নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ থেকে

৮টা ৪৩ মিনিট
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন বিএনপির অব্যাহতিপ্রাপ্ত নেতা স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী তৈমুর আলম খন্দকার।
নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, হাতি প্রতীকে তৈমুর আলম পেয়েছেন ৯২ হাজার ১৬৬টি ভোট। আর ১ লাখ ৫৯ হাজার ৯৭ ভোট পেয়ে টানা তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী।
এই পরাজয়ের জন্য ইভিএম কারচুপি, ইন্টারনেট লাইনের জটিলতা, ভোটের আগে নেতাকর্মীদের গ্রেপ্তার এসব কারণকেই দায়ী করেছেন তৈমুর আলম খন্দকার। বেসরকারি ফলাফলে পরাজয় নিশ্চিত হওয়ার পর প্রেস ব্রিফিংয়ে এসব অভিযোগ করেন তিনি।
৭টা ৩৮ মিনিট
বেসরকারি ভোটে আইভী জয়ী
নায়ারণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, মোট ১৯২টি কেন্দ্রের ঘোষিত ফলাফলে হাতি প্রতীকে তৈমুর আলম পেয়েছেন ৯২ হাজার ১৬৬টি ভোট। আর ১ লাখ ৫৯ হাজার ৯৭ ভোট পেয়ে টানা তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী।
৭টা ১৮ মিনিট
১৭৮ কেন্দ্রের বেসরকারি ফল: প্রায় ৬৫ হাজার ভোটে এগিয়ে আইভী
নায়ারণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বেসরকারিভাবে শেষ খবর পাওয়া পর্যন্ত ১৭৮টি কেন্দ্রের ঘোষিত ফলাফলে নৌকা পেয়েছে ১ লাখ ৪৯ হাজার ১৬৭ এবং হাতি পেয়েছে ৮৫ হাজার ১২৯টি ভোট।
৭টা ২ মিনিট
১৬৪ কেন্দ্রের বেসরকারি ফল: প্রায় ৬০ হাজার ভোটে এগিয়ে আইভী
নায়ারণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বেসরকারিভাবে শেষ খবর পাওয়া পর্যন্ত ১৬৪টি কেন্দ্রের ঘোষিত ফলাফলে নৌকা পেয়েছে ১ লাখ ৩৮ হাজার ৯২৬ এবং হাতি পেয়েছে ৭৮ হাজার ৯৬৩টি ভোট।
৬টা ৪৫ মিনিট
১৩৭ কেন্দ্রের বেসরকারি ফল: প্রায় দ্বিগুণ ভোটে এগিয়ে নৌকা
নায়ারণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বেসরকারিভাবে শেষ খবর পাওয়া পর্যন্ত ১৩৭টি কেন্দ্রের ঘোষিত ফলাফলে নৌকা পেয়েছে ১ লাখ ১৪ হাজার ৫৬৯ এবং হাতি পেয়েছে ৬৬ হাজার ৫০৬টি ভোট।
৬টা ৩৮ মিনিট
১১৬ কেন্দ্রের বেসরকারি ফল: স্পষ্ট ব্যবধানে এগিয়ে আছে নৌকা
নায়ারণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বেসরকারিভাবে শেষ খবর পাওয়া পর্যন্ত ১১৬টি কেন্দ্রের ঘোষিত ফলাফলে নৌকা পেয়েছে ৯৬ হাজার ৪৫৭ এবং হাতি পেয়েছে ৫৫ হাজার ৫০টি ভোট।
৬টা ২৩ মিনিট
১০০ কেন্দ্রের বেসরকারি ফল: স্পষ্ট ব্যবধানে এগিয়ে আছে নৌকা
নায়ারণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বেসরকারিভাবে শেষ খবর পাওয়া পর্যন্ত ১০০টি কেন্দ্রের ঘোষিত ফলাফলে নৌকা পেয়েছে ৮২ হাজার ৩২৬ এবং হাতি পেয়েছে ৪৯ হাজার ২৩১টি ভোট।
৬টা ২০ মিনিট
আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা শুরু
নাসিক নির্বাচনে বেসরকারিভাবে বেশ কয়েকটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। তাতে স্পষ্ট ব্যবধানে এগিয়ে আছেন নৌকা প্রতীকের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। জেলা প্রশাসকের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা শুরু করেছেন রিটার্নিং কর্মকর্তা।
৬টা ১৪ মিনিট
আনুষ্ঠানিক ফল ঘোষণা শুরু করছে ইসি
নাসিক নির্বাচনে বেসরকারিভাবে বেশ কয়েকটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। তাতে স্পষ্ট ব্যবধানে এগিয়ে আছেন নৌকা প্রতীকের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। আর কিছুক্ষণের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা শুরু করবেন রিটার্নিং কর্মকর্তা।
৫টা ৪৫ মিনিট
৫৪ কেন্দ্রের বেসরকারি ফল: এগিয়ে আছে নৌকা
নায়ারণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এরই মধ্যে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা শুরু হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ৫৪টি কেন্দ্রের ঘোষিত ফলাফলে নৌকা পেয়েছে ৩৮ হাজার ৬৮৮ এবং হাতি পেয়েছে ২৫ হাজার ৪৪৫টি ভোট।
৫টা ২৫ মিনিট
৩০ কেন্দ্রের বেসরকারি ফল: এগিয়ে আছে নৌকা
নায়ারণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এরই মধ্যে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা শুরু হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩০টি কেন্দ্রের ঘোষিত ফলাফলে নৌকা পেয়েছে ২৩ হাজার ১৭৫ এবং হাতি পেয়েছে ১২ হাজার ৫০৮টি ভোট।
৫টা ৮ মিনিট
শেষ মুহূর্তে ভোট দিয়েছেন শামীম ওসমান
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সাংসদ শামীম ওসমান আদর্শ স্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন। সেই কেন্দ্রে নৌকার পরাজয় হয়েছে। কেন্দ্রে নৌকা পেয়েছে ৩৬২, হাতি পেয়েছে ৬৮০ ভোট।
৪টা ৩০ মিনিট
কারচুপি না হলে জনগণের রায় মেনে নেব: তৈমুর
দৃশ্যমান কোন কারচুপি না হলে জনগণের রায় মেনে নেওয়ার ঘোষণা দিয়েছেন স্বতন্ত্রপ্রার্থী তৈমুর আলম খন্দকার। আজ রোববার ভোটগ্রহণ শেষ হওয়ার পরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তৈমুর আলম খন্দকার বলেন, ‘সরকার বা নির্বাচন কমিশনের দৃশ্যমান কোন কারচুপি না হয়ে থাকলে জনগণের যেকোনো রায় মেনে নেব।’
তৈমুর আলম খন্দকার আরও বলেন, ‘গোলযোগ ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। তবে বিতর্কিত কিছু হয়েছে কি না, সেটা দেখতে হবে। কারণ ইভিএমের বিষয়ে আমাদের শঙ্কা আছে।’
৩টা ৪৫ মিনিট
শেষ মুহূর্তে ভোট দিলেন শামীম ওসমান

নাসিক নির্বাচনে ভোট দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা শামীম ওসমান। তিনি ভোট দিয়েছেন নারায়ণগঞ্জ আদর্শ স্কুল কেন্দ্রে। ভোট প্রদান শেষে শামীম ওসমান বলেন, সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই।
শামীম ওসমান বলেন, ‘জয় পরাজয় আছে। একজন হারবেন, একজন জিতবেন। আমাদেরই দেশ গড়তে হবে।’
ইভিএমে ভোট প্রসঙ্গে তিনি বলেন, প্রথমবার ইভিএমে ভোট দিলাম। খুব ভালো অনুভূতি।
৩টা ১৫ মিনিট
ভোট দিতে না পেরে ক্ষুব্ধ ভোটাররা

চলছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে কোনো সহিংসতার খবর এখনো পাওয়া যায়নি। তবে উৎসবের এ ভোটে ইভিএম জটিলতায় অনেকেই এখনো ভোট দিতে পারেননি। ইভিএমে অনভ্যস্ততার কারণে ভোট দিতে দীর্ঘ সময় লাগছে। তাই বাইরে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে।
ভোট দিতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন ভোটাররা। শেষমেশ বিকাল ৪টার মধ্যে সকল ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কিনা এ নিয়ে দেখা দিয়েছে সংশয়।
২টা ৫৫ মিনিট
কেন্দ্রে ঢুকে ভোট চাইলেন তৈমুর
মিছিল নিয়ে ৮ নং ওয়ার্ডের কেন্দ্রে আসেন তৈমুর। নেতা-কর্মীদের সবাইকে বাইরে রেখে একাই প্রবেশ করেন কেন্দ্রে। ভোট কেন্দ্র পরিদর্শন না করে ভোটারদের কাছে হাতি মার্কায় ভোট প্রার্থনা করেন তিনি। পরে কেন্দ্রের নৌকার এজেন্ট ও পুলিশ সদস্যদের বাধার মুখে কেন্দ্র ছেড়ে বেরিয়ে যান তিনি।
২টা ৩ মিনিট
সার্ভার জটিলতায় বন্ধ রয়েছে ভোটগ্রহণ

নারায়ণগঞ্জ বন্দর এলাকার ৪৬ নং কদম শরীফ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ রয়েছে। কেন্দ্রের বাইরে সকাল থেকে দাঁড়ানো ভোটারদের লাইন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। ভোটারদের মধ্যে ক্ষোভ বাড়ছে। দুপুরে একপর্যায়ে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সঙ্গে ভোটারদের বেশ উত্তপ্ত বাক্য বিনিময় হয়। একপর্যায়ে শৃঙ্খলা ফেরাতে পুলিশ কেন্দ্রের ভেতর থেকে ভোটারদের সাময়িকভাবে সরিয়ে দেয়।
কেন্দ্রের প্রিসাইডিং অফিসার জানান, সার্ভারের ধীর গতির কারণে ভোটগ্রহণে সমস্যা হচ্ছে। এ কারণে ভোট গ্রহণে দীর্ঘ সময় লাগছে। কেন্দ্রটিতে এখনো ভোটগ্রহণ বন্ধ রয়েছে।
১২টা ৪৮ মিনিট
যুবদল নেতাকে আটকের অভিযোগ
ভোটকেন্দ্র থেকে মহানগর যুবদলের নেতা মনোয়ার হোসেন সুখনকে আটক করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী তৈমুর আলম খন্দকার।
তৈমুর আলমের অভিযোগ, নগরীর ২০ নম্বর ওয়ার্ডের সোনাকান্দা কেন্দ্র থেকে যুবদলের ওই নেতাকে আটক করেছে পুলিশ।
তৈমুর আলম বলেন, ‘ভোটকেন্দ্র থেকে আমাদের মহানগর যুবদল নেতাকে কিছুক্ষণ আগে আটক করেছে পুলিশ। এ ধরনের বেশ কিছু পুলিশি হয়রানির অভিযোগ আসছে।’
১১টা ৪৮ মিনিট
এজেন্টদের ওপর বলপ্রয়োগের অভিযোগ তৈমুরের
কয়েকটি ভোটকেন্দ্রে পোলিং এজেন্টদের ওপর বলপ্রয়োগ ও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী তৈমুর আলম খন্দকার। ভোট দেওয়ার পর কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন তিনি। নারায়ণগঞ্জ আদালত ভবন কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ অভিযোগ করেন।
তৈমুর আলম খন্দকার বলেন, ‘২ নম্বর ওয়ার্ডের একটি কেন্দ্রসহ বেশ কয়েকটি কেন্দ্র থেকে আমাদের এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে। কোথাও কোথাও এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না। তাদের ওপর বল প্রয়োগ করা হচ্ছে। হুমকি-ধমকি দেওয়া হচ্ছে।’
১১টা ৪০ মিনিট
ইভিএমে হচ্ছে দেরি, লাইন দীর্ঘ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বেশ কিছু কেন্দ্রে নারীদের দীর্ঘ লাইন দেখা গেছে। মর্গ্যান বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোট দিতে এসেছেন এক বয়স্ক নারী। তাকে ভোট প্রদানের প্রক্রিয়া বোঝাতে বোঝাতে ক্লান্ত পোলিং অফিসার। বাধ্য হয়ে সবার পরামর্শে পোলিং অফিসার সহায়তা করেন। এর পরেই হাসিমুখে বেরিয়ে আসেন সত্তরোর্ধ্ব বয়স্ক নারী রহিমা খাতুন।
ছেলের বউয়ের সঙ্গে দেওভোগ পাক্কা রোড এলাকা থেকে এসেছেন রহিমা খাতুন। ভোটের অভিজ্ঞতা জানতে চাইলে বলেন, ‘ভালোই তো দিলাম, তয় মেশিনের কাম ঠিকঠাক বুঝি না। এইজন্য দেরি হইসে আমার। ভোট দিসি ঠিকঠাক।’
রহিমা খাতুন আরও বলেন, আগে তো ছাপ্পর মাইরা ভোট দিসি। ওইটা সহজ আছিল। এইডাও সহজ। তয় আমরা তো বুঝি না কেমনে মেশিন চালায়। যারা বুঝে তাগো লেইগা সহজ।
সহকারী প্রিসাইডিং অফিসার আবু জাফর সাইফুল্লাহ বলেন, ‘তিনজন ভোট দিয়েছে অন্তত আধা ঘণ্টা সময় নষ্ট করে। এরা ঠিকঠাক না বোঝায় সময় নষ্ট হচ্ছে। অন্যদিকে বাইরে দীর্ঘ লাইন। আমরা গোপন কক্ষের বাইরে থেকে যথাসাধ্য চেষ্টা করেছি বোঝাতে।’
১১টা ২২ মিনিট
স্ক্যানার নষ্ট থাকায় ভোট দিতে পারছেন না ভোটাররা
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বন্দরের কদমরসুল কলেজ কেন্দ্রে ভোটারদের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করার মেশিন নষ্ট হওয়ায় ভোট দিতে পারছেন না ভোটাররা।
কয়েকজন ভোটার জানান, এক ঘণ্টারও বেশি সময় ধরে তারা লাইনে অপেক্ষা করছেন।
এই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আবুল হোসেন পাটোয়ারী আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল থেকে ঠিকভাবেই ভোটগ্রহণ চলছিল। হুট করে একটা স্ক্যানার বিকল হয়ে যায়। সেটা রিপ্লেস করতে কিছুটা সময় লেগে যায়। তাই ভোটগ্রহণে ধীরগতি চলে আসে।’
১১টা ০৮ মিনিট
ভোট দিয়ে আইভী বললেন, আমি শতভাগ নিশ্চিত নৌকা জিতবেই

বাবা-মায়ের কবর জিয়ারত করে সকাল ১০টা ৪৫ মিনিটে ভোট দিতে কেন্দ্রে আসেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। তিনি শিশুবাগ বিদ্যালয় কেন্দ্রের তিন নম্বর বুথে ভোট দিয়েছেন। ভোট দিয়ে তিনি বলেন, ‘আমি শতভাগ নিশ্চিত নৌকা জিতবেই, আইভী জিতবেই।’
১০টা ৫০ মিনিট
ভোটকেন্দ্রে এসেছেন আইভী
ভোট দিতে শিশুবাগ বিদ্যালয় কেন্দ্রে এসেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। সকাল ১০টা ৪৫ মিনিটে তিনি কেন্দ্রে আসেন।
১০টা ১৮ মিনিট
এখনো ভোটকেন্দ্রে আসেননি আইভী
এখনো ভোট দেননি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। সকাল সাড়ে ৯টায় দেওভোগের শিশুবাগ স্কুলে তাঁর ভোট দেওয়ার কথা থাকলেও তিনি এখনো ভোট দিতে কেন্দ্রে আসেননি।
৯টা ১০ মিনিট
ভোটার উপস্থিতি বাড়ছে
সকাল ০৮টা থেকে শুরু হয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে পাল্লা দিয়ে বাড়ছে ভোটারদের উপস্থিতি।
৮টা ৫০ মিনিট
লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়লাভের আশা তৈমুরের
ভোট দিয়ে ভোটকেন্দ্র ছাড়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তৈমুর আলম খন্দকার। তিনি বলেছেন, ‘লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়লাভের প্রত্যাশা করছি।’
ভোটের পরিবেশ নিয়ে তিনি বলেন, আপাতত ভোটের পরিবেশ ভালো। তবে ভোট গণনা পর্যন্ত অপেক্ষা করতে হবে।
সিদ্ধিরগঞ্জের একটি কেন্দ্রে তাঁর পোলিং এজেন্টকে ঢুকতে বাধা দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তৈমুর।
৮টা ৩০ মিনিট
ভোট দিলেন তৈমুর
সকাল ৮টা ২০ মিনিটে নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসায় ভোট দিয়েছেন স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী তৈমুর আলম খন্দকার। এ সময় তাঁর সঙ্গে কর্মী-সমর্থকেরাও ছিলেন।
৮টা ২৫ মিনিট
ভোটকেন্দ্রে এসেছেন তৈমুর
নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল (এমএ) মাদ্রাসা কেন্দ্রে ভোট দিতে এসেছেন স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার।

৮টা ৫ মিনিট
নাসিক নির্বাচনে ভোটগ্রহণ শুরু
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ রোববার সকাল ৮টায় এই ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষে প্রকাশিত ফলেই জানা যাবে কার কাঁধে উঠছে গুরুত্বপূর্ণ এই সিটির দায়িত্বভার; তৈমুর আলম খন্দকার, নাকি সেলিনা হায়াৎ আইভীর?
নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে মেয়র পদে প্রার্থী সাতজন। এঁদের মধ্যে রয়েছেন খেলাফত মজলিশের এ বি এম সিরাজুল মামুন (দেয়ালঘড়ি), ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মোহাম্মদ মাছুম বিল্লাহ (হাতপাখা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মোহাম্মদ জসীম উদ্দিন (বটগাছ), বাংলাদেশ কল্যাণ পার্টির মোহাম্মদ রাশেদ ফেরদৌস (হাতঘড়ি) ও স্বতন্ত্র কামরুল ইসলাম বাবু (ঘোড়া)। তবে আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী (নৌকা) এবং স্বতন্ত্র প্রার্থী বিএনপির নেতা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে (হাতি) নিয়েই দেশব্যাপী বেশি আলোচনা হচ্ছে। সুষ্ঠু ভোট হলে সর্বাধিক আলোচিত দুই প্রার্থীই জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।
এই নির্বাচনে সিটি করপোরেশনের ২৭টি সাধারণ ওয়ার্ডে এবং ৯টি সংরক্ষিত নারী ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১৪৮ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত শুক্রবার (১৪ জানুয়ারি) রাতে প্রার্থীরা প্রচারণা শেষ করেছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ড মিলে প্রায় ২০ লাখ মানুষ বাস করলেও ভোটার ৫ লাখ ১৭ হাজার ৩৫৭ জন। এঁদের মধ্যে নারী ভোটার ২ লাখ ৫৭ হাজার ৫১৯ এবং পুরুষ ২ লাখ ৫৯ হাজার ৮৩৪ জন।
নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে একটি বড় ফ্যাক্টর নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। সংবাদ সম্মেলন করে তিনি আইভীর পক্ষে থাকার ঘোষণা দিলেও তাঁর সমর্থন প্রত্যাখ্যান করেছেন আইভী। তৈমুরও তাঁর সমর্থনের তোয়াক্কা করেননি। সব মিলে এই নির্বাচন কিছুটা ঝুঁকিপূর্ণ মনে হওয়ায় গত দুই দিন ধরেই কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকরী বাহিনী। দায়িত্ব পালন করছেন ৯ জন ম্যাজিস্ট্রেট ও ৬ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এর পাশাপাশি থাকবেন আরও ৩০ জন ম্যাজিস্ট্রেট। এ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত করা হয়েছে পুলিশের ৭৬টি, র্যাবের ৬৫টি এবং বিজিবির ২০টি দল মিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৫ হাজার সদস্য। সব প্রস্তুতি সম্পন্ন উল্লেখ করে ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।

৮টা ৪৩ মিনিট
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন বিএনপির অব্যাহতিপ্রাপ্ত নেতা স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী তৈমুর আলম খন্দকার।
নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, হাতি প্রতীকে তৈমুর আলম পেয়েছেন ৯২ হাজার ১৬৬টি ভোট। আর ১ লাখ ৫৯ হাজার ৯৭ ভোট পেয়ে টানা তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী।
এই পরাজয়ের জন্য ইভিএম কারচুপি, ইন্টারনেট লাইনের জটিলতা, ভোটের আগে নেতাকর্মীদের গ্রেপ্তার এসব কারণকেই দায়ী করেছেন তৈমুর আলম খন্দকার। বেসরকারি ফলাফলে পরাজয় নিশ্চিত হওয়ার পর প্রেস ব্রিফিংয়ে এসব অভিযোগ করেন তিনি।
৭টা ৩৮ মিনিট
বেসরকারি ভোটে আইভী জয়ী
নায়ারণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, মোট ১৯২টি কেন্দ্রের ঘোষিত ফলাফলে হাতি প্রতীকে তৈমুর আলম পেয়েছেন ৯২ হাজার ১৬৬টি ভোট। আর ১ লাখ ৫৯ হাজার ৯৭ ভোট পেয়ে টানা তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী।
৭টা ১৮ মিনিট
১৭৮ কেন্দ্রের বেসরকারি ফল: প্রায় ৬৫ হাজার ভোটে এগিয়ে আইভী
নায়ারণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বেসরকারিভাবে শেষ খবর পাওয়া পর্যন্ত ১৭৮টি কেন্দ্রের ঘোষিত ফলাফলে নৌকা পেয়েছে ১ লাখ ৪৯ হাজার ১৬৭ এবং হাতি পেয়েছে ৮৫ হাজার ১২৯টি ভোট।
৭টা ২ মিনিট
১৬৪ কেন্দ্রের বেসরকারি ফল: প্রায় ৬০ হাজার ভোটে এগিয়ে আইভী
নায়ারণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বেসরকারিভাবে শেষ খবর পাওয়া পর্যন্ত ১৬৪টি কেন্দ্রের ঘোষিত ফলাফলে নৌকা পেয়েছে ১ লাখ ৩৮ হাজার ৯২৬ এবং হাতি পেয়েছে ৭৮ হাজার ৯৬৩টি ভোট।
৬টা ৪৫ মিনিট
১৩৭ কেন্দ্রের বেসরকারি ফল: প্রায় দ্বিগুণ ভোটে এগিয়ে নৌকা
নায়ারণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বেসরকারিভাবে শেষ খবর পাওয়া পর্যন্ত ১৩৭টি কেন্দ্রের ঘোষিত ফলাফলে নৌকা পেয়েছে ১ লাখ ১৪ হাজার ৫৬৯ এবং হাতি পেয়েছে ৬৬ হাজার ৫০৬টি ভোট।
৬টা ৩৮ মিনিট
১১৬ কেন্দ্রের বেসরকারি ফল: স্পষ্ট ব্যবধানে এগিয়ে আছে নৌকা
নায়ারণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বেসরকারিভাবে শেষ খবর পাওয়া পর্যন্ত ১১৬টি কেন্দ্রের ঘোষিত ফলাফলে নৌকা পেয়েছে ৯৬ হাজার ৪৫৭ এবং হাতি পেয়েছে ৫৫ হাজার ৫০টি ভোট।
৬টা ২৩ মিনিট
১০০ কেন্দ্রের বেসরকারি ফল: স্পষ্ট ব্যবধানে এগিয়ে আছে নৌকা
নায়ারণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বেসরকারিভাবে শেষ খবর পাওয়া পর্যন্ত ১০০টি কেন্দ্রের ঘোষিত ফলাফলে নৌকা পেয়েছে ৮২ হাজার ৩২৬ এবং হাতি পেয়েছে ৪৯ হাজার ২৩১টি ভোট।
৬টা ২০ মিনিট
আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা শুরু
নাসিক নির্বাচনে বেসরকারিভাবে বেশ কয়েকটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। তাতে স্পষ্ট ব্যবধানে এগিয়ে আছেন নৌকা প্রতীকের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। জেলা প্রশাসকের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা শুরু করেছেন রিটার্নিং কর্মকর্তা।
৬টা ১৪ মিনিট
আনুষ্ঠানিক ফল ঘোষণা শুরু করছে ইসি
নাসিক নির্বাচনে বেসরকারিভাবে বেশ কয়েকটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। তাতে স্পষ্ট ব্যবধানে এগিয়ে আছেন নৌকা প্রতীকের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। আর কিছুক্ষণের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা শুরু করবেন রিটার্নিং কর্মকর্তা।
৫টা ৪৫ মিনিট
৫৪ কেন্দ্রের বেসরকারি ফল: এগিয়ে আছে নৌকা
নায়ারণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এরই মধ্যে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা শুরু হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ৫৪টি কেন্দ্রের ঘোষিত ফলাফলে নৌকা পেয়েছে ৩৮ হাজার ৬৮৮ এবং হাতি পেয়েছে ২৫ হাজার ৪৪৫টি ভোট।
৫টা ২৫ মিনিট
৩০ কেন্দ্রের বেসরকারি ফল: এগিয়ে আছে নৌকা
নায়ারণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এরই মধ্যে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা শুরু হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩০টি কেন্দ্রের ঘোষিত ফলাফলে নৌকা পেয়েছে ২৩ হাজার ১৭৫ এবং হাতি পেয়েছে ১২ হাজার ৫০৮টি ভোট।
৫টা ৮ মিনিট
শেষ মুহূর্তে ভোট দিয়েছেন শামীম ওসমান
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সাংসদ শামীম ওসমান আদর্শ স্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন। সেই কেন্দ্রে নৌকার পরাজয় হয়েছে। কেন্দ্রে নৌকা পেয়েছে ৩৬২, হাতি পেয়েছে ৬৮০ ভোট।
৪টা ৩০ মিনিট
কারচুপি না হলে জনগণের রায় মেনে নেব: তৈমুর
দৃশ্যমান কোন কারচুপি না হলে জনগণের রায় মেনে নেওয়ার ঘোষণা দিয়েছেন স্বতন্ত্রপ্রার্থী তৈমুর আলম খন্দকার। আজ রোববার ভোটগ্রহণ শেষ হওয়ার পরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তৈমুর আলম খন্দকার বলেন, ‘সরকার বা নির্বাচন কমিশনের দৃশ্যমান কোন কারচুপি না হয়ে থাকলে জনগণের যেকোনো রায় মেনে নেব।’
তৈমুর আলম খন্দকার আরও বলেন, ‘গোলযোগ ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। তবে বিতর্কিত কিছু হয়েছে কি না, সেটা দেখতে হবে। কারণ ইভিএমের বিষয়ে আমাদের শঙ্কা আছে।’
৩টা ৪৫ মিনিট
শেষ মুহূর্তে ভোট দিলেন শামীম ওসমান

নাসিক নির্বাচনে ভোট দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা শামীম ওসমান। তিনি ভোট দিয়েছেন নারায়ণগঞ্জ আদর্শ স্কুল কেন্দ্রে। ভোট প্রদান শেষে শামীম ওসমান বলেন, সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই।
শামীম ওসমান বলেন, ‘জয় পরাজয় আছে। একজন হারবেন, একজন জিতবেন। আমাদেরই দেশ গড়তে হবে।’
ইভিএমে ভোট প্রসঙ্গে তিনি বলেন, প্রথমবার ইভিএমে ভোট দিলাম। খুব ভালো অনুভূতি।
৩টা ১৫ মিনিট
ভোট দিতে না পেরে ক্ষুব্ধ ভোটাররা

চলছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে কোনো সহিংসতার খবর এখনো পাওয়া যায়নি। তবে উৎসবের এ ভোটে ইভিএম জটিলতায় অনেকেই এখনো ভোট দিতে পারেননি। ইভিএমে অনভ্যস্ততার কারণে ভোট দিতে দীর্ঘ সময় লাগছে। তাই বাইরে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে।
ভোট দিতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন ভোটাররা। শেষমেশ বিকাল ৪টার মধ্যে সকল ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কিনা এ নিয়ে দেখা দিয়েছে সংশয়।
২টা ৫৫ মিনিট
কেন্দ্রে ঢুকে ভোট চাইলেন তৈমুর
মিছিল নিয়ে ৮ নং ওয়ার্ডের কেন্দ্রে আসেন তৈমুর। নেতা-কর্মীদের সবাইকে বাইরে রেখে একাই প্রবেশ করেন কেন্দ্রে। ভোট কেন্দ্র পরিদর্শন না করে ভোটারদের কাছে হাতি মার্কায় ভোট প্রার্থনা করেন তিনি। পরে কেন্দ্রের নৌকার এজেন্ট ও পুলিশ সদস্যদের বাধার মুখে কেন্দ্র ছেড়ে বেরিয়ে যান তিনি।
২টা ৩ মিনিট
সার্ভার জটিলতায় বন্ধ রয়েছে ভোটগ্রহণ

নারায়ণগঞ্জ বন্দর এলাকার ৪৬ নং কদম শরীফ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ রয়েছে। কেন্দ্রের বাইরে সকাল থেকে দাঁড়ানো ভোটারদের লাইন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। ভোটারদের মধ্যে ক্ষোভ বাড়ছে। দুপুরে একপর্যায়ে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সঙ্গে ভোটারদের বেশ উত্তপ্ত বাক্য বিনিময় হয়। একপর্যায়ে শৃঙ্খলা ফেরাতে পুলিশ কেন্দ্রের ভেতর থেকে ভোটারদের সাময়িকভাবে সরিয়ে দেয়।
কেন্দ্রের প্রিসাইডিং অফিসার জানান, সার্ভারের ধীর গতির কারণে ভোটগ্রহণে সমস্যা হচ্ছে। এ কারণে ভোট গ্রহণে দীর্ঘ সময় লাগছে। কেন্দ্রটিতে এখনো ভোটগ্রহণ বন্ধ রয়েছে।
১২টা ৪৮ মিনিট
যুবদল নেতাকে আটকের অভিযোগ
ভোটকেন্দ্র থেকে মহানগর যুবদলের নেতা মনোয়ার হোসেন সুখনকে আটক করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী তৈমুর আলম খন্দকার।
তৈমুর আলমের অভিযোগ, নগরীর ২০ নম্বর ওয়ার্ডের সোনাকান্দা কেন্দ্র থেকে যুবদলের ওই নেতাকে আটক করেছে পুলিশ।
তৈমুর আলম বলেন, ‘ভোটকেন্দ্র থেকে আমাদের মহানগর যুবদল নেতাকে কিছুক্ষণ আগে আটক করেছে পুলিশ। এ ধরনের বেশ কিছু পুলিশি হয়রানির অভিযোগ আসছে।’
১১টা ৪৮ মিনিট
এজেন্টদের ওপর বলপ্রয়োগের অভিযোগ তৈমুরের
কয়েকটি ভোটকেন্দ্রে পোলিং এজেন্টদের ওপর বলপ্রয়োগ ও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী তৈমুর আলম খন্দকার। ভোট দেওয়ার পর কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন তিনি। নারায়ণগঞ্জ আদালত ভবন কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ অভিযোগ করেন।
তৈমুর আলম খন্দকার বলেন, ‘২ নম্বর ওয়ার্ডের একটি কেন্দ্রসহ বেশ কয়েকটি কেন্দ্র থেকে আমাদের এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে। কোথাও কোথাও এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না। তাদের ওপর বল প্রয়োগ করা হচ্ছে। হুমকি-ধমকি দেওয়া হচ্ছে।’
১১টা ৪০ মিনিট
ইভিএমে হচ্ছে দেরি, লাইন দীর্ঘ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বেশ কিছু কেন্দ্রে নারীদের দীর্ঘ লাইন দেখা গেছে। মর্গ্যান বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোট দিতে এসেছেন এক বয়স্ক নারী। তাকে ভোট প্রদানের প্রক্রিয়া বোঝাতে বোঝাতে ক্লান্ত পোলিং অফিসার। বাধ্য হয়ে সবার পরামর্শে পোলিং অফিসার সহায়তা করেন। এর পরেই হাসিমুখে বেরিয়ে আসেন সত্তরোর্ধ্ব বয়স্ক নারী রহিমা খাতুন।
ছেলের বউয়ের সঙ্গে দেওভোগ পাক্কা রোড এলাকা থেকে এসেছেন রহিমা খাতুন। ভোটের অভিজ্ঞতা জানতে চাইলে বলেন, ‘ভালোই তো দিলাম, তয় মেশিনের কাম ঠিকঠাক বুঝি না। এইজন্য দেরি হইসে আমার। ভোট দিসি ঠিকঠাক।’
রহিমা খাতুন আরও বলেন, আগে তো ছাপ্পর মাইরা ভোট দিসি। ওইটা সহজ আছিল। এইডাও সহজ। তয় আমরা তো বুঝি না কেমনে মেশিন চালায়। যারা বুঝে তাগো লেইগা সহজ।
সহকারী প্রিসাইডিং অফিসার আবু জাফর সাইফুল্লাহ বলেন, ‘তিনজন ভোট দিয়েছে অন্তত আধা ঘণ্টা সময় নষ্ট করে। এরা ঠিকঠাক না বোঝায় সময় নষ্ট হচ্ছে। অন্যদিকে বাইরে দীর্ঘ লাইন। আমরা গোপন কক্ষের বাইরে থেকে যথাসাধ্য চেষ্টা করেছি বোঝাতে।’
১১টা ২২ মিনিট
স্ক্যানার নষ্ট থাকায় ভোট দিতে পারছেন না ভোটাররা
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বন্দরের কদমরসুল কলেজ কেন্দ্রে ভোটারদের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করার মেশিন নষ্ট হওয়ায় ভোট দিতে পারছেন না ভোটাররা।
কয়েকজন ভোটার জানান, এক ঘণ্টারও বেশি সময় ধরে তারা লাইনে অপেক্ষা করছেন।
এই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আবুল হোসেন পাটোয়ারী আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল থেকে ঠিকভাবেই ভোটগ্রহণ চলছিল। হুট করে একটা স্ক্যানার বিকল হয়ে যায়। সেটা রিপ্লেস করতে কিছুটা সময় লেগে যায়। তাই ভোটগ্রহণে ধীরগতি চলে আসে।’
১১টা ০৮ মিনিট
ভোট দিয়ে আইভী বললেন, আমি শতভাগ নিশ্চিত নৌকা জিতবেই

বাবা-মায়ের কবর জিয়ারত করে সকাল ১০টা ৪৫ মিনিটে ভোট দিতে কেন্দ্রে আসেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। তিনি শিশুবাগ বিদ্যালয় কেন্দ্রের তিন নম্বর বুথে ভোট দিয়েছেন। ভোট দিয়ে তিনি বলেন, ‘আমি শতভাগ নিশ্চিত নৌকা জিতবেই, আইভী জিতবেই।’
১০টা ৫০ মিনিট
ভোটকেন্দ্রে এসেছেন আইভী
ভোট দিতে শিশুবাগ বিদ্যালয় কেন্দ্রে এসেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। সকাল ১০টা ৪৫ মিনিটে তিনি কেন্দ্রে আসেন।
১০টা ১৮ মিনিট
এখনো ভোটকেন্দ্রে আসেননি আইভী
এখনো ভোট দেননি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। সকাল সাড়ে ৯টায় দেওভোগের শিশুবাগ স্কুলে তাঁর ভোট দেওয়ার কথা থাকলেও তিনি এখনো ভোট দিতে কেন্দ্রে আসেননি।
৯টা ১০ মিনিট
ভোটার উপস্থিতি বাড়ছে
সকাল ০৮টা থেকে শুরু হয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে পাল্লা দিয়ে বাড়ছে ভোটারদের উপস্থিতি।
৮টা ৫০ মিনিট
লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়লাভের আশা তৈমুরের
ভোট দিয়ে ভোটকেন্দ্র ছাড়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তৈমুর আলম খন্দকার। তিনি বলেছেন, ‘লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়লাভের প্রত্যাশা করছি।’
ভোটের পরিবেশ নিয়ে তিনি বলেন, আপাতত ভোটের পরিবেশ ভালো। তবে ভোট গণনা পর্যন্ত অপেক্ষা করতে হবে।
সিদ্ধিরগঞ্জের একটি কেন্দ্রে তাঁর পোলিং এজেন্টকে ঢুকতে বাধা দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তৈমুর।
৮টা ৩০ মিনিট
ভোট দিলেন তৈমুর
সকাল ৮টা ২০ মিনিটে নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসায় ভোট দিয়েছেন স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী তৈমুর আলম খন্দকার। এ সময় তাঁর সঙ্গে কর্মী-সমর্থকেরাও ছিলেন।
৮টা ২৫ মিনিট
ভোটকেন্দ্রে এসেছেন তৈমুর
নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল (এমএ) মাদ্রাসা কেন্দ্রে ভোট দিতে এসেছেন স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার।

৮টা ৫ মিনিট
নাসিক নির্বাচনে ভোটগ্রহণ শুরু
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ রোববার সকাল ৮টায় এই ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষে প্রকাশিত ফলেই জানা যাবে কার কাঁধে উঠছে গুরুত্বপূর্ণ এই সিটির দায়িত্বভার; তৈমুর আলম খন্দকার, নাকি সেলিনা হায়াৎ আইভীর?
নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে মেয়র পদে প্রার্থী সাতজন। এঁদের মধ্যে রয়েছেন খেলাফত মজলিশের এ বি এম সিরাজুল মামুন (দেয়ালঘড়ি), ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মোহাম্মদ মাছুম বিল্লাহ (হাতপাখা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মোহাম্মদ জসীম উদ্দিন (বটগাছ), বাংলাদেশ কল্যাণ পার্টির মোহাম্মদ রাশেদ ফেরদৌস (হাতঘড়ি) ও স্বতন্ত্র কামরুল ইসলাম বাবু (ঘোড়া)। তবে আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী (নৌকা) এবং স্বতন্ত্র প্রার্থী বিএনপির নেতা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে (হাতি) নিয়েই দেশব্যাপী বেশি আলোচনা হচ্ছে। সুষ্ঠু ভোট হলে সর্বাধিক আলোচিত দুই প্রার্থীই জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।
এই নির্বাচনে সিটি করপোরেশনের ২৭টি সাধারণ ওয়ার্ডে এবং ৯টি সংরক্ষিত নারী ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১৪৮ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত শুক্রবার (১৪ জানুয়ারি) রাতে প্রার্থীরা প্রচারণা শেষ করেছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ড মিলে প্রায় ২০ লাখ মানুষ বাস করলেও ভোটার ৫ লাখ ১৭ হাজার ৩৫৭ জন। এঁদের মধ্যে নারী ভোটার ২ লাখ ৫৭ হাজার ৫১৯ এবং পুরুষ ২ লাখ ৫৯ হাজার ৮৩৪ জন।
নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে একটি বড় ফ্যাক্টর নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। সংবাদ সম্মেলন করে তিনি আইভীর পক্ষে থাকার ঘোষণা দিলেও তাঁর সমর্থন প্রত্যাখ্যান করেছেন আইভী। তৈমুরও তাঁর সমর্থনের তোয়াক্কা করেননি। সব মিলে এই নির্বাচন কিছুটা ঝুঁকিপূর্ণ মনে হওয়ায় গত দুই দিন ধরেই কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকরী বাহিনী। দায়িত্ব পালন করছেন ৯ জন ম্যাজিস্ট্রেট ও ৬ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এর পাশাপাশি থাকবেন আরও ৩০ জন ম্যাজিস্ট্রেট। এ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত করা হয়েছে পুলিশের ৭৬টি, র্যাবের ৬৫টি এবং বিজিবির ২০টি দল মিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৫ হাজার সদস্য। সব প্রস্তুতি সম্পন্ন উল্লেখ করে ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।

গোপালগঞ্জের মুকসুদপুরে সুন্নতে খতনা অনুষ্ঠানের ভিডিওধারণ কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ শনিবার (১৩ ডিসেম্বর) সকালে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের খাঞ্জাপুর ও ধোপাকান্দি গ্রামের সংযোগস্থল ব্রিজের ওপর এ সংঘর্ষের ঘটনা ঘটে।
১৭ মিনিট আগে
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, কেন্দ্রীয় কারাগার থেকে কারারক্ষীরা অচেতন অবস্থায় ওই বন্দীকে হাসপাতালে নিয়ে আসেন। এরপর চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
২০ মিনিট আগে
দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, নদীর তলদেশে অতিরিক্ত পলি জমে যাওয়ায় ফেরি চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ড্রেজিং কাজ নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৪২ মিনিট আগে
দিনাজপুরের বীরগঞ্জে নিজ বাড়ি থেকে দানিউল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তির রক্তাক্ত লাশ পাওয়া গেছে। আজ শনিবার (১৩ ডিসেম্বর) সকালে উপজেলার আরজি চৌপুকুরিয়া জিন্দাপীর মেলাসংলগ্ন এলাকার বাড়িতে লাশটি পাওয়া যায়।
১ ঘণ্টা আগেগোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুরে সুন্নতে খতনা অনুষ্ঠানের ভিডিওধারণ কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ শনিবার (১৩ ডিসেম্বর) সকালে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের খাঞ্জাপুর ও ধোপাকান্দি গ্রামের সংযোগস্থল ব্রিজের ওপর এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের মধ্যে ধোপাকান্দি গ্রামের লিটন শেখ (৩০), হিরন শেখ (২৮), আবুল হাসান শেখ (৫০), মিজানুর শেখ (৫৫) এবং খাঞ্জাপুর গ্রামের সাইফুল মোল্লা (৪৪), মাহাবুব মোল্লা (১৭) মুকসুদপুর ১০০ শয্যাবিশিষ্ট উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাতে বাঁশবাড়িয়া ইউনিয়নের ধোপাকান্দি গ্রামের ইনান শেখের ছেলে আবুল আসাদ শেখের (৭) সুন্নতে খতনার গায়েহলুদের অনুষ্ঠান চলছিল। এই সময় পার্শ্ববর্তী খাঞ্জাপুর গ্রামের এক কিশোর মোবাইল ফোনে অনুষ্ঠানের ভিডিওধারণ করতে গেলে ইনান শেখের বাড়ির লোকজনের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়।
আজ সকালে ইনান শেখের বাড়ির লোকজন স্থানীয় উজানী বাজারে এলে খাঞ্জাপুর গ্রামের লোকজনের সঙ্গে সেই ঘটনার জেরে প্রথমে কথা-কাটাকাটি হয় এবং পরে ধোপাকান্দি ও খাঞ্জাপুর গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। এ ব্যাপারে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

গোপালগঞ্জের মুকসুদপুরে সুন্নতে খতনা অনুষ্ঠানের ভিডিওধারণ কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ শনিবার (১৩ ডিসেম্বর) সকালে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের খাঞ্জাপুর ও ধোপাকান্দি গ্রামের সংযোগস্থল ব্রিজের ওপর এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের মধ্যে ধোপাকান্দি গ্রামের লিটন শেখ (৩০), হিরন শেখ (২৮), আবুল হাসান শেখ (৫০), মিজানুর শেখ (৫৫) এবং খাঞ্জাপুর গ্রামের সাইফুল মোল্লা (৪৪), মাহাবুব মোল্লা (১৭) মুকসুদপুর ১০০ শয্যাবিশিষ্ট উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাতে বাঁশবাড়িয়া ইউনিয়নের ধোপাকান্দি গ্রামের ইনান শেখের ছেলে আবুল আসাদ শেখের (৭) সুন্নতে খতনার গায়েহলুদের অনুষ্ঠান চলছিল। এই সময় পার্শ্ববর্তী খাঞ্জাপুর গ্রামের এক কিশোর মোবাইল ফোনে অনুষ্ঠানের ভিডিওধারণ করতে গেলে ইনান শেখের বাড়ির লোকজনের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়।
আজ সকালে ইনান শেখের বাড়ির লোকজন স্থানীয় উজানী বাজারে এলে খাঞ্জাপুর গ্রামের লোকজনের সঙ্গে সেই ঘটনার জেরে প্রথমে কথা-কাটাকাটি হয় এবং পরে ধোপাকান্দি ও খাঞ্জাপুর গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। এ ব্যাপারে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের ভোটগ্রহণ সকাল ৮টায় শুরু হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত এ ভোটগ্রহণ শেষে প্রকাশিত ফলেই জানা যাবে—কার কাঁধে উঠছে গুরুত্বপূর্ণ এই সিটির দায়িত্বভার; তৈমূর আলম খন্দকার নাকি সেলিনা হায়াৎ আইভীর?
১৬ জানুয়ারি ২০২২
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, কেন্দ্রীয় কারাগার থেকে কারারক্ষীরা অচেতন অবস্থায় ওই বন্দীকে হাসপাতালে নিয়ে আসেন। এরপর চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
২০ মিনিট আগে
দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, নদীর তলদেশে অতিরিক্ত পলি জমে যাওয়ায় ফেরি চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ড্রেজিং কাজ নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৪২ মিনিট আগে
দিনাজপুরের বীরগঞ্জে নিজ বাড়ি থেকে দানিউল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তির রক্তাক্ত লাশ পাওয়া গেছে। আজ শনিবার (১৩ ডিসেম্বর) সকালে উপজেলার আরজি চৌপুকুরিয়া জিন্দাপীর মেলাসংলগ্ন এলাকার বাড়িতে লাশটি পাওয়া যায়।
১ ঘণ্টা আগেঢামেক প্রতিবেদক

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে মেহেদী হাসান ওরফে গাউস (৩০) নামের এক বন্দীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেল পৌনে ৪টার দিকে কারারক্ষীরা তাঁকে কারাগার থেকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, কেন্দ্রীয় কারাগার থেকে কারারক্ষীরা অচেতন অবস্থায় ওই বন্দীকে হাসপাতালে নিয়ে আসেন। এরপর চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
কারাগার সূত্রে জানা গেছে, মেহেদী হাসান বাড্ডা থানায় করা মাদক মামলায় কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা থানার মরানপুর গ্রামে। তাঁর বাবার নাম মো. মোস্তফা ফরাজী।

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে মেহেদী হাসান ওরফে গাউস (৩০) নামের এক বন্দীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেল পৌনে ৪টার দিকে কারারক্ষীরা তাঁকে কারাগার থেকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, কেন্দ্রীয় কারাগার থেকে কারারক্ষীরা অচেতন অবস্থায় ওই বন্দীকে হাসপাতালে নিয়ে আসেন। এরপর চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
কারাগার সূত্রে জানা গেছে, মেহেদী হাসান বাড্ডা থানায় করা মাদক মামলায় কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা থানার মরানপুর গ্রামে। তাঁর বাবার নাম মো. মোস্তফা ফরাজী।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের ভোটগ্রহণ সকাল ৮টায় শুরু হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত এ ভোটগ্রহণ শেষে প্রকাশিত ফলেই জানা যাবে—কার কাঁধে উঠছে গুরুত্বপূর্ণ এই সিটির দায়িত্বভার; তৈমূর আলম খন্দকার নাকি সেলিনা হায়াৎ আইভীর?
১৬ জানুয়ারি ২০২২
গোপালগঞ্জের মুকসুদপুরে সুন্নতে খতনা অনুষ্ঠানের ভিডিওধারণ কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ শনিবার (১৩ ডিসেম্বর) সকালে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের খাঞ্জাপুর ও ধোপাকান্দি গ্রামের সংযোগস্থল ব্রিজের ওপর এ সংঘর্ষের ঘটনা ঘটে।
১৭ মিনিট আগে
দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, নদীর তলদেশে অতিরিক্ত পলি জমে যাওয়ায় ফেরি চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ড্রেজিং কাজ নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৪২ মিনিট আগে
দিনাজপুরের বীরগঞ্জে নিজ বাড়ি থেকে দানিউল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তির রক্তাক্ত লাশ পাওয়া গেছে। আজ শনিবার (১৩ ডিসেম্বর) সকালে উপজেলার আরজি চৌপুকুরিয়া জিন্দাপীর মেলাসংলগ্ন এলাকার বাড়িতে লাশটি পাওয়া যায়।
১ ঘণ্টা আগেরাজবাড়ী প্রতিনিধি

পদ্মায় ড্রেজিং কার্যক্রম চলায় রাজবাড়ীর দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট সাময়িকভাবে বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। আজ শনিবার সকাল থেকে ফেরিঘাটটি বন্ধ রাখা হয় বলে জানান বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের পন্টুন ইনচার্জ হুমায়ন কবির বলেন, ‘আজ সকাল ৯টা থেকে ৭ নম্বর ফেরিঘাটে ড্রেজিং হচ্ছে, সে কারণে বন্ধ রয়েছে এ ঘাট। কখন এ ঘাটটি সচল হবে, সেটা বলতে পারছি না।’
দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, নদীর তলদেশে অতিরিক্ত পলি জমে যাওয়ায় ফেরি চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ড্রেজিং কাজ নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ড্রেজিং কার্যক্রম শেষ হলে আবার ফেরিঘাটটি সচল হবে। তিনি বলেন, বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ছোট-বড় মিলে মোট ১২টি ফেরি চলাচল করছে। দৌলতদিয়া প্রান্তে ৩ ও ৪ নম্বর ঘাট দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।

পদ্মায় ড্রেজিং কার্যক্রম চলায় রাজবাড়ীর দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট সাময়িকভাবে বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। আজ শনিবার সকাল থেকে ফেরিঘাটটি বন্ধ রাখা হয় বলে জানান বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের পন্টুন ইনচার্জ হুমায়ন কবির বলেন, ‘আজ সকাল ৯টা থেকে ৭ নম্বর ফেরিঘাটে ড্রেজিং হচ্ছে, সে কারণে বন্ধ রয়েছে এ ঘাট। কখন এ ঘাটটি সচল হবে, সেটা বলতে পারছি না।’
দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, নদীর তলদেশে অতিরিক্ত পলি জমে যাওয়ায় ফেরি চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ড্রেজিং কাজ নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ড্রেজিং কার্যক্রম শেষ হলে আবার ফেরিঘাটটি সচল হবে। তিনি বলেন, বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ছোট-বড় মিলে মোট ১২টি ফেরি চলাচল করছে। দৌলতদিয়া প্রান্তে ৩ ও ৪ নম্বর ঘাট দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের ভোটগ্রহণ সকাল ৮টায় শুরু হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত এ ভোটগ্রহণ শেষে প্রকাশিত ফলেই জানা যাবে—কার কাঁধে উঠছে গুরুত্বপূর্ণ এই সিটির দায়িত্বভার; তৈমূর আলম খন্দকার নাকি সেলিনা হায়াৎ আইভীর?
১৬ জানুয়ারি ২০২২
গোপালগঞ্জের মুকসুদপুরে সুন্নতে খতনা অনুষ্ঠানের ভিডিওধারণ কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ শনিবার (১৩ ডিসেম্বর) সকালে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের খাঞ্জাপুর ও ধোপাকান্দি গ্রামের সংযোগস্থল ব্রিজের ওপর এ সংঘর্ষের ঘটনা ঘটে।
১৭ মিনিট আগে
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, কেন্দ্রীয় কারাগার থেকে কারারক্ষীরা অচেতন অবস্থায় ওই বন্দীকে হাসপাতালে নিয়ে আসেন। এরপর চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
২০ মিনিট আগে
দিনাজপুরের বীরগঞ্জে নিজ বাড়ি থেকে দানিউল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তির রক্তাক্ত লাশ পাওয়া গেছে। আজ শনিবার (১৩ ডিসেম্বর) সকালে উপজেলার আরজি চৌপুকুরিয়া জিন্দাপীর মেলাসংলগ্ন এলাকার বাড়িতে লাশটি পাওয়া যায়।
১ ঘণ্টা আগেবীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জে নিজ বাড়ি থেকে দানিউল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তির রক্তাক্ত লাশ পাওয়া গেছে। আজ শনিবার (১৩ ডিসেম্বর) সকালে উপজেলার আরজি চৌপুকুরিয়া জিন্দাপীর মেলাসংলগ্ন এলাকার বাড়িতে লাশটি পাওয়া যায়।
সরেজমিন জানা যায়, দানিউল নিয়ে পরিবার নিয়ে দিনাজপুর শহরে বসবাস করেন। তিনি গ্রামের বাড়িতে এসে সপ্তাহে দু-এক দিন রাত্রি যাপন করেন। কাজের লোক রফিকুল ইসলাম ও নূরজাহান বেগম বাড়ি এবং দানিউলের দেখাশোনা করেন। শনিবার বেলা ১০টার দিকে রফিকুল বাড়িতে এসে ডাকাডাকি করে না পেয়ে দানিউলের স্বজনদের জানান। তাঁরা এসে শয়নকক্ষের বিছানায় রক্তাক্ত লাশ দেখতে পান।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, লাশ উদ্ধারের কার্যক্রম চলছে। ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজে প্রেরণ করা হবে। মৃত্যুর রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।

দিনাজপুরের বীরগঞ্জে নিজ বাড়ি থেকে দানিউল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তির রক্তাক্ত লাশ পাওয়া গেছে। আজ শনিবার (১৩ ডিসেম্বর) সকালে উপজেলার আরজি চৌপুকুরিয়া জিন্দাপীর মেলাসংলগ্ন এলাকার বাড়িতে লাশটি পাওয়া যায়।
সরেজমিন জানা যায়, দানিউল নিয়ে পরিবার নিয়ে দিনাজপুর শহরে বসবাস করেন। তিনি গ্রামের বাড়িতে এসে সপ্তাহে দু-এক দিন রাত্রি যাপন করেন। কাজের লোক রফিকুল ইসলাম ও নূরজাহান বেগম বাড়ি এবং দানিউলের দেখাশোনা করেন। শনিবার বেলা ১০টার দিকে রফিকুল বাড়িতে এসে ডাকাডাকি করে না পেয়ে দানিউলের স্বজনদের জানান। তাঁরা এসে শয়নকক্ষের বিছানায় রক্তাক্ত লাশ দেখতে পান।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, লাশ উদ্ধারের কার্যক্রম চলছে। ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজে প্রেরণ করা হবে। মৃত্যুর রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের ভোটগ্রহণ সকাল ৮টায় শুরু হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত এ ভোটগ্রহণ শেষে প্রকাশিত ফলেই জানা যাবে—কার কাঁধে উঠছে গুরুত্বপূর্ণ এই সিটির দায়িত্বভার; তৈমূর আলম খন্দকার নাকি সেলিনা হায়াৎ আইভীর?
১৬ জানুয়ারি ২০২২
গোপালগঞ্জের মুকসুদপুরে সুন্নতে খতনা অনুষ্ঠানের ভিডিওধারণ কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ শনিবার (১৩ ডিসেম্বর) সকালে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের খাঞ্জাপুর ও ধোপাকান্দি গ্রামের সংযোগস্থল ব্রিজের ওপর এ সংঘর্ষের ঘটনা ঘটে।
১৭ মিনিট আগে
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, কেন্দ্রীয় কারাগার থেকে কারারক্ষীরা অচেতন অবস্থায় ওই বন্দীকে হাসপাতালে নিয়ে আসেন। এরপর চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
২০ মিনিট আগে
দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, নদীর তলদেশে অতিরিক্ত পলি জমে যাওয়ায় ফেরি চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ড্রেজিং কাজ নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৪২ মিনিট আগে