Ajker Patrika

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে জবি শিক্ষার্থীর মৃত্যু, বান্ধবী গুরুতর আহত

জবি সংবাদদাতা 
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ১৯: ৫৮
মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে জবি শিক্ষার্থীর মৃত্যু, বান্ধবী গুরুতর আহত

মুন্সিগঞ্জের ঢাকা-মাওয়া হাইওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থী মারা গেছেন। নিহত শিক্ষার্থীর নাম অভিজিৎ হালদার। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাঁর গ্রামের বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায়।

আজ শুক্রবার দুপুরে ঢাকা-মাওয়া হাইওয়েতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। তাঁর সহপাঠীরা এ তথ্য নিশ্চিত করেছেন।

সহপাঠীরা জানান, আজ দুপুর ১২টায় বান্ধবীকে নিয়ে বঙ্গবন্ধু টোল প্লাজার সামনে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন অভিজিৎ। নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সঙ্গে ধাক্কায় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

সহপাঠীরা আরও জানান, তাঁর সঙ্গে থাকা জবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী ও বান্ধবী গুরুতর আহত হয়েছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, ‘ঢাকা থেকে মাওয়া যাওয়ার পথে শ্রীনগরে দুর্ঘটনা ঘটে। এতে অভি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। আর তার সঙ্গে থাকা ছাত্রীকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তার সেখানেই চিকিৎসা চলছে।’

অভিজিতের মরদেহ হাইওয়ে পুলিশ আইনি প্রক্রিয়া শেষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে বলে তিনি জানান।

অভিজিতের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও সহপাঠীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জামায়াতে যোগ দিলেন বিএনপি থেকে পাঁচবার বহিষ্কৃত আখতারুজ্জামান

হাদির অবস্থা আশঙ্কাজনক, মস্তিষ্ক মারাত্মক ক্ষতিগ্রস্ত, ফুসফুসেও আঘাত: মেডিকেল বোর্ড

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ অবিলম্বে চালু হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

মেসিকে কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ