নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগামী ২৫ জুন বহুল প্রতীক্ষিত পদ্মা সেতুর উদ্বোধন করা হবে। তবে সেতু নিয়ে এখনো নিজের আক্ষেপ রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, শেখ হাসিনা পদ্মা সেতু নামকরণ করে প্রধানমন্ত্রীর কাছে মন্ত্রণালয় থেকে সারসংক্ষেপ পাঠানোর পরেও তিনি (প্রধানমন্ত্রী) ফিরিয়ে দিয়েছেন।
আজ বুধবার একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশনে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আনীত সাধারণ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
পদ্মা সেতু নিয়ে নিজের আক্ষেপ রয়েছে বলে জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আমি বারবার ছুটে গিয়েছি প্রধানমন্ত্রীর কাছে। ঈদের দিন বিকেলেও গিয়েছি। সারা বাংলাদেশ শেখ হাসিনার নামে সেতুর নাম চেয়েছিল। এই সেতুর নাম শেখ হাসিনা পদ্মা সেতু… আমি এখনো বলব। তাহলে আমরা অকৃতজ্ঞ জাতি হয়ে যাব যদি আপনাকে এই মর্যাদা থেকে দূরে সরিয়ে রাখি।’
মন্ত্রণালয় থেকে সারসংক্ষেপ পাঠানোর কথা উল্লেখ করে কাদের বলেন, ‘সেদিন আমি খুব কষ্ট পেয়েছি। যাক আমি কষ্ট পেয়েছি। তারপর আমি মনে করি…কাগজে লিখো নাম, সে নাম ছিঁড়ে যাবে, পাথরে লিখো নাম ক্ষয়ে যাবে। হৃদয়ে লেখো নাম রয়ে যাবে।’
ওবায়দুল কাদের বলেন, ‘বিশ্ব ব্যাংকের পাকিস্তানি কর্মকর্তা মন্ত্রণালয়ে আমার কার্যালয়ে বসে প্রধানমন্ত্রীর টাঙানো ছবির দিকে তাকিয়ে আমাকে বলল, এই নারী দুর্নীতিগ্রস্ত। এই অপমানজনক কথাও শেখ হাসিনাকে শুনতে হয়েছে। শেখ রেহনাকেও ছাড়েনি, জয়, পতুলু, ববি প্রত্যেককে হেনস্তা করেছেন। যেন বঙ্গবন্ধুর পরিবার একটা অপরাধ করেছে। সবাইকে অপমান করেছে। গোটা জাতিকে অপমান ও অসম্মান করেছে।’
সেই অপমানের প্রতিশোধ নেওয়ায় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানান কাদের। পদ্মাসেতুকে বাংলাদেশের সামর্থ্য ও সক্ষমতার প্রতীক হিসেবে দেখেন না বলে জানান তিনি। বলেন, ‘আমি দেখি অপমানের প্রতিশোধ হিসেবে।’
দেশের উন্নয়নের পরেও শেখ হাসিনার প্রশংসা করা হয় না বলে দাবি করেন কাদের। বলেন, ‘তাঁকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়। তাঁর অপরাধ কী? তাঁর অপরাধ পদ্মাসেতু, মেট্রোরেল, পাতাল রেল নির্মাণসহ নানান উন্নয়ন করা।’
কাদের বলেন, ‘বিএনপি শেখ হাসিনার উন্নয়ন ও অর্জন দেখে না। তারা দিনের আলোতে অমাবস্যার চাঁদ দেখে। তাদের চোখে ঠুলি পড়েছে। কিন্তু বিদেশি পত্রিকায় লেখা হয় শেখ হাসিনা বাংলাদেশের সঠিক সময়ের সঠিক নেতা। বাংলাদেশের লোকেরা তার প্রশংসা করি না।’
স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন
বিএনপি নেতাদের উদ্দেশ্য কাদের বলেন, ‘শেখ হাসিনাকে হত্যার হুমকি দেবেন, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করবেন। রাজপথ কি ইজারা নিয়েছেন? আমরা রাজপথে আছি। এই অপমানের সমোচিত জবাব দেব।’
পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:
আগামী ২৫ জুন বহুল প্রতীক্ষিত পদ্মা সেতুর উদ্বোধন করা হবে। তবে সেতু নিয়ে এখনো নিজের আক্ষেপ রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, শেখ হাসিনা পদ্মা সেতু নামকরণ করে প্রধানমন্ত্রীর কাছে মন্ত্রণালয় থেকে সারসংক্ষেপ পাঠানোর পরেও তিনি (প্রধানমন্ত্রী) ফিরিয়ে দিয়েছেন।
আজ বুধবার একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশনে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আনীত সাধারণ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
পদ্মা সেতু নিয়ে নিজের আক্ষেপ রয়েছে বলে জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আমি বারবার ছুটে গিয়েছি প্রধানমন্ত্রীর কাছে। ঈদের দিন বিকেলেও গিয়েছি। সারা বাংলাদেশ শেখ হাসিনার নামে সেতুর নাম চেয়েছিল। এই সেতুর নাম শেখ হাসিনা পদ্মা সেতু… আমি এখনো বলব। তাহলে আমরা অকৃতজ্ঞ জাতি হয়ে যাব যদি আপনাকে এই মর্যাদা থেকে দূরে সরিয়ে রাখি।’
মন্ত্রণালয় থেকে সারসংক্ষেপ পাঠানোর কথা উল্লেখ করে কাদের বলেন, ‘সেদিন আমি খুব কষ্ট পেয়েছি। যাক আমি কষ্ট পেয়েছি। তারপর আমি মনে করি…কাগজে লিখো নাম, সে নাম ছিঁড়ে যাবে, পাথরে লিখো নাম ক্ষয়ে যাবে। হৃদয়ে লেখো নাম রয়ে যাবে।’
ওবায়দুল কাদের বলেন, ‘বিশ্ব ব্যাংকের পাকিস্তানি কর্মকর্তা মন্ত্রণালয়ে আমার কার্যালয়ে বসে প্রধানমন্ত্রীর টাঙানো ছবির দিকে তাকিয়ে আমাকে বলল, এই নারী দুর্নীতিগ্রস্ত। এই অপমানজনক কথাও শেখ হাসিনাকে শুনতে হয়েছে। শেখ রেহনাকেও ছাড়েনি, জয়, পতুলু, ববি প্রত্যেককে হেনস্তা করেছেন। যেন বঙ্গবন্ধুর পরিবার একটা অপরাধ করেছে। সবাইকে অপমান করেছে। গোটা জাতিকে অপমান ও অসম্মান করেছে।’
সেই অপমানের প্রতিশোধ নেওয়ায় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানান কাদের। পদ্মাসেতুকে বাংলাদেশের সামর্থ্য ও সক্ষমতার প্রতীক হিসেবে দেখেন না বলে জানান তিনি। বলেন, ‘আমি দেখি অপমানের প্রতিশোধ হিসেবে।’
দেশের উন্নয়নের পরেও শেখ হাসিনার প্রশংসা করা হয় না বলে দাবি করেন কাদের। বলেন, ‘তাঁকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়। তাঁর অপরাধ কী? তাঁর অপরাধ পদ্মাসেতু, মেট্রোরেল, পাতাল রেল নির্মাণসহ নানান উন্নয়ন করা।’
কাদের বলেন, ‘বিএনপি শেখ হাসিনার উন্নয়ন ও অর্জন দেখে না। তারা দিনের আলোতে অমাবস্যার চাঁদ দেখে। তাদের চোখে ঠুলি পড়েছে। কিন্তু বিদেশি পত্রিকায় লেখা হয় শেখ হাসিনা বাংলাদেশের সঠিক সময়ের সঠিক নেতা। বাংলাদেশের লোকেরা তার প্রশংসা করি না।’
স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন
বিএনপি নেতাদের উদ্দেশ্য কাদের বলেন, ‘শেখ হাসিনাকে হত্যার হুমকি দেবেন, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করবেন। রাজপথ কি ইজারা নিয়েছেন? আমরা রাজপথে আছি। এই অপমানের সমোচিত জবাব দেব।’
পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:
চট্টগ্রামে হাটহাজারীর পশ্চিম কুয়াইশ এলাকায় যুবলীগের কর্মী মাসুদ কায়সারকে গুলি করে হত্যার মামলায় শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ রোববার চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২ বেগম নাজমুন নাহার শুনানি শেষে এই আদেশ দেন।
২ মিনিট আগেচুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া রেজিস্ট্রার মো. মনিরুল ইসলামকে অপসারণসহ চার দাবিতে আন্দোলন করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। আজ রোববার তাঁরা ক্যাম্পাসের গ্রাউন্ড ফ্লোরে রেজিস্ট্রার মনিরুল ইসলামের কুশপুত্তলিকা দাহ করেন। পরে তাঁরা রেজিস্ট্রার কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন।
৫ মিনিট আগেসিলেটে এম এ হান্নান ওরফে শুটার হান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে সিলেট নগরের টিলাগড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
১৫ মিনিট আগেবিবাহবহির্ভূত সম্পর্কের জেরে সিরাজগঞ্জের শাহজাদপুরে হাসি খাতুন (২১) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে স্বামী জাকারিয়া হোসেন পলাতক।
২২ মিনিট আগে