অনলাইন ডেস্ক
অনেক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বা ভিডিও ব্লগার প্রায়শই পণ্যের রিভিউ করেন। নিজেদের পণ্য অথবা ব্র্যান্ডের পণ্যের পেইড রিভিউ দেন তাঁরা। আবার কখনো উপহারের বিনিময়েও পণ্যের রিভিউ দেন এই ইনফ্লুয়েন্সাররা। কিন্তু এই ইনফ্লুয়েন্সার সুপারশপ থেকে জিনিসপত্র চুরি করেছেন। আবার কেনাকাটার নামে চুরির সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন!
সুপারশপ থেকে চুরি করা পণ্যের ভিডিও টিকটকে শেয়ার করার পর গ্রেপ্তার হয়েছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ২২ বছর বয়সী টিকটক ইনফ্লুয়েন্সার মার্লিনা ভেলেজ। টিকটকে তাঁর ৩ লাখ ফলোয়ার রয়েছে।
ফোর্ট মায়ার্স নিউজ-প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৩০ অক্টোবর কেপ কোরাল শহরে আমেরিকার খুচরা পণ্য বিক্রয় প্রতিষ্ঠান টার্গেটের একটি স্টোর থেকে ৫০০ ডলার মূল্যের ১৬টি গৃহস্থালি পণ্য ও পোশাক চুরি করেন মার্লিনা। এই ঘটনাকে ‘ছোটখাটো চুরি’ বলা হলেও ৫০০ ডলার অর্থমূল্যের কারণে বিষয়টি আইনি প্রক্রিয়া পর্যন্ত গড়িয়েছে।
কেপ কোরাল পুলিশ বিভাগ জানায়, এক নারীকে সেলফ–চেকআউটে পণ্যগুলোকে কম মূল্যের ফেইক বারকোড স্ক্যান করতে দেখে টার্গেটের লস প্রিভেনশন টিম। তাঁরা বিষয়টি পুলিশকে জানান। পুলিশ সিসিটিভি ফুটেজ থেকে সন্দেহভাজন নারীর ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলে এক ব্যবহারকারী তাঁর পুরো নাম, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ও জন্ম তারিখ সরবরাহ করেন।
ওই দিনই টিকটক হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন মার্লিনা। ভিডিওতে দেখা যায়, তিনি দৈনন্দিন কর্মকাণ্ড ফলোয়ারদের সঙ্গে শেয়ার করেছেন। সেখানে দেখা যায়, টার্গেট স্টোরে কেনাকাটা শেষে কিছু পণ্য গাড়িতে তুলছেন এই ইনফ্লুয়েন্সার।
তদন্তকারীরা ঘটনার সত্যতা পেয়ে গত বৃহস্পতিবার রাতে মার্লিনাকে গ্রেপ্তার করে। অবশ্য পরে ১৫০ ডলার নগদ বন্ডের বিনিময়ে জামিনে মুক্তি পান তিনি। আগামী ১০ ডিসেম্বর শুনানির জন্য আদালতে হাজির হতে হবে তাঁকে।
কেপ কোরাল পুলিশ বিভাগের মুখপাত্র রাইলি কার্টার বলেন, ওই ইনফ্লুয়েন্সার নিজেই নিজের বিরুদ্ধে প্রমাণ তৈরি করেছিলেন। সোশ্যাল মিডিয়া থেকে আমরা সন্দেহভাজনের সূত্র খুঁজে পেয়ে তাঁকে গ্রেপ্তার করতে পেরেছি। মার্লিনাকে গ্রেপ্তারের পর জানা গেছে, তিনি এর আগেও এ ধরনের কাজ করেছেন।
পণ্য চুরি করা এবং সেসব নিয়ে ভিডিও বানিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন মার্লিনা ভেলেজ।
অনেক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বা ভিডিও ব্লগার প্রায়শই পণ্যের রিভিউ করেন। নিজেদের পণ্য অথবা ব্র্যান্ডের পণ্যের পেইড রিভিউ দেন তাঁরা। আবার কখনো উপহারের বিনিময়েও পণ্যের রিভিউ দেন এই ইনফ্লুয়েন্সাররা। কিন্তু এই ইনফ্লুয়েন্সার সুপারশপ থেকে জিনিসপত্র চুরি করেছেন। আবার কেনাকাটার নামে চুরির সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন!
সুপারশপ থেকে চুরি করা পণ্যের ভিডিও টিকটকে শেয়ার করার পর গ্রেপ্তার হয়েছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ২২ বছর বয়সী টিকটক ইনফ্লুয়েন্সার মার্লিনা ভেলেজ। টিকটকে তাঁর ৩ লাখ ফলোয়ার রয়েছে।
ফোর্ট মায়ার্স নিউজ-প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৩০ অক্টোবর কেপ কোরাল শহরে আমেরিকার খুচরা পণ্য বিক্রয় প্রতিষ্ঠান টার্গেটের একটি স্টোর থেকে ৫০০ ডলার মূল্যের ১৬টি গৃহস্থালি পণ্য ও পোশাক চুরি করেন মার্লিনা। এই ঘটনাকে ‘ছোটখাটো চুরি’ বলা হলেও ৫০০ ডলার অর্থমূল্যের কারণে বিষয়টি আইনি প্রক্রিয়া পর্যন্ত গড়িয়েছে।
কেপ কোরাল পুলিশ বিভাগ জানায়, এক নারীকে সেলফ–চেকআউটে পণ্যগুলোকে কম মূল্যের ফেইক বারকোড স্ক্যান করতে দেখে টার্গেটের লস প্রিভেনশন টিম। তাঁরা বিষয়টি পুলিশকে জানান। পুলিশ সিসিটিভি ফুটেজ থেকে সন্দেহভাজন নারীর ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলে এক ব্যবহারকারী তাঁর পুরো নাম, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ও জন্ম তারিখ সরবরাহ করেন।
ওই দিনই টিকটক হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন মার্লিনা। ভিডিওতে দেখা যায়, তিনি দৈনন্দিন কর্মকাণ্ড ফলোয়ারদের সঙ্গে শেয়ার করেছেন। সেখানে দেখা যায়, টার্গেট স্টোরে কেনাকাটা শেষে কিছু পণ্য গাড়িতে তুলছেন এই ইনফ্লুয়েন্সার।
তদন্তকারীরা ঘটনার সত্যতা পেয়ে গত বৃহস্পতিবার রাতে মার্লিনাকে গ্রেপ্তার করে। অবশ্য পরে ১৫০ ডলার নগদ বন্ডের বিনিময়ে জামিনে মুক্তি পান তিনি। আগামী ১০ ডিসেম্বর শুনানির জন্য আদালতে হাজির হতে হবে তাঁকে।
কেপ কোরাল পুলিশ বিভাগের মুখপাত্র রাইলি কার্টার বলেন, ওই ইনফ্লুয়েন্সার নিজেই নিজের বিরুদ্ধে প্রমাণ তৈরি করেছিলেন। সোশ্যাল মিডিয়া থেকে আমরা সন্দেহভাজনের সূত্র খুঁজে পেয়ে তাঁকে গ্রেপ্তার করতে পেরেছি। মার্লিনাকে গ্রেপ্তারের পর জানা গেছে, তিনি এর আগেও এ ধরনের কাজ করেছেন।
পণ্য চুরি করা এবং সেসব নিয়ে ভিডিও বানিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন মার্লিনা ভেলেজ।
সাত বছর প্রেমের পর বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছিলেন। বাধা হয়ে দাঁড়াল হবু শাশুড়ির আপত্তি। না বিয়ে নয়, তাঁর আপত্তি অন্য বিষয়ে। পুত্রবধূকে ঘরে আনতে আপত্তি নেই, কিন্তু কোনোভাবেই তাঁর পোষা কুকুরকে ঘরে তুলবেন না পাত্রের মা। এই আপত্তিতে শেষ পর্যন্ত বিয়েই ভেঙে দিলেন ভারতের এক তরুণী!
১ ঘণ্টা আগেরোমাঞ্চকর কোনো অভিযান বা কাজের প্রতি তরুণদের আগ্রহ নতুন কিছু নয়। আর সেই সঙ্গে যদি আকাশ থেকে বিস্তৃত এলাকা দেখার সুযোগ থাকে তাহলে তো কথাই নেই। চীনের ৩৭ লাখ বর্গকিলোমিটার এলাকায় ঘুরে বেড়ানোর মতো জায়গার অভাব নেই। তবে চীনা তরুণ পর্যটকদের এখন ঝোঁকটা আকাশ থেকে দেশ দেখায়।
২ ঘণ্টা আগে৯১১-তে ফোন দিয়ে কত জরুরি প্রয়োজনেই তো সাহায্য চায় মানুষ। তাই বলে নিশ্চয় আশা করবেন না কেউ অঙ্ক মিলিয়ে দিতে বলবে। কিন্তু ৯১১-তে ফোন দিয়ে এ আবদারই করে যুক্তরাষ্ট্রের উইসকনসিনের ১০ বছরের এক বালক।
৩ দিন আগেযুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ এক ফ্লাইটের যাত্রীরা অপর এক যাত্রীকে মাঝপথে চেপে ধরে হাত-পা টেপ দিয়ে আটকে দেন। অবশ্য ওই যাত্রীর বিরুদ্ধে অভিযোগ গুরুতর। তিনি উড়োজাহাজটি ৩০ হাজার ফুট উচ্চতায় থাকা অবস্থায় দরজা খুলে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।
৩ দিন আগে