অনলাইন ডেস্ক
কয়েক বছর ধরেই কানাঘুষা চলছিল যে ডেনমার্কের একদল চিকিৎসক মানসিক রোগীদের মস্তিষ্ক চুরি করতেন। বেশির ভাগ মানুষই এই গুজবকে অবিশ্বাস্য মনে করলেও যাঁরা সত্যান্বেষী, তাঁরা রহস্য উদ্ঘাটনে চেষ্টা চালিয়ে গেছেন। সম্প্রতি মার্কিন গণমাধ্যম সিএনএন এক তথ্যচিত্রে বিষয়টি তুলে ধরেছে।
সিএনএন বলেছে, সম্প্রতি ডেনমার্কের একটি বিশ্ববিদ্যালয়ের (সিএনএন যার নাম প্রকাশ করেনি) ক্যাম্পাসের ভূগর্ভস্থ জায়গা থেকে বেশ কিছু মস্তিষ্ক উদ্ধার করা হয়েছে। সেখানে একটি গোপন গুদামে মস্তিষ্কগুলো বাক্সবন্দী করে রাখা হয়েছিল। বিষয়টি প্রকাশ্যে আসার পর অভিযোগ উঠেছে, ডেনমার্কের একদল চিকিৎসক অন্তত ১০ হাজার মানসিক রোগীর মাথা থেকে মস্তিষ্ক সরিয়ে নিয়েছেন। কিন্তু তাদের পরিবারের কাছ থেকে কোনো ধরনের অনুমতি নেননি তাঁরা।
গত ১২-১৩ নভেম্বর সিএনএনে প্রচারিত তথ্যচিত্রে বলা হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে প্রায় ৩৭ বছর ধরে ডেনমার্কের চিকিৎসকেরা মস্তিষ্ক সংগ্রহের এ কাজ করতেন। মূলত সিজোফ্রেনিয়া ও নানা ধরনের মানসিক রোগে ভোগা ব্যক্তিদের মৃত্যুর পর তাদের মস্তিষ্ক সরিয়ে নিতেন তাঁরা। কিন্তু তাঁরা বিষয়টি পরিবারের লোকজনকে ঘুণাক্ষরেও জানাতেন না।
১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সিজোফ্রেনিয়ায় আক্রান্ত হয়েছিল কারস্টেন আবিলট্রাপ নামের এক শিশু। তাকে ভর্তি করা হয়েছিল নেদারল্যান্ডসের একটি মানসিক হাসপাতালে। সেই শিশুর মৃত্যুর পর চিকিৎসকেরা তার মস্তিষ্ক সরিয়ে নিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি ডেনমার্কের একটি বিশ্ববিদ্যালয় থেকে ওই শিশুর মস্তিষ্ক উদ্ধার করা হয়েছে।
সিএনএন বলেছে, সেই সময়ে সিজোফ্রেনিয়া সম্পর্কে যেহেতু চিকিৎসকেরা তেমন কিছুই জানতেন না, তাই এরিক স্টর্মগ্রেন ও লারুস আইনারসন নামের দুই চিকিৎসক গোপনে মস্তিষ্ক হাতানোর পরিকল্পনা করেছিলেন বলে ধারণা করা হয়। মরদেহের ময়নাতদন্তের সময় তাঁরা মস্তিষ্ক সরিয়ে ফেলতেন। এরপর গোপন বাক্সে বন্দী করে ফেলতেন। সিএনএন বলেছে, গবেষণার উদ্দেশ্যে নাকি অন্য কোনো উদ্দেশ্যে তাঁরা এ কাজ করতেন, তা জানা যায়নি।
ডেনমার্কের আর্থাস ইউনিভার্সিটির মেডিকেল সায়েন্সের ইতিহাসবিদ টমাস আর্স্লেভ অভিযোগ করে বলেছেন, ১৯৪৫ থেকে ১৯৮২ সাল পর্যন্ত ডেনমার্কের বিভিন্ন মানসিক হাসপাতালে যেসব রোগী মারা গেছেন, তাদের অর্ধেকেরই মস্তিষ্ক সরিয়ে নেওয়া হয়েছিল। কিন্তু রোগীর পরিবারকে কিছুই জানানো হয়নি।
ডেনমার্কের রিসকভ সাইকিয়াট্রিক হাসপাতালের ইনস্টিটিউট অব ব্রেন প্যাথোলজিতে এসব কাজ চলত বলে সিএনএনের তথ্যচিত্রে বলা হয়েছে। প্রথম পাঁচ বছর এসব কাজ করতেন স্টর্মগ্রেন ও লারুস আইনারসন নামের দুই চিকিৎসক। পরে নাড এ লোরেনৎজেন নামের আরেক চিকিৎসক ওই ইনস্টিটিউটের দায়িত্ব নেন এবং পরবর্তী তিন দশক তিনি মস্তিষ্ক সংগ্রহের কাজ করতেন।
২০১৮ সালে অর্থাভাবে সংগ্রহশালাটি অন্য একটি বিশ্ববিদ্যালয়ে সরিয়ে নেওয়া হয়। কোন বিশ্ববিদ্যালয়ে সরিয়ে নেওয়া হয়েছে, সিএনএনের প্রতিবেদনে তা বলা হয়নি। সেই সময়ে ইনস্টিটিউট অব ব্রেন প্যাথোলজির ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন মার্টিন ডব্লিউ নিয়েলসন। তিনি ‘ব্রেন কালেক্টর’ নামে পরিচিত।
সিএনএন বলেছে, মস্তিষ্কগুলো অক্ষত রাখার জন্য ফর্মালডিহাইডে ডুবিয়ে রাখা হতো। প্রতিটি পাত্রের গায়ে নম্বর লিখে রাখা হতো, যাতে কার মস্তিষ্ক কোনটি, তা শনাক্ত করা যায়। এভাবেই জানা গেছে উদ্ধার হওয়া মস্তিষ্কগুলো কোন কোন রোগীর। তবে ১ নম্বর মস্তিষ্কটি কার, তা এখনো জানতে পারেননি চিকিৎসকেরা।
নাম প্রকাশ না করা ওই বিশ্ববিদ্যালয় থেকে ৯ হাজার ৪৭৬টি পাত্র উদ্ধার করা হয়েছে বলে সিএনএন জানিয়েছে। এর মধ্যে সাড়ে ৫ হাজার ডিমেনশিয়া রোগীর মস্তিষ্ক ছিল। বাকিগুলো অন্যান্য রোগীর।
সিএনএনের তথ্যচিত্রটি প্রচারিত হওয়ার পরে বিশ্বজুড়ে হইচই পড়ে গেছে। অনেকেই এ ধরনের কর্মকাণ্ডের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ কেউ মস্তিষ্কগুলো রোগীর পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি করেছেন। অনেকেই বলেছেন, রোগীর পরিবারদের ক্ষতিপূরণ দেওয়া হোক।
ড্যানিশ অ্যাসোসিয়েশন ফর মেন্টাল হেলথের পরিচালক নাড কার্স্টেনসেন বলেছেন, ‘এই বিপুলসংখ্যক মস্তিষ্ক নিয়ে কী করা হবে, সে বিষয়ে অনেক আলোচনা হয়েছে। অনেকেই মস্তিষ্কগুলো কবর দেওয়া বা অন্য কোনো নৈতিক উপায়ে নষ্ট করার দাবি তুলেছেন। অনেকে অবশ্য মস্তিষ্কগুলো গবেষণার কাজে ব্যবহার করার প্রস্তাব দিয়েছেন।’
গবেষণা সম্পর্কিত আরও পড়ুন:
কয়েক বছর ধরেই কানাঘুষা চলছিল যে ডেনমার্কের একদল চিকিৎসক মানসিক রোগীদের মস্তিষ্ক চুরি করতেন। বেশির ভাগ মানুষই এই গুজবকে অবিশ্বাস্য মনে করলেও যাঁরা সত্যান্বেষী, তাঁরা রহস্য উদ্ঘাটনে চেষ্টা চালিয়ে গেছেন। সম্প্রতি মার্কিন গণমাধ্যম সিএনএন এক তথ্যচিত্রে বিষয়টি তুলে ধরেছে।
সিএনএন বলেছে, সম্প্রতি ডেনমার্কের একটি বিশ্ববিদ্যালয়ের (সিএনএন যার নাম প্রকাশ করেনি) ক্যাম্পাসের ভূগর্ভস্থ জায়গা থেকে বেশ কিছু মস্তিষ্ক উদ্ধার করা হয়েছে। সেখানে একটি গোপন গুদামে মস্তিষ্কগুলো বাক্সবন্দী করে রাখা হয়েছিল। বিষয়টি প্রকাশ্যে আসার পর অভিযোগ উঠেছে, ডেনমার্কের একদল চিকিৎসক অন্তত ১০ হাজার মানসিক রোগীর মাথা থেকে মস্তিষ্ক সরিয়ে নিয়েছেন। কিন্তু তাদের পরিবারের কাছ থেকে কোনো ধরনের অনুমতি নেননি তাঁরা।
গত ১২-১৩ নভেম্বর সিএনএনে প্রচারিত তথ্যচিত্রে বলা হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে প্রায় ৩৭ বছর ধরে ডেনমার্কের চিকিৎসকেরা মস্তিষ্ক সংগ্রহের এ কাজ করতেন। মূলত সিজোফ্রেনিয়া ও নানা ধরনের মানসিক রোগে ভোগা ব্যক্তিদের মৃত্যুর পর তাদের মস্তিষ্ক সরিয়ে নিতেন তাঁরা। কিন্তু তাঁরা বিষয়টি পরিবারের লোকজনকে ঘুণাক্ষরেও জানাতেন না।
১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সিজোফ্রেনিয়ায় আক্রান্ত হয়েছিল কারস্টেন আবিলট্রাপ নামের এক শিশু। তাকে ভর্তি করা হয়েছিল নেদারল্যান্ডসের একটি মানসিক হাসপাতালে। সেই শিশুর মৃত্যুর পর চিকিৎসকেরা তার মস্তিষ্ক সরিয়ে নিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি ডেনমার্কের একটি বিশ্ববিদ্যালয় থেকে ওই শিশুর মস্তিষ্ক উদ্ধার করা হয়েছে।
সিএনএন বলেছে, সেই সময়ে সিজোফ্রেনিয়া সম্পর্কে যেহেতু চিকিৎসকেরা তেমন কিছুই জানতেন না, তাই এরিক স্টর্মগ্রেন ও লারুস আইনারসন নামের দুই চিকিৎসক গোপনে মস্তিষ্ক হাতানোর পরিকল্পনা করেছিলেন বলে ধারণা করা হয়। মরদেহের ময়নাতদন্তের সময় তাঁরা মস্তিষ্ক সরিয়ে ফেলতেন। এরপর গোপন বাক্সে বন্দী করে ফেলতেন। সিএনএন বলেছে, গবেষণার উদ্দেশ্যে নাকি অন্য কোনো উদ্দেশ্যে তাঁরা এ কাজ করতেন, তা জানা যায়নি।
ডেনমার্কের আর্থাস ইউনিভার্সিটির মেডিকেল সায়েন্সের ইতিহাসবিদ টমাস আর্স্লেভ অভিযোগ করে বলেছেন, ১৯৪৫ থেকে ১৯৮২ সাল পর্যন্ত ডেনমার্কের বিভিন্ন মানসিক হাসপাতালে যেসব রোগী মারা গেছেন, তাদের অর্ধেকেরই মস্তিষ্ক সরিয়ে নেওয়া হয়েছিল। কিন্তু রোগীর পরিবারকে কিছুই জানানো হয়নি।
ডেনমার্কের রিসকভ সাইকিয়াট্রিক হাসপাতালের ইনস্টিটিউট অব ব্রেন প্যাথোলজিতে এসব কাজ চলত বলে সিএনএনের তথ্যচিত্রে বলা হয়েছে। প্রথম পাঁচ বছর এসব কাজ করতেন স্টর্মগ্রেন ও লারুস আইনারসন নামের দুই চিকিৎসক। পরে নাড এ লোরেনৎজেন নামের আরেক চিকিৎসক ওই ইনস্টিটিউটের দায়িত্ব নেন এবং পরবর্তী তিন দশক তিনি মস্তিষ্ক সংগ্রহের কাজ করতেন।
২০১৮ সালে অর্থাভাবে সংগ্রহশালাটি অন্য একটি বিশ্ববিদ্যালয়ে সরিয়ে নেওয়া হয়। কোন বিশ্ববিদ্যালয়ে সরিয়ে নেওয়া হয়েছে, সিএনএনের প্রতিবেদনে তা বলা হয়নি। সেই সময়ে ইনস্টিটিউট অব ব্রেন প্যাথোলজির ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন মার্টিন ডব্লিউ নিয়েলসন। তিনি ‘ব্রেন কালেক্টর’ নামে পরিচিত।
সিএনএন বলেছে, মস্তিষ্কগুলো অক্ষত রাখার জন্য ফর্মালডিহাইডে ডুবিয়ে রাখা হতো। প্রতিটি পাত্রের গায়ে নম্বর লিখে রাখা হতো, যাতে কার মস্তিষ্ক কোনটি, তা শনাক্ত করা যায়। এভাবেই জানা গেছে উদ্ধার হওয়া মস্তিষ্কগুলো কোন কোন রোগীর। তবে ১ নম্বর মস্তিষ্কটি কার, তা এখনো জানতে পারেননি চিকিৎসকেরা।
নাম প্রকাশ না করা ওই বিশ্ববিদ্যালয় থেকে ৯ হাজার ৪৭৬টি পাত্র উদ্ধার করা হয়েছে বলে সিএনএন জানিয়েছে। এর মধ্যে সাড়ে ৫ হাজার ডিমেনশিয়া রোগীর মস্তিষ্ক ছিল। বাকিগুলো অন্যান্য রোগীর।
সিএনএনের তথ্যচিত্রটি প্রচারিত হওয়ার পরে বিশ্বজুড়ে হইচই পড়ে গেছে। অনেকেই এ ধরনের কর্মকাণ্ডের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ কেউ মস্তিষ্কগুলো রোগীর পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি করেছেন। অনেকেই বলেছেন, রোগীর পরিবারদের ক্ষতিপূরণ দেওয়া হোক।
ড্যানিশ অ্যাসোসিয়েশন ফর মেন্টাল হেলথের পরিচালক নাড কার্স্টেনসেন বলেছেন, ‘এই বিপুলসংখ্যক মস্তিষ্ক নিয়ে কী করা হবে, সে বিষয়ে অনেক আলোচনা হয়েছে। অনেকেই মস্তিষ্কগুলো কবর দেওয়া বা অন্য কোনো নৈতিক উপায়ে নষ্ট করার দাবি তুলেছেন। অনেকে অবশ্য মস্তিষ্কগুলো গবেষণার কাজে ব্যবহার করার প্রস্তাব দিয়েছেন।’
গবেষণা সম্পর্কিত আরও পড়ুন:
বিষধর মাকড়সা হিসেবে আলাদা পরিচিতি আছে ট্যারানটুলার। কাজেই একে এড়িয়ে চলাটাই স্বাভাবিক। ট্যারানটুলা একই সঙ্গে বেশ দুষ্প্রাপ্য এক প্রাণীও। তবে সম্প্রতি পেরুতে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে ৩২০টি ট্যারানটুলা মাকড়সাসহ আরও কিছু দুষ্প্রাপ্য প্রাণী শরীরের সঙ্গে বেঁধে দেশ থেকে পালানোর চেষ্টা...
১ দিন আগেপাঠকেরা পড়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে লাইব্রেরিতে বই ফেরত দিয়ে দেবেন এটাই নিয়ম। কারও কারও সময়মতো বই ফেরত না দেওয়ার অভ্যাসও আছে। তবে তাই বলে আপনি নিশ্চয় আশা করবেন না অর্ধ শতাব্দী পর কেউ বই ফেরত দেবেন। কিন্তু সত্যি মার্কিন মুলুকে এমন একটি কাণ্ড হয়েছে।
২ দিন আগেডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর চলছে নানা জল্পনা-কল্পনা। শুধু আমেরিকায় নয়, বিশ্বজুড়েই আলোচনায় এখন ট্রাম্প। তবে তাঁর পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ইতালির সার্দানিয়া দ্বীপের একটি গ্রামে একেবারেই ভিন্ন এক সম্ভাবনার দুয়ার উন্মোচন হিসেবে।
২ দিন আগেটাইটানিকের ৭০০-র বেশি যাত্রী এবং ক্রুকে উদ্ধার করেছিল একটি জাহাজ। ওই জাহাজের ক্যাপ্টেনকে উপহার দেওয়া একটি সোনার ঘড়ি নিলামে বিক্রি হয়েছে ১৫ কোটি ৬০ লাখ পাউন্ড অর্থাৎ ১৯ কোটি ৭০ লাখ ডলারে।
৪ দিন আগে