অনলাইন ডেস্ক
বাড়ির সবাই গিয়েছিলেন একটি বিয়ের দাওয়াতে। ফিরে এসে তাঁরা দেখেন, বিছানায় শুয়ে নাক ডাকছেন এক চোর। তাঁর পাশেই পড়ে ছিল বাড়িতে রাখা কয়েকটি ওয়াইনের বোতল। ঘরের জিনিসপত্রও ছিল এলোমেলো।
ভারতের লক্ষ্ণৌয়ের সেই পরিবারটি আরও আবিষ্কার করে, চোর ঘুমিয়ে থাকলেও বাড়ি থেকে হাওয়া হয়ে গেছে প্রায় আট লাখ টাকার মালামাল। এটা কীভাবে সম্ভব?
মঙ্গলবার ইন্ডিয়া টুডে এক খবরে জানায়, ঘুমিয়ে পড়া সেই চোরকে পুলিশের হাতে তুলে দেয় পরিবারটি। পরে পুলিশকে চোরটি জানান, তাঁর আরও এক সঙ্গী ছিল। ফাঁকা দেখে চুরির উদ্দেশে তাঁরা ওই বাড়িটিতেই ঢুকে পড়েছিলেন। কিন্তু বাড়ির ভেতরে থাকা কয়েক বোতল ওয়াইন দেখে নিজেকে আর সামলে রাখতে পারেননি ধরা পড়া ওই চোর। ঢক ঢক করে গিলতে শুরু করেন। এভাবে কয়েক বোতল খালি করে ফেললে বেসামাল হয়ে পড়েন তিনি। পরে তাঁকে রেখেই বাড়ির মূল্যবান সামগ্রী নিয়ে চলে যায় অন্যজন।
লক্ষ্ণৌয়ের কান্ত এলাকায় অবস্থিত ওই বাড়িটির মালিক ও সাবেক সেনা সদস্য সর্বানন্দ বলেন, ‘বিয়ে থেকে ফিরে আমিই বাড়ির তালা খুলি। ভেতরে ঢুকে দেখি ঘরের সব এলোমেলো। পরে শয়নকক্ষে গিয়ে দেখি, এক যুবক আরামে ঘুমাচ্ছেন আমার বিছানায়। আর তার পাশে পড়ে আছে ওয়াইনের কয়েকটি খালি বোতল।’
পরিবারটি দাবি করেছে, তাদের ঘর থেকে এক শ গ্রামের বেশি সোনা, দুই কেজি রুপার গয়না, ৪০টি শাড়ি এবং নগদ ৬ লাখ রুপি চুরি গেছে।
তারা আরও জানায়, বাড়ির ভেতর থেকে অনেক কিছু খোয়া গেলেও ঘুমিয়ে থাকা চোরটিকে ডেকে তোলেনি। কয়েক ঘণ্টা পর তাঁর ঘুম ভাঙলে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
বাড়ির সবাই গিয়েছিলেন একটি বিয়ের দাওয়াতে। ফিরে এসে তাঁরা দেখেন, বিছানায় শুয়ে নাক ডাকছেন এক চোর। তাঁর পাশেই পড়ে ছিল বাড়িতে রাখা কয়েকটি ওয়াইনের বোতল। ঘরের জিনিসপত্রও ছিল এলোমেলো।
ভারতের লক্ষ্ণৌয়ের সেই পরিবারটি আরও আবিষ্কার করে, চোর ঘুমিয়ে থাকলেও বাড়ি থেকে হাওয়া হয়ে গেছে প্রায় আট লাখ টাকার মালামাল। এটা কীভাবে সম্ভব?
মঙ্গলবার ইন্ডিয়া টুডে এক খবরে জানায়, ঘুমিয়ে পড়া সেই চোরকে পুলিশের হাতে তুলে দেয় পরিবারটি। পরে পুলিশকে চোরটি জানান, তাঁর আরও এক সঙ্গী ছিল। ফাঁকা দেখে চুরির উদ্দেশে তাঁরা ওই বাড়িটিতেই ঢুকে পড়েছিলেন। কিন্তু বাড়ির ভেতরে থাকা কয়েক বোতল ওয়াইন দেখে নিজেকে আর সামলে রাখতে পারেননি ধরা পড়া ওই চোর। ঢক ঢক করে গিলতে শুরু করেন। এভাবে কয়েক বোতল খালি করে ফেললে বেসামাল হয়ে পড়েন তিনি। পরে তাঁকে রেখেই বাড়ির মূল্যবান সামগ্রী নিয়ে চলে যায় অন্যজন।
লক্ষ্ণৌয়ের কান্ত এলাকায় অবস্থিত ওই বাড়িটির মালিক ও সাবেক সেনা সদস্য সর্বানন্দ বলেন, ‘বিয়ে থেকে ফিরে আমিই বাড়ির তালা খুলি। ভেতরে ঢুকে দেখি ঘরের সব এলোমেলো। পরে শয়নকক্ষে গিয়ে দেখি, এক যুবক আরামে ঘুমাচ্ছেন আমার বিছানায়। আর তার পাশে পড়ে আছে ওয়াইনের কয়েকটি খালি বোতল।’
পরিবারটি দাবি করেছে, তাদের ঘর থেকে এক শ গ্রামের বেশি সোনা, দুই কেজি রুপার গয়না, ৪০টি শাড়ি এবং নগদ ৬ লাখ রুপি চুরি গেছে।
তারা আরও জানায়, বাড়ির ভেতর থেকে অনেক কিছু খোয়া গেলেও ঘুমিয়ে থাকা চোরটিকে ডেকে তোলেনি। কয়েক ঘণ্টা পর তাঁর ঘুম ভাঙলে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
৯১১-তে ফোন দিয়ে কত জরুরি প্রয়োজনেই তো সাহায্য চায় মানুষ। তাই বলে নিশ্চয় আশা করবেন না কেউ অঙ্ক মিলিয়ে দিতে বলবে। কিন্তু ৯১১-তে ফোন দিয়ে এ আবদারই করে যুক্তরাষ্ট্রের উইসকনসিনের ১০ বছরের এক বালক।
১ দিন আগেযুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ এক ফ্লাইটের যাত্রীরা অপর এক যাত্রীকে মাঝপথে চেপে ধরে হাত-পা টেপ দিয়ে আটকে দেন। অবশ্য ওই যাত্রীর বিরুদ্ধে অভিযোগ গুরুতর। তিনি উড়োজাহাজটি ৩০ হাজার ফুট উচ্চতায় থাকা অবস্থায় দরজা খুলে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।
২ দিন আগেবিষধর মাকড়সা হিসেবে আলাদা পরিচিতি আছে ট্যারানটুলার। কাজেই একে এড়িয়ে চলাটাই স্বাভাবিক। ট্যারানটুলা একই সঙ্গে বেশ দুষ্প্রাপ্য এক প্রাণীও। তবে সম্প্রতি পেরুতে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে ৩২০টি ট্যারানটুলা মাকড়সাসহ আরও কিছু দুষ্প্রাপ্য প্রাণী শরীরের সঙ্গে বেঁধে দেশ থেকে পালানোর চেষ্টা...
৩ দিন আগেপাঠকেরা পড়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে লাইব্রেরিতে বই ফেরত দিয়ে দেবেন এটাই নিয়ম। কারও কারও সময়মতো বই ফেরত না দেওয়ার অভ্যাসও আছে। তবে তাই বলে আপনি নিশ্চয় আশা করবেন না অর্ধ শতাব্দী পর কেউ বই ফেরত দেবেন। কিন্তু সত্যি মার্কিন মুলুকে এমন একটি কাণ্ড হয়েছে।
৪ দিন আগে