অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনসহ মোট ৪৬ জন প্রেসিডেন্টের ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে রেসলারদের আদলে তৈরি করেছেন ক্যাম হারলেস নামের এক ব্যক্তি। যা এখন নেট দুনিয়ায় ভাইরাল। প্রেসিডেন্টদের এমন শক্তিশালী মাংসপেশি, সিক্সপ্যাক দেখে হাস্যরস চলছে।
আজ রোববার এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ফটোশপ ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে প্রফেশনাল রেসলারদের আদলে তাঁদের এসব ছবি তৈরি করা হয়েছে। সৃজনশীল এই কাজটি মুহূর্তেই ভাইরাল হয়েছে। এ পর্যন্ত টুইটারে ৪০ লাখের বেশি মানুষ এটি দেখেছেন। এসব ছবিতে কমেন্টের বন্যা বইছে। মানুষজন ছবিগুলো দেখে নানা মত তুলে ধরছেন।
টুইটার ব্যবহারকারী এক ব্যক্তি মন্তব্য করেন, লিংকন সত্যি সত্যিই রেসলার ছিলেন। তাঁর উচ্চতা ছিল ৬ ফুট ৪ ইঞ্চি। রেসলার হিসেবে তাঁর পরিচিতি ছিল। এক যুগে মাত্র একবার তিনি পরাজিত হয়েছিলেন।
আরেকজন লেখেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ক্যাম হারলেসের তৈরি করা আরও বেশ কিছু ছবি ইতিপূর্বেও ভাইরাল হয়েছিল।
যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনসহ মোট ৪৬ জন প্রেসিডেন্টের ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে রেসলারদের আদলে তৈরি করেছেন ক্যাম হারলেস নামের এক ব্যক্তি। যা এখন নেট দুনিয়ায় ভাইরাল। প্রেসিডেন্টদের এমন শক্তিশালী মাংসপেশি, সিক্সপ্যাক দেখে হাস্যরস চলছে।
আজ রোববার এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ফটোশপ ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে প্রফেশনাল রেসলারদের আদলে তাঁদের এসব ছবি তৈরি করা হয়েছে। সৃজনশীল এই কাজটি মুহূর্তেই ভাইরাল হয়েছে। এ পর্যন্ত টুইটারে ৪০ লাখের বেশি মানুষ এটি দেখেছেন। এসব ছবিতে কমেন্টের বন্যা বইছে। মানুষজন ছবিগুলো দেখে নানা মত তুলে ধরছেন।
টুইটার ব্যবহারকারী এক ব্যক্তি মন্তব্য করেন, লিংকন সত্যি সত্যিই রেসলার ছিলেন। তাঁর উচ্চতা ছিল ৬ ফুট ৪ ইঞ্চি। রেসলার হিসেবে তাঁর পরিচিতি ছিল। এক যুগে মাত্র একবার তিনি পরাজিত হয়েছিলেন।
আরেকজন লেখেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ক্যাম হারলেসের তৈরি করা আরও বেশ কিছু ছবি ইতিপূর্বেও ভাইরাল হয়েছিল।
ওনলিফ্যানস মডেল বনি ব্লু’র চাঞ্চল্যকর দাবি ইন্টারনেটে আলোচনার ঝড় তুলেছে। ২৫ বছর বয়সী এই কনটেন্ট ক্রিয়েটর জানিয়েছেন, তিনি ১২ ঘণ্টায় ১ হাজার ৫৭ জন পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন।
৩ দিন আগেযুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বসবাসকারী এক নারী সম্প্রতি ৫০ হাজার ডলারের একটি লটারি জিতেছেন। বাংলাদেশি মুদ্রায় এই অর্থ ৬০ লাখ টাকার বেশি। মজার বিষয় হলো, যে সংখ্যা ব্যবহার করে এই লটারি বিজয়, সেই সংখ্যা স্বপ্নে পেয়েছিলেন ওই নারী!
৭ দিন আগেদক্ষিণ আফ্রিকান একটি নিরাপত্তাপ্রতিষ্ঠান সেখানকার একটি বাড়ি থেকে বিপৎসংকেত বা সতর্কতামূলক অ্যালার্ম পায়। প্রতিষ্ঠানটি দেরি না করে সেখানে একটি দল পাঠায়। তখনই ফাঁস হয় রহস্য। এই অ্যালার্ম বাজিয়েছিল ওই বাড়ির বাসিন্দারা নয়, বরং একটি বানর।
২০ দিন আগেমাত্র ৫ কিলোমিটার দূরে বাসা। রাত হয়ে যাওয়ায় রাইড শেয়ারিং অ্যাপ উবারই ভরসা। ২০ মিনিটেই চলে যাওয়া যায়। তবে যানজটে সময় লাগল ২ ঘণ্টা। গন্তব্যে পৌঁছে সোফি দেখলেন ৫ কিলোমিটার রাস্তার জন্য তাঁর বিল এসেছে ৩২১ ডলার (বাংলাদেশি মুদ্রায় ৩৮১৯৭ টাকা)। উবার বুক করার সময় দেখানো প্রাথমিক বিলের প্রায় চার গুণ!
২২ ডিসেম্বর ২০২৪