বিচিত্র /সুপারশপে চুরি করে ধরা পড়লেন টিকটক ইনফ্লুয়েন্সার

অনলাইন ডেস্ক
Thumbnail image
২২ বছর বয়সী টিকটক ইনফ্লুয়েন্সার মার্লিনা ভেলেজের ৩ লাখ ফলোয়ার রয়েছে। ছবি: এক্স

অনেক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বা ভিডিও ব্লগার প্রায়শই পণ্যের রিভিউ করেন। নিজেদের পণ্য অথবা ব্র্যান্ডের পণ্যের পেইড রিভিউ দেন তাঁরা। আবার কখনো উপহারের বিনিময়েও পণ্যের রিভিউ দেন এই ইনফ্লুয়েন্সাররা। কিন্তু এই ইনফ্লুয়েন্সার সুপারশপ থেকে জিনিসপত্র চুরি করেছেন। আবার কেনাকাটার নামে চুরির সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন!

সুপারশপ থেকে চুরি করা পণ্যের ভিডিও টিকটকে শেয়ার করার পর গ্রেপ্তার হয়েছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ২২ বছর বয়সী টিকটক ইনফ্লুয়েন্সার মার্লিনা ভেলেজ। টিকটকে তাঁর ৩ লাখ ফলোয়ার রয়েছে।

ফোর্ট মায়ার্স নিউজ-প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৩০ অক্টোবর কেপ কোরাল শহরে আমেরিকার খুচরা পণ্য বিক্রয় প্রতিষ্ঠান টার্গেটের একটি স্টোর থেকে ৫০০ ডলার মূল্যের ১৬টি গৃহস্থালি পণ্য ও পোশাক চুরি করেন মার্লিনা। এই ঘটনাকে ‘ছোটখাটো চুরি’ বলা হলেও ৫০০ ডলার অর্থমূল্যের কারণে বিষয়টি আইনি প্রক্রিয়া পর্যন্ত গড়িয়েছে।

কেপ কোরাল পুলিশ বিভাগ জানায়, এক নারীকে সেলফ–চেকআউটে পণ্যগুলোকে কম মূল্যের ফেইক বারকোড স্ক্যান করতে দেখে টার্গেটের লস প্রিভেনশন টিম। তাঁরা বিষয়টি পুলিশকে জানান। পুলিশ সিসিটিভি ফুটেজ থেকে সন্দেহভাজন নারীর ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলে এক ব্যবহারকারী তাঁর পুরো নাম, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ও জন্ম তারিখ সরবরাহ করেন।

ওই দিনই টিকটক হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন মার্লিনা। ভিডিওতে দেখা যায়, তিনি দৈনন্দিন কর্মকাণ্ড ফলোয়ারদের সঙ্গে শেয়ার করেছেন। সেখানে দেখা যায়, টার্গেট স্টোরে কেনাকাটা শেষে কিছু পণ্য গাড়িতে তুলছেন এই ইনফ্লুয়েন্সার।

তদন্তকারীরা ঘটনার সত্যতা পেয়ে গত বৃহস্পতিবার রাতে মার্লিনাকে গ্রেপ্তার করে। অবশ্য পরে ১৫০ ডলার নগদ বন্ডের বিনিময়ে জামিনে মুক্তি পান তিনি। আগামী ১০ ডিসেম্বর শুনানির জন্য আদালতে হাজির হতে হবে তাঁকে।

কেপ কোরাল পুলিশ বিভাগের মুখপাত্র রাইলি কার্টার বলেন, ওই ইনফ্লুয়েন্সার নিজেই নিজের বিরুদ্ধে প্রমাণ তৈরি করেছিলেন। সোশ্যাল মিডিয়া থেকে আমরা সন্দেহভাজনের সূত্র খুঁজে পেয়ে তাঁকে গ্রেপ্তার করতে পেরেছি। মার্লিনাকে গ্রেপ্তারের পর জানা গেছে, তিনি এর আগেও এ ধরনের কাজ করেছেন।

পণ্য চুরি করা এবং সেসব নিয়ে ভিডিও বানিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন মার্লিনা ভেলেজ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

কিশোরগঞ্জে বিএনপি নেতা হত্যা: সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত