Ajker Patrika

তবে কি চট্টগ্রামে বাংলাদেশ-শ্রীলঙ্কার ‘ঘূর্ণি’ লড়াই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ মার্চ ২০২৪, ১০: ৪৫
তবে কি চট্টগ্রামে বাংলাদেশ-শ্রীলঙ্কার ‘ঘূর্ণি’ লড়াই

মাঠে পা রাখতেই অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অভিনন্দনবার্তা সবার আগে পৌঁছে গেল সাকিব আল হাসানের কাছে। কাল মুহূর্তেই তিনি হয়ে গেলেন দলের মধ্যমণি। একটু বিশেষ ছিল নতুন পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসের সঙ্গে প্রথম সাক্ষাৎ, যাঁর সঙ্গে এক যুগ আগে বিপিএলে খেলেছিলেন একই দলের হয়ে।

মাঠে নেমেই শান্তর সঙ্গে সাকিবের রসিকতা। সিরিজের প্রথম টেস্টে অধিনায়ক শান্ত আউট হওয়ার পর যে প্রতিক্রিয়া দেখিয়েছিলেন, তারকা অলরাউন্ডার সেটিই নকল করে দেখালেন। সেটি দেখে হেসেই বাঁচেন না পাশে থাকা শরীফুল ইসলাম। সাকিব ফিরতেই যেন সজীব হয়ে উঠল পুরো দল। তাদের লক্ষ্য এবার চট্টগ্রামে সিরিজটা বাঁচানো।

সাকিব গতকাল সকালে চট্টগ্রামের বিমান ধরার আগে সিরিজ বাঁচানোর লক্ষ্যের কথা ঢাকায় সংবাদমাধ্যমকে বলেই গেছেন, ‘সব সময় আশা করি, জিতব। আমি মনে করি, আমাদের শ্রীলঙ্কার সঙ্গে অনেক ভালো করা উচিত এবং পরের টেস্ট (চট্টগ্রাম) জেতা উচিত।’

চট্টগ্রাম টেস্টেও কঠিন লড়াই অপেক্ষা করছে বাংলাদেশের সামনে। সিলেট টেস্টে পেস-সহায়ক উইকেট তৈরি করে সেই ফাঁদে পড়েছিল স্বাগতিকেরাই। লঙ্কান পেস বোলাররা নিয়েছেন বাংলাদেশের সব কটি (২০) উইকেট। দ্বিতীয় টেস্টে তাই একই ধরনের উইকেটে খেলার সম্ভাবনা ক্ষীণ।

দলের সেরা পেসার শরীফুল ইসলাম লাল বলে একদমই ছন্দে নেই। খালেদ আহমেদও ধারাবাহিক নন, নাহিদ রানা অনভিজ্ঞ, অভিষেকের অপেক্ষায় হাসান মাহমুদ। ইতিমধ্যে লঙ্কানদের পেস বোলিংয়ের দাপট দেখেছে স্বাগতিকেরা। আর দলে সাকিব যোগ দেওয়ার পর বাংলাদেশের স্পিন আক্রমণ হয়েছে শক্তিশালী। ৬৬ টেস্ট খেলা সাকিব, ৪৫ টেস্ট খেলেছেন তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজের আছে ৪২ টেস্ট খেলার অভিজ্ঞতা। তাঁদের সঙ্গে ‘লোকাল হিরো’ নাইম হাসানও আছেন দলে। বাংলাদেশের স্পিন আক্রমণ এখন এতটাই শক্তিশালী, চট্টগ্রামের উইকেটে এবার তাই প্রথাগত রানবন্যা না-ও দেখা যেতে পারে। কয়েক সেশন শেষেই দেখা যেতে পারে ভালো টার্ন।

Captureএই টেস্টে স্পিন আক্রমণে অভিজ্ঞতায় লঙ্কানরা কিছুটা পিছিয়ে থাকলেও বাঁহাতি স্পিনার প্রবাত জয়াসুরিয়াকে সামলাতে হিমশিম খেতে হয় যেকোনো ব্যাটিং অর্ডারের। ১১ টেস্ট খেলা প্রবাতের নামের পাশে ৬৭ উইকেটই বলছে কতটা ছন্দে রয়েছেন তিনি। তাঁর সঙ্গে জুটি বেঁধে ১৪ টেস্ট খেলা রমেশ মেন্ডিসও দারুণ কার্যকর, নিয়েছেন ৬৩ উইকেট। তাঁদের সঙ্গে অভিষেকের অপেক্ষায় নিশান পেইরিসের প্রথম শ্রেণির ক্যারিয়ার বেশ উজ্জ্বল।

দ্বিতীয় টেস্টের লড়াইটা যে ‘ব্যাটল অব স্পিন’ হতে পারে, সেটির ইঙ্গিত এরই মধ্যে মিলেছে। তবে গতকাল সন্ধ্যায় তুমুল বৃষ্টি হয়েছে চট্টগ্রামে। তবু এবার এমন উইকেট তৈরি হচ্ছে, সম্প্রতি এ ধরনের পিচে খেলেনি বাংলাদেশ। উইকেটে হালকা ঘাস থাকলেও যতটা স্পিন-সহায়ক রাখা যায়, সেই চেষ্টাই করা হচ্ছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এই মব আক্রমণগুলো হাওয়া থেকে ঘটেনি—জাতিসংঘ বিশেষজ্ঞের ক্ষোভ

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

বাংলাদেশ-ভারত সম্পর্ক: উত্তেজনা বাড়ছে দ্রুত

আজকের রাশিফল: ফেসবুকে জ্ঞান ঝাড়বেন না— বন্ধুরা জানে আপনি কপি মাস্টার, স্ত্রীর কথা শুনুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

‘বাঁচা মরা’র ম্যাচে মোস্তাফিজদের বিপক্ষে নামবেন তাসকিনরা, দেখবেন কোথায়

ক্রীড়া ডেস্ক    
আমিরাতের টি-টোয়েন্টি লিগে আজ রাতে মুখোমুখি হবেন তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান। ছবি: ফেসবুক
আমিরাতের টি-টোয়েন্টি লিগে আজ রাতে মুখোমুখি হবেন তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান। ছবি: ফেসবুক

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ রাতে মুখোমুখি হচ্ছেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান। বাংলাদেশ সময় আজ রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে দুবাই ক্যাপিটালস-শারজা ওয়ারিয়র্স ম্যাচ। মোস্তাফিজের দুবাই এই ম্যাচ জিতলে ১০ পয়েন্ট নিয়ে উঠে যাবে প্লে অফে। তাসকিনের শারজা হারলে নিশ্চিত বাদ। যদি আজ জেতে, তবু তাসকিনদের সামনে থাকবে অনেক সমীকরণ। বর্তমানে ৮ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ছয় দলের মধ্যে ছয় নম্বরে অবস্থান করছে শারজা ওয়ারিয়র্স। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।

ক্রিকেট খেলা সরাসরি

আইএল টি-টোয়েন্টি

দুবাই ক্যাপিটালস-শারজা ওয়ারিয়র্স

রাত ৮টা ৩০মিনিট

সরাসরি

টি স্পোর্টস

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এই মব আক্রমণগুলো হাওয়া থেকে ঘটেনি—জাতিসংঘ বিশেষজ্ঞের ক্ষোভ

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

বাংলাদেশ-ভারত সম্পর্ক: উত্তেজনা বাড়ছে দ্রুত

আজকের রাশিফল: ফেসবুকে জ্ঞান ঝাড়বেন না— বন্ধুরা জানে আপনি কপি মাস্টার, স্ত্রীর কথা শুনুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

অ্যাশেজে আরও এক দফা ধাক্কা খেল ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক    
তিন ম্যাচ খেলেই অ্যাশেজ শেষ হয়ে গেল জফরা আর্চারের। ছবি: ক্রিকইনফো
তিন ম্যাচ খেলেই অ্যাশেজ শেষ হয়ে গেল জফরা আর্চারের। ছবি: ক্রিকইনফো

এবারের অ্যাশেজে সময়টা বড্ড খারাপ যাচ্ছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার কাছে তিন টেস্টের তিনটিতেই বাজেভাবে হেরেছে বেন স্টোকসের নেতৃত্বাধীন ইংল্যান্ড। এরই মধ্যে ইংলিশরা পেল আরেক দুঃসংবাদ। ছন্দে থাকা এক তারকা ক্রিকেটারের অ্যাশেজই শেষ হয়ে গেছে।

পাঁজরের চোট আগের চেয়ে ক্রমশ খারাপ হচ্ছে দেখে অ্যাশেজের শেষ দুই টেস্টে খেলতে পারছেন না জফরা আর্চার। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম তিন টেস্টের তিনটিতেই খেলেছেন তিনি। ৩.০৫ ইকোনমিতে নিয়েছেন ৯ উইকেট। যার মধ্যে অ্যাডিলেডে সদ্য সমাপ্ত তৃতীয় টেস্টে নিয়েছেন ৬ উইকেট। প্রথম ইনিংসে নিয়েছেন ৫ উইকেট। তাতে টেস্টে ইনিংসে চারবার ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন ইংল্যান্ডের এই পেসার। এই টেস্টের প্রথম ইনিংসে ৫১ রানের ইনিংস খেলেছেন তিনি। এটা তাঁর টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটি।

মেলবোর্নে পরশু বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে শুরু হচ্ছে অ্যাশেজের চতুর্থ টেস্ট। বক্সিং ডে টেস্টের জন্য আজ ইংল্যান্ড একাদশ ঘোষণা করেছে। দুটি পরিবর্তন আনা হয়েছে এবারের একাদশে। ওলি পোপের পরিবর্তে এসেছেন জ্যাকব বেথেল। বক্সিং ডে টেস্টের একাদশে তিনি তিন নম্বরে ব্যাটিং করবেন। আর ছিটকে যাওয়া আর্চারের পরিবর্তে এসেছেন গাস অ্যাটকিনসন। ব্রিসবেনে অ্যাশেজের দ্বিতীয় টেস্টে শেষবারের মতো মাঠে নেমেছিলেন অ্যাটকিনসন।

বক্সিং ডে টেস্টে ইংল্যান্ডের ওপেনিংয়ে থাকছেন জ্যাক ক্রলি ও বেন ডাকেট। ডাকেট এবারের অ্যাশেজে ৬ ইনিংসে ব্যাটিং করেও কোনো ফিফটির দেখা পাননি। অধিনায়ক স্টোকস ব্যাটিং করবেন ছয় নম্বরে। সাত নম্বরে নামবেন উইকেটরক্ষক ব্যাটার জেমি স্মিথ। স্পিন বোলিং অলরাউন্ডার জ্যাকস খেলবেন আট নম্বরে। দুই মিডল অর্ডার ব্যাটার জো রুট, হ্যারি ব্রুকও খণ্ডকালীন স্পিনার হিসেবে কার্যকরী হতে পারেন। স্বীকৃত পেসার হিসেবে অ্যাটকিনসনের সঙ্গে আছেন ম্যাথু পটস ও জশ টাঙ।

পার্থ, ব্রিসবেনে দুই টেস্টেই ইংল্যান্ড হেরেছে ৮ উইকেট। পার্থ টেস্ট শেষ হয়েছে দুই দিনে। ব্রিসবেনে গোলাপি বলের টেস্টের স্থায়িত্ব ছিল চার দিন। অ্যাডিলেডে পাঁচ দিনে শেষ হওয়া তৃতীয় টেস্টে ইংল্যান্ডকে ৮২ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। এটাই এবারের অ্যাশেজে শেষ ম্যাচ হয়ে রইল আর্চারের। তাঁর সমান ৯ উইকেট নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক স্টোকস। দুই ম্যাচ আগে অ্যাশেজ জিতে যাওয়া অস্ট্রেলিয়া এবার নামবে ইংল্যান্ডকে ধবলধোলাইয়ের উদ্দেশে। নতুন বছরের ৪ জানুয়ারি সিডনিতে মাঠে গড়াবে পঞ্চম টেস্ট।

বক্সিং ডে টেস্টে ইংল্যান্ডের একাদশ:

জ্যাক ক্রলি, বেন ডাকেট, জ্যাকব বেথেল, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), উইল জ্যাকস, গাস অ্যাটকিনসন, ম্যাথু পটস, জশ টাঙ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এই মব আক্রমণগুলো হাওয়া থেকে ঘটেনি—জাতিসংঘ বিশেষজ্ঞের ক্ষোভ

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

বাংলাদেশ-ভারত সম্পর্ক: উত্তেজনা বাড়ছে দ্রুত

আজকের রাশিফল: ফেসবুকে জ্ঞান ঝাড়বেন না— বন্ধুরা জানে আপনি কপি মাস্টার, স্ত্রীর কথা শুনুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

ঝোড়ো সেঞ্চুরিতে ডি ভিলিয়ার্সের রেকর্ড ভাঙলেন সূর্যবংশী

ক্রীড়া ডেস্ক    
এবি ডি ভিলিয়ার্সের রেকর্ড ভেঙে দিলেন বৈভব সূর্যবংশী। ছবি: ক্রিকইনফো
এবি ডি ভিলিয়ার্সের রেকর্ড ভেঙে দিলেন বৈভব সূর্যবংশী। ছবি: ক্রিকইনফো

সাইক্লোন, ঝড়, টর্নেডো—বৈভব সূর্যবংশীর ইনিংস বিশ্লেষণ করতে যেন এই শব্দগুলোও কম হয়ে যায়। আন্তর্জাতিক ক্রিকেটে এখনো অভিষেক না হলেও ঘরোয়া ও বয়সভিত্তিক ক্রিকেটে বোলারদের বেধড়ক পেটাতে থাকেন সূর্যবংশী। বিস্ফোরক ব্যাটিংয়ে গড়ে চলেছেন একের পর এক রেকর্ড। এবার তিনি ভেঙে দিলেন দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্সের রেকর্ড।

রাঁচিতে আজ বিজয় হাজারে ট্রফির ২০২৫-২৬ মৌসুমের প্রথম দিনই তাণ্ডব চালিয়েছেন বিহারের হয়ে খেলা সূর্যবংশী। অরুণাচল প্রদেশের বিপক্ষে ৮৪ বলে ১৬ চার ও ১৫ ছক্কায় করেছেন ১৯০ রান। এই বিস্ফোরক ইনিংস খেলার পথে তিনি পেছনে ফেলেছেন ডি ভিলিয়ার্সকে। ৫৪ বলে ১৫০ রান করে লিস্ট ‘এ’ ইতিহাসের দ্রুততম ১৫০ রানের রেকর্ড গড়লেন সূর্যবংশী। এই রেকর্ডটা ১০ বছর অক্ষত রাখতে পেরেছিলেন ডি ভিলিয়ার্স। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে সিডনিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬৪ বলে ১৫০ রান করেছিলেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার। সেবার তিনি ৬৬ বলে ১৭ চার ও ৮ ছক্কায় ১৬২ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন।

ডি ভিলিয়ার্সের রেকর্ড ভাঙলেও লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটা করতে পারেননি সূর্যবংশী। অরুণাচল প্রদেশের বিপক্ষে ৩৬ বলে তুলে নিয়েছেন সেঞ্চুরি। লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির কীর্তি গড়েছেন জেক ফ্রেজার ম্যাগার্ক। ২০২৩ সালে দক্ষিণ অস্ট্রেলিয়ার হয়ে তাসমানিয়ার বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন। এখানে ডি ভিলিয়ার্সের আরেক রেকর্ড পেছনে পড়ে গেছে। ২০১৫ সালে জোহানেসবার্গে ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩১ বলে তিন অঙ্ক ছুঁয়েছিলেন তিনি। ৩৬ বলে সেঞ্চুরি লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডে যৌথভাবে চতুর্থ সূর্যবংশী ও কোরি অ্যান্ডারসন। ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে ৩৪ বলে সেঞ্চুরি করেছিলেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার কোরি অ্যান্ডারসন। ২০২৪ সাল থেকে তিনি যুক্তরাষ্ট্রের হয়ে খেলছেন।

ভারতের ক্রিকেটারদের মধ্যে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটা আনমোলপ্রীত সিংয়ের। ২০২৪ সালে পাঞ্জাবের হয়ে অরুণাচল প্রদেশের বিপক্ষে ৩৪ বলে সেঞ্চুরি করেছিলেন আনমোলপ্রীত। সব মিলিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে এটা তৃতীয় দ্রুততম সেঞ্চুরি। দ্রুততম ১৫০ রানের রেকর্ড ভাঙার পাশাপাশি আরেকটা রেকর্ডে প্রথম হয়েছেন সূর্যবংশী। ১৪ বছর ২৭২ দিন বয়সে সেঞ্চুরি করে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম তিন অঙ্ক ছোঁয়ার কীর্তি এখন ভারতের এই বাঁহাতি ব্যাটার। এ বছরই আইপিএলে রেকর্ড গড়া একটা সেঞ্চুরি করেছেন সূর্যবংশী। ১৮তম আইপিএলে তিনি রাজস্থান রয়্যালসের হয়ে সাত ম্যাচ খেলেন।

সূর্যবংশীর তাণ্ডবে অরুণাচল প্রদেশের বিপক্ষে রানের পাহাড় গড়ছে বিহার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩০ ওভারে ২ উইকেটে ২৮২ রান করেছে বিহার। লিস্ট ‘এ’ ক্রিকেটে মাত্র সপ্তম ম্যাচেই ১৯০ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটে সব মিলিয়ে দ্রুততম ১৫০-এর রেকর্ডে তিনে জস বাটলার। ২০২২ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে ৬৫ বলে ১৫০ রান করেছিলেন বাটলার। সেবার তিনি ৭০ বলে ৭ চার ও ১৪ ছক্কায় ১৬২ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। তিন বছর আগে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে ৪৯৮ রান করেছিল ইংল্যান্ড। ওয়ানডে ইতিহাসে এটা এখন পর্যন্ত সর্বোচ্চ দলীয় ইনিংস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এই মব আক্রমণগুলো হাওয়া থেকে ঘটেনি—জাতিসংঘ বিশেষজ্ঞের ক্ষোভ

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

বাংলাদেশ-ভারত সম্পর্ক: উত্তেজনা বাড়ছে দ্রুত

আজকের রাশিফল: ফেসবুকে জ্ঞান ঝাড়বেন না— বন্ধুরা জানে আপনি কপি মাস্টার, স্ত্রীর কথা শুনুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

১১৬ কোটি টাকায় সৌদি দ্বীপে রোনালদোর বিলাসবহুল ভিলা

ক্রীড়া ডেস্ক    
সৌদি আরবের দ্বীপে বিলাসবহুল ভিলা কিনেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: এএফপি
সৌদি আরবের দ্বীপে বিলাসবহুল ভিলা কিনেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: এএফপি

২০২৩ সাল থেকে আল নাসরের জার্সিতে খেলছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকা ফুটবলারের কাছে গত আড়াই বছরে সৌদি আরব হয়ে গেছে নিজের ‘দ্বিতীয় বাড়ি’। মধ্যপ্রাচ্যের এই দেশে এবার বিলাসবহুল দুটি ভিলা কিনেছেন রোনালদো। পর্তুগিজ তারকার খরচ হয়েছে প্রায় ১১৬ কোটি টাকা।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সানের’ গতকালের এক প্রতিবেদনে জানা গেছে রোনালদোর দুটি বিলাসবহুল ভিলার কথা। এই দুই ভিলা কিনতে পর্তুগিজ ফরোয়ার্ড ফরোয়ার্ড ৭০ লাখ পাউন্ড খরচ করেছেন ব্রিটিশ এই সংবাদমাধ্যম জানিয়েছে। বাংলাদেশি মুদ্রায় সেটা ১১৫ কোটি ৬৩ লাখ টাকা। দু্টি ভিলারই দাম পড়েছে সাড়ে তিন লাখ পাউন্ড করে। নুজুমা নামে লোহিত সাগরের নির্জন দ্বীপে বিলাসবহুল ভিলা দুটি কিনেছেন। সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে ৮০০ মাইল (১২৮৭ কিলোমিটার) দূরে অবস্থিত এই নুজুমা দ্বীপ।

রোনালদোর বিলাসবহুল ভিলা দুটি ভিলা ‘লোহিত সাগর আন্তর্জাতিক প্রকল্পে’র অংশ। ব্যক্তিগত দ্বীপে গড়ে তোলা হয়েছে এই ভিলাগুলো। এগুলোর নকশা করেছেন ব্রিটিশ স্থপতি লর্ড নরমান ফস্টার। মূল ভূখণ্ড থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে। সাদা বালুতে ঘেরা এই দ্বীপে ১৯ আল্ট্রা-প্রাইভেট ভিলা রয়েছে। চারপাশে স্বচ্ছ নীল জলে প্রকৃতি যেন দুহাত ভরে সাজিয়েছে এই দ্বীপ। নৌকা, সি-প্লেন ছাড়া অন্য কোনো যানবাহনে নুজুমা দ্বীপে যাওয়ার কোনো উপায় নেই।

২০২৩ সালে প্রথম রিসোর্ট চালু হওয়ার পরই রোনালদো ও তাঁর সঙ্গীনী জর্জিনা রদ্রিগেজ একাধিকবার রেড সিতে গিয়েছেন। এই দ্বীপের অনন্য সাধারণ প্রাকৃতিক সৌন্দর্য দেখেই মূলত ভিলা কিনতে চেয়েছেন বলে জানিয়েছেন রোনালদো। পর্তুগিজ ফরোয়ার্ড বলেন, ‘যখন আমরা প্রথম এখানে (লোহিত সাগরের দ্বীপে) এসেছিলাম, জর্জিনা আর আমি এর প্রাকৃতিক সৌন্দর্যের প্রেমে পড়েছি। এখানে আমরা শান্তি খুঁজে পাই। এখন যেহেতু নিজেদের বাড়ি হয়েছে, চাইলে পরিবারকে নিয়ে দারুণ সময় কাটাতে পারব। সত্যিই অসাধারণ এক জায়গা এটা।’

বিশ্বের অন্যতম দ্বীপভিত্তিক বিলাবহুল আবাসন প্রকল্পগুলোর একটি হলো ‘দ্য রেড সি রেসিডেন্সেস’। রোনালদোর নুজুমা দ্বীপের দুই ভিলা এই প্রকল্পের অংশ। দ্য রেড সি ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী জন পাগানো বলেন, ‘রোনালদো-জর্জিনাকে দ্য রেড সি রেসিডেন্সেসে স্বাগত জানাতে পেরে আমরা সত্যি আনন্দিত। যারা প্রশান্তি খুঁজছেন, তাঁদের জন্য সত্যি অসাধারণ এক জায়গা এটা। আমরা দ্য রেড সি রেসিডেন্সেস প্রকল্পের অধীনে আরও নতুন কিছু করতে উন্মুখ হয়ে আছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এই মব আক্রমণগুলো হাওয়া থেকে ঘটেনি—জাতিসংঘ বিশেষজ্ঞের ক্ষোভ

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

বাংলাদেশ-ভারত সম্পর্ক: উত্তেজনা বাড়ছে দ্রুত

আজকের রাশিফল: ফেসবুকে জ্ঞান ঝাড়বেন না— বন্ধুরা জানে আপনি কপি মাস্টার, স্ত্রীর কথা শুনুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত