বাড়ি থেকে ২০০ মাইল দূরে খালার বাসায় ছয় মাস সংগীতের তালিম নেন নিক্সন।
সংগীতের তাত্ত্বিক জ্ঞানে নিক্সন পারদর্শী না হলেও কানে শুনে অনেক সুর বাদ্যযন্ত্রে তুলে ফেলতে পারতেন। জ্যাক পার উপস্থাপনায় প্রচারিত টক শো ‘টুনাইট স্টারিং জ্যাক পার’-এ নিক্সন তাঁর বিখ্যাত কম্পোজিশন ‘পিয়ানো কনসার্টো নং ১’ বাজিয়েছিলেন।
রিচার্ড মিলহাউস নিক্সন ১৯৯৪ সালের ২২ এপ্রিল ৮১ বছর বয়সে মারা যান।
যুক্তরাষ্ট্রের ৩৭তম প্রেসিডেন্ট ছিলেন রিচার্ড মিলহাউস নিক্সন। বিশ্বব্যাপী পরিচিত শুধু নিক্সন নামেই। বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন তিনি। ওই সময়ের ভূমিকা নিয়ে আলোচিত ও সমালোচিত হন এখনো।
এ ছাড়া বিরোধী দলের বিরুদ্ধে ষড়যন্ত্রের পরিকল্পনা যেটি ‘ওয়াটারগেট কেলেঙ্কারি’ নামে পৃথিবী বিখ্যাত—এটিরও মূল পরিকল্পক ছিলেন তিনি।
রিপাবলিকান পার্টির এই প্রয়াত নেতা মূলত ‘কুখ্যাতি’ কুড়ালেও অনেকেই জানেন না, রাজনীতির পাশাপাশি ছিলেন একজন সংগীতশিল্পীও।
রিচার্ড নিক্সন ছিলেন মূলত পিয়ানোবাদক। জীবনের লম্বা সময় ধরে অনেক বাদ্যযন্ত্র বাজানো শিখেছিলেন। পিয়ানোর পাশাপাশি তিনি স্যাক্সোফোন, ক্লারিনেট, বেহালা এবং অ্যাকর্ডিয়ানও বাজাতে পারতেন।
সংগীতের প্রতি নিক্সনের আগ্রহ প্রথম লক্ষ করেছিলেন তাঁর মা। ১২ বছর বয়সী নিক্সনকে সংগীত শেখার জন্য খালার কাছে পাঠান মা। বাড়ি থেকে ২০০ মাইল দূরে খালার বাসায় ছয় মাস সংগীতের তালিম নেন নিক্সন।
সংগীতের তাত্ত্বিক জ্ঞানে নিক্সন পারদর্শী না হলেও কানে শুনে অনেক সুর বাদ্যযন্ত্রে তুলে ফেলতে পারতেন। জ্যাক পার উপস্থাপনায় প্রচারিত টক শো ‘টুনাইট স্টারিং জ্যাক পার’-এ নিক্সন তাঁর বিখ্যাত কম্পোজিশন ‘পিয়ানো কনসার্টো নং ১’ বাজিয়েছিলেন।
রিচার্ড মিলহাউস নিক্সন ১৯৯৪ সালের ২২ এপ্রিল ৮১ বছর বয়সে মারা যান।
ওনলিফ্যানস মডেল বনি ব্লু’র চাঞ্চল্যকর দাবি ইন্টারনেটে আলোচনার ঝড় তুলেছে। ২৫ বছর বয়সী এই কনটেন্ট ক্রিয়েটর জানিয়েছেন, তিনি ১২ ঘণ্টায় ১ হাজার ৫৭ জন পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন।
৩ দিন আগেযুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বসবাসকারী এক নারী সম্প্রতি ৫০ হাজার ডলারের একটি লটারি জিতেছেন। বাংলাদেশি মুদ্রায় এই অর্থ ৬০ লাখ টাকার বেশি। মজার বিষয় হলো, যে সংখ্যা ব্যবহার করে এই লটারি বিজয়, সেই সংখ্যা স্বপ্নে পেয়েছিলেন ওই নারী!
৮ দিন আগেদক্ষিণ আফ্রিকান একটি নিরাপত্তাপ্রতিষ্ঠান সেখানকার একটি বাড়ি থেকে বিপৎসংকেত বা সতর্কতামূলক অ্যালার্ম পায়। প্রতিষ্ঠানটি দেরি না করে সেখানে একটি দল পাঠায়। তখনই ফাঁস হয় রহস্য। এই অ্যালার্ম বাজিয়েছিল ওই বাড়ির বাসিন্দারা নয়, বরং একটি বানর।
২০ দিন আগেমাত্র ৫ কিলোমিটার দূরে বাসা। রাত হয়ে যাওয়ায় রাইড শেয়ারিং অ্যাপ উবারই ভরসা। ২০ মিনিটেই চলে যাওয়া যায়। তবে যানজটে সময় লাগল ২ ঘণ্টা। গন্তব্যে পৌঁছে সোফি দেখলেন ৫ কিলোমিটার রাস্তার জন্য তাঁর বিল এসেছে ৩২১ ডলার (বাংলাদেশি মুদ্রায় ৩৮১৯৭ টাকা)। উবার বুক করার সময় দেখানো প্রাথমিক বিলের প্রায় চার গুণ!
২২ ডিসেম্বর ২০২৪