Ajker Patrika

মাদক বিক্রি ও সেবনের অভিযোগে রাজধানীতে গ্রেপ্তার ৩৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে রাজধানীতে গ্রেপ্তার ৩৮

মাদক বিক্রি ও সেবনের অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৩৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। এটি ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ। 

আজ শুক্রবার ডিএমপির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় মাদকবিরোধী অভিযানে ওই ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫ হাজার ২৮৮টি ইয়াবা, ২২ কেজি ১৩৫ গ্রাম গাঁজা ও ১৫ গ্রাম আইস জব্দ করা হয়। 

গ্রেপ্তার হওয়াদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৯টি মামলা করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত