
নওগাঁয়ে র্যাবের হেফাজতে ভূমি কার্যালয়ের অফিস সহকারী সুলতানা জেসমিনের (৪৫) মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো। এ ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, আইনানুগ ব্যবস্থা এবং জবাবদিহি নিশ্চিতের জোর দাবি জানিয়েছে দেশের মানবাধিকার সংগঠনের জোট হিউম্যান রাইটস ফোরাম (এইচআরএফবি)।
আইন ও সালিস কেন্দ্র (আসক) বলছে, জেসমিনকে আটক ও জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে সংবিধান, বিদ্যমান আইন ও যথাযথ প্রক্রিয়ার ব্যত্যয় ঘটেছে। এ ঘটনা আবারও ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহারের নজির স্থাপন করেছে উল্লেখ করে তা বাতিলের দাবি জানিয়েছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)।
গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এইচআরএফবি নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন ২০১৩-এর আওতায় এ ঘটনার যথাযথ তদন্ত ও বিচার নিশ্চিত করার দাবি জানায়। পাশাপাশি অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে এ আইনের আওতায় মানুষের জীবন, নিরাপত্তা, আইনের আশ্রয় লাভের ও স্বাধীনতার অধিকার খর্ব করার সুযোগ বন্ধ করার জোর দাবি জানাচ্ছে।
বিবৃতিতে স্বাক্ষর দিয়েছেন আইন ও সালিস কেন্দ্রের নির্বাহী পরিচালক নূর খান, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, নাগরিক উদ্যোগের নির্বাহী প্রধান জাকির হোসেন, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসের ট্রাস্টের (ব্লাস্ট) অবৈতনিক নির্বাহী পরিচালক সারা হোসেন, স্টেপস টুওয়ার্ডস ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক রঞ্জন কর্মকার, বাংলাদেশ আদিবাসী ফোরামের মহাসচিব সঞ্জীব দ্রং ও বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির নির্বাহী পরিচালক সালেহ আহমেদ।
২২ মার্চ সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁ শহরের মুক্তির মোড় থেকে প্রতারণার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য সুলতান জেসমিনকে আটক করা হয় বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়। এরপর মস্তিষ্কে গুরুতর রক্তক্ষরণে অসুস্থ হয়ে ২৪ মার্চ সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা গেছেন বলে র্যাব দাবি করে। তবে স্বজনদের অভিযোগ হেফাজতে নির্যাতনের কারণে তাঁর মৃত্যু হয়েছে। দায়িত্বরত চিকিৎসক সুলতান জেসমিনের মাথাজুড়ে একাধিক ইন্ট্রাক্রানিয়াল রক্তক্ষরণ পাওয়া গেছে বলে জানিয়েছেন। এ ছাড়া রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এফ এম শামীম আহাম্মদ সুলতানার মাথার বাইরের দিকে ক্ষত থাকার কথাও জানান।
এইচআরএফবি বলছে, পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমকে বলা হয়েছে, তারা আটকের বিষয়টি সম্পর্কে অবগত ছিল না, বরং গণমাধ্যম থেকে তারা এ তথ্যটি জানতে পেরেছে। আরও জানা গেছে, ডিজিটাল নিরাপত্তা আইনের যে মামলায় জেসমিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে, সে মামলাটি দায়ের করা হয়েছে তাঁকে আটকের প্রায় ৩১ ঘণ্টা পর ২৩ মার্চ বিকেলে এবং মামলাটি দায়ের করেছেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার অফিসের পরিচালক এনামুল হক।
বিবৃতিতে বলা হয় পুরো ঘটনা বিশ্লেষণ করে এইচআরএফবি মনে করে, পরিবারের পক্ষ থেকে উত্থাপিত অভিযোগ যথাযথ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে খতিয়ে দেখে ন্যায়বিচার নিশ্চিত করা আবশ্যক। একই সঙ্গে মামলা দায়েরের আগে আটক, বেআইনি জিজ্ঞাসাবাদ ও পুলিশকে না জানানো—সংবিধান, মানবাধিকার মূলনীতি, উচ্চ আদালতের নির্দেশনা ও বিদ্যমান আইনের লঙ্ঘন এবং ক্ষমতার অপব্যবহারের নিকৃষ্ট উদাহরণ। এ ক্ষেত্রে দ্রুততার সঙ্গে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে জবাবদিহি ও বিচার নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
তদন্ত চলাকালে অভিযুক্ত র্যাব কর্মকর্তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে উল্লেখ করে বলা হয়, যাতে তাঁরা তদন্তকে কোনোভাবে প্রভাবিত করতে না পারেন। পাশাপাশি ফোরাম নিহত ব্যক্তিদের নিরাপত্তা ও যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানাচ্ছে।
আইন ও সালিস কেন্দ্র (আসক) এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে। আসক মনে করে, পরিবারের অভিযোগ অত্যন্ত গুরুতর। তবে এবারই প্রথম এমন অভিযোগ উঠল তা নয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে প্রায় নির্যাতন ও হেফাজতে মৃত্যুর অভিযোগ উঠছে। অভিযোগগুলো যথাযথ গুরুত্বের সঙ্গে নিয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়ে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। আগের ঘটনাগুলোর আইনগত প্রতিকার না পাওয়ার মধ্য দিয়ে বিচার না হওয়ার যে অপচর্চা বিদ্যমান রয়েছে, তা দূর করা জরুরি। তাই দ্রুততার সঙ্গে নিরপেক্ষভাবে এ অভিযোগ খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও ন্যায়বিচার নিশ্চিত করা জরুরি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে সরকারি কর্মজীবী নারীর মৃত্যুর এ ঘটনায় মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) তীব্র ক্ষোভ, উৎকণ্ঠা ও গভীর উদ্বেগ প্রকাশ করছে। পাশাপাশি ঘটনাটির নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে র্যাবের বিরুদ্ধে উত্থাপিত নির্যাতনের অভিযোগের বিষয়ে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন সংস্থাটির প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট সুলতান কামাল।
এমএসএফ মনে করে, র্যাব কর্তৃপক্ষ ঘটনার যে বর্ণনা দিয়েছেন, তা গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নয়। কারণ, সুলতান জেসমিনের বিরুদ্ধে আর্থিক প্রতারণার ও তাঁর ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের যে সুনির্দিষ্ট অভিযোগ তোলা হয়েছে, সে ক্ষেত্রে জিজ্ঞাসাবাদের জন্য একজন নারীকে রাস্তা থেকে তুলে নিতে হবে কেন?
সংবিধান ও বিদ্যমান আইন রাষ্ট্রের সব নাগরিকের জন্য সমান। এ ছাড়া কোনো অপরাধ আদালত কর্তৃক প্রমাণিত হওয়ার আগপর্যন্ত তিনি নিরপরাধ এবং সব মানুষ সমান মর্যাদা লাভের অধিকারী। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে আটক ব্যক্তির মৃত্যু একটি ভয়াবহ ঘটনা। এমএসএফ এ ধরনের ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে এবং জবাবদিহি প্রতিষ্ঠায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাইরে থেকে বিশেষজ্ঞদের সমন্বয়ে নিরপেক্ষ তদন্ত সংস্থা গঠন করা আবশ্যক বলে মনে করে। পাশাপাশি সুলতান জেসমিনের মৃত্যু যেভাবেই হোক না কোনো, প্রকৃত ঘটনা উদ্ঘাটনে অনতিবিলম্বে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানায়।
আরও খবর পড়ুন:

নওগাঁয়ে র্যাবের হেফাজতে ভূমি কার্যালয়ের অফিস সহকারী সুলতানা জেসমিনের (৪৫) মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো। এ ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, আইনানুগ ব্যবস্থা এবং জবাবদিহি নিশ্চিতের জোর দাবি জানিয়েছে দেশের মানবাধিকার সংগঠনের জোট হিউম্যান রাইটস ফোরাম (এইচআরএফবি)।
আইন ও সালিস কেন্দ্র (আসক) বলছে, জেসমিনকে আটক ও জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে সংবিধান, বিদ্যমান আইন ও যথাযথ প্রক্রিয়ার ব্যত্যয় ঘটেছে। এ ঘটনা আবারও ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহারের নজির স্থাপন করেছে উল্লেখ করে তা বাতিলের দাবি জানিয়েছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)।
গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এইচআরএফবি নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন ২০১৩-এর আওতায় এ ঘটনার যথাযথ তদন্ত ও বিচার নিশ্চিত করার দাবি জানায়। পাশাপাশি অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে এ আইনের আওতায় মানুষের জীবন, নিরাপত্তা, আইনের আশ্রয় লাভের ও স্বাধীনতার অধিকার খর্ব করার সুযোগ বন্ধ করার জোর দাবি জানাচ্ছে।
বিবৃতিতে স্বাক্ষর দিয়েছেন আইন ও সালিস কেন্দ্রের নির্বাহী পরিচালক নূর খান, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, নাগরিক উদ্যোগের নির্বাহী প্রধান জাকির হোসেন, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসের ট্রাস্টের (ব্লাস্ট) অবৈতনিক নির্বাহী পরিচালক সারা হোসেন, স্টেপস টুওয়ার্ডস ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক রঞ্জন কর্মকার, বাংলাদেশ আদিবাসী ফোরামের মহাসচিব সঞ্জীব দ্রং ও বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির নির্বাহী পরিচালক সালেহ আহমেদ।
২২ মার্চ সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁ শহরের মুক্তির মোড় থেকে প্রতারণার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য সুলতান জেসমিনকে আটক করা হয় বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়। এরপর মস্তিষ্কে গুরুতর রক্তক্ষরণে অসুস্থ হয়ে ২৪ মার্চ সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা গেছেন বলে র্যাব দাবি করে। তবে স্বজনদের অভিযোগ হেফাজতে নির্যাতনের কারণে তাঁর মৃত্যু হয়েছে। দায়িত্বরত চিকিৎসক সুলতান জেসমিনের মাথাজুড়ে একাধিক ইন্ট্রাক্রানিয়াল রক্তক্ষরণ পাওয়া গেছে বলে জানিয়েছেন। এ ছাড়া রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এফ এম শামীম আহাম্মদ সুলতানার মাথার বাইরের দিকে ক্ষত থাকার কথাও জানান।
এইচআরএফবি বলছে, পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমকে বলা হয়েছে, তারা আটকের বিষয়টি সম্পর্কে অবগত ছিল না, বরং গণমাধ্যম থেকে তারা এ তথ্যটি জানতে পেরেছে। আরও জানা গেছে, ডিজিটাল নিরাপত্তা আইনের যে মামলায় জেসমিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে, সে মামলাটি দায়ের করা হয়েছে তাঁকে আটকের প্রায় ৩১ ঘণ্টা পর ২৩ মার্চ বিকেলে এবং মামলাটি দায়ের করেছেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার অফিসের পরিচালক এনামুল হক।
বিবৃতিতে বলা হয় পুরো ঘটনা বিশ্লেষণ করে এইচআরএফবি মনে করে, পরিবারের পক্ষ থেকে উত্থাপিত অভিযোগ যথাযথ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে খতিয়ে দেখে ন্যায়বিচার নিশ্চিত করা আবশ্যক। একই সঙ্গে মামলা দায়েরের আগে আটক, বেআইনি জিজ্ঞাসাবাদ ও পুলিশকে না জানানো—সংবিধান, মানবাধিকার মূলনীতি, উচ্চ আদালতের নির্দেশনা ও বিদ্যমান আইনের লঙ্ঘন এবং ক্ষমতার অপব্যবহারের নিকৃষ্ট উদাহরণ। এ ক্ষেত্রে দ্রুততার সঙ্গে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে জবাবদিহি ও বিচার নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
তদন্ত চলাকালে অভিযুক্ত র্যাব কর্মকর্তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে উল্লেখ করে বলা হয়, যাতে তাঁরা তদন্তকে কোনোভাবে প্রভাবিত করতে না পারেন। পাশাপাশি ফোরাম নিহত ব্যক্তিদের নিরাপত্তা ও যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানাচ্ছে।
আইন ও সালিস কেন্দ্র (আসক) এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে। আসক মনে করে, পরিবারের অভিযোগ অত্যন্ত গুরুতর। তবে এবারই প্রথম এমন অভিযোগ উঠল তা নয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে প্রায় নির্যাতন ও হেফাজতে মৃত্যুর অভিযোগ উঠছে। অভিযোগগুলো যথাযথ গুরুত্বের সঙ্গে নিয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়ে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। আগের ঘটনাগুলোর আইনগত প্রতিকার না পাওয়ার মধ্য দিয়ে বিচার না হওয়ার যে অপচর্চা বিদ্যমান রয়েছে, তা দূর করা জরুরি। তাই দ্রুততার সঙ্গে নিরপেক্ষভাবে এ অভিযোগ খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও ন্যায়বিচার নিশ্চিত করা জরুরি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে সরকারি কর্মজীবী নারীর মৃত্যুর এ ঘটনায় মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) তীব্র ক্ষোভ, উৎকণ্ঠা ও গভীর উদ্বেগ প্রকাশ করছে। পাশাপাশি ঘটনাটির নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে র্যাবের বিরুদ্ধে উত্থাপিত নির্যাতনের অভিযোগের বিষয়ে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন সংস্থাটির প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট সুলতান কামাল।
এমএসএফ মনে করে, র্যাব কর্তৃপক্ষ ঘটনার যে বর্ণনা দিয়েছেন, তা গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নয়। কারণ, সুলতান জেসমিনের বিরুদ্ধে আর্থিক প্রতারণার ও তাঁর ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের যে সুনির্দিষ্ট অভিযোগ তোলা হয়েছে, সে ক্ষেত্রে জিজ্ঞাসাবাদের জন্য একজন নারীকে রাস্তা থেকে তুলে নিতে হবে কেন?
সংবিধান ও বিদ্যমান আইন রাষ্ট্রের সব নাগরিকের জন্য সমান। এ ছাড়া কোনো অপরাধ আদালত কর্তৃক প্রমাণিত হওয়ার আগপর্যন্ত তিনি নিরপরাধ এবং সব মানুষ সমান মর্যাদা লাভের অধিকারী। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে আটক ব্যক্তির মৃত্যু একটি ভয়াবহ ঘটনা। এমএসএফ এ ধরনের ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে এবং জবাবদিহি প্রতিষ্ঠায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাইরে থেকে বিশেষজ্ঞদের সমন্বয়ে নিরপেক্ষ তদন্ত সংস্থা গঠন করা আবশ্যক বলে মনে করে। পাশাপাশি সুলতান জেসমিনের মৃত্যু যেভাবেই হোক না কোনো, প্রকৃত ঘটনা উদ্ঘাটনে অনতিবিলম্বে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানায়।
আরও খবর পড়ুন:

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৫ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
৫ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৬ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৬ ঘণ্টা আগে