যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে করোনা আক্রান্ত হন সাকিব আল হাসান। পরে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট থেকে সাকিবের ছিটকে পড়ার কথা জানায়। তবে তিন দিন পর তিন দফা করোনা পরীক্ষায় নেগেটিভ হয়েছেন এ বাঁহাতি অলরাউন্ডার।
সাকিবের কোভিড নেগেটিভের খবরে স্বস্তি বাংলাদেশ দলে। বাঁহাতি অলরাউন্ডার চাইলেই খেলতে পারবেন প্রথম টেস্টে, এমনটাই বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তবে সাকিবকে খেলতে হলে আগে ফিটনেস ট্রেনারের ছাড়পত্র লাগবে বলেও শর্ত জুড়ে দিয়েছেন বিসিবি সভাপতি।
আজ বিসিবির পক্ষে থেকে সাকিবের করোনা পরীক্ষা করা হয়। সেখানে নেগেটিভ হয়েছেন এই অলরাউন্ডার। সন্ধ্যা সাড়ে ৭টায় চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দেবেন তিনি। প্রথম টেস্টে খেলার আগ্রহ আছে সাকিবের। তাই তাঁকে বাধা না দিলেও ফিটনেস পরীক্ষায় উতরে যেতে হবে বলে জানিয়েছেন বিসিবির প্রধান।
চট্টগ্রামে দলের সঙ্গে হোটেলে সাক্ষাৎ শেষে সংবাদমাধ্যমকে পাপন বলেছেন, ‘সাকিব যদি খেলতে চায়, তাহলে ও খেলবে। ওকে তো না করার কোনো সুযোগ নেই। সেটা নিশ্চিতভাবে দেখা হবে। ও অনুশীলন করুক, তারপর যদি মনে করে খেলবে, তাহলে আমাদের বলবে এবং ফিটনেস ট্রেনার যদি ছাড়পত্র দিয়ে দেন, তাহলে খেলবে।’
যদিও করোনা থেকে ফিরে পাঁচ দিনের ক্রিকেটে খেলাটা কঠিন হতে পারে সাকিবের জন্য। তাই সিদ্ধান্তটা একান্ত সাকিবের ওপরই ছেড়ে দিলেন পাপন, ‘হয়তো সে খেলতে পারে, আবার নাও খেলতে পারে। এটা আসলে বলাটা মুশকিল। ওর (সাকিবের) ওপর, টিমের ওপর এবং মেডিকেল টিমের ওপর নির্ভর করছে। এখানে আবেগী হওয়ার কিছু নেই। কিন্তু করোনা নেগেটিভ হয়ে খেলা এটা যদি ওডিআই হতো আমরা বলতাম খেলো। কিন্তু এটা পাঁচ দিনের খেলা, আমরা চাইব না ওর জন্য বাড়তি চাপ হোক বা ক্ষতির কারণ হোক। তাই আমরা সাবধানে যাব এবং তাঁকে পূর্ণ স্বাধীনতা দেওয়া আছে।’

এই জয় তো এই হার—২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের যাত্রাটা চলছে এভাবেই। উইন্ডহোকে ১৫ জানুয়ারি তানজানিয়াকে ৫ উইকেটে হারিয়েছিল উইন্ডিজ। একই মাঠে ১৮ জানুয়ারি আফগানিস্তানের কাছে ১৩৮ রানে হেরেছে ক্যারিবীয়রা। আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নামবে উইন্ডিজ।
২২ মিনিট আগে
চিত্রনাট্যটা একই রকম। গত বিপিএলেও মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দল দ্বিতীয় কোয়ালিফায়ার থেকে ছিটকে গেছে। এবারও ঠিক একই ঘটনা ঘটেছে। পার্থক্য শুধু গত বছর খুলনা টাইগার্সের হয়ে খেলা মিরাজ এবার খেলেছেন সিলেট টাইটানসের হয়ে। সিলেটের প্রধান কোচ সোহেল ইসলামের মতে
১ ঘণ্টা আগে
লং অনে দারউইশ রাসুলি ক্যাচ ধরার পর শুরু হয়ে যায় উদ্যাপন। ওয়েস্ট ইন্ডিজের সেট ব্যাটার ব্র্যান্ডন কিংয়ের (৫০) উইকেটটা তো আফগানদের জন্য দারুণ এক ব্রেকথ্রু ছিলই। সব ছাপিয়ে আলোচনায় আফগানিস্তানের রহস্যময় স্পিনার মুজিব উর রহমানের হ্যাটট্রিক।
২ ঘণ্টা আগে
মিরপুর শেরেবাংলায় পরশু ক্রিস ওকস ছক্কা মারার পরই কেঁদে ফেলেছিলেন ফাহিম আল চৌধুরী। ২৪ ঘণ্টা না যেতেই একই মাঠে ফের কাঁদলেন ফাহিম। তবে দুটি ঘটনার মধ্যে যে আকাশ-পাতাল ফারাক। পরশু সিলেটের জয়ের খুশিতে কাঁদলেও কাল কেঁদেছিলেন দলের বিদায়ে। রাজশাহী ওয়ারিয়র্সের কাছে হারের পর ফিক্সিংয়ের গুরুতর অভিযোগ তুললেন সিল
২ ঘণ্টা আগে