
পাকিস্তানে কোনো টুর্নামেন্ট আয়োজনের কথা থাকলে ভারতের বাগড়া দেওয়া আর নতুন কী! ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি নিয়েও জল ঘোলা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালার্ডিসের দাবি, চ্যাম্পিয়নস ট্রফি পাকিস্তান থেকে সরছে না।
সংযুক্ত আরব আমিরাতে ৩ অক্টোবর শুরু হচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্ট শুরুর আগে বুধবার দুবাইতে যখন আইসিসি ব্রিফিং করেছে, তখনই প্রশ্ন উঠেছে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে। এই প্রশ্নের উত্তরে অ্যালার্ডিস জানিয়েছেন, পাকিস্তানেই হবে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি। আইসিসির প্রধান নির্বাহীর দাবি, টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলো পাকিস্তানে খেলতে যাওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। আইসিসিকে দলগুলো আশ্বস্ত করেছে বলে জানিয়েছেন অ্যালার্ডিস। এখানেই চলে আসে বিসিসিআইয়ের প্রসঙ্গ। কারণ নিরাপত্তার অজুহাত দেখিয়ে ভারত প্রতিবেশী দেশে সফর করতে চাইছে না। যদিও কদিন আগে বিদেশি গণমাধ্যমগুলোতে প্রচারিত সংবাদে জানা গেছে, পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে ভারত আগ্রহী। এ ক্ষেত্রে বিসিসিআইকে অপেক্ষা করতে হচ্ছে ভারত সরকারের সবুজ সংকেতের ওপর।
বিসিসিআই এখনো চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে না যাওয়ার বিষয়টি ঝুলিয়ে রেখেছে। পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে যাওয়া বা টুর্নামেন্ট প্রত্যাখ্যান করা—আনুষ্ঠানিকভাবে কোনো কিছুই জানায়নি বিসিসিআই। এখানে জলজ্যান্ত উদাহরণ হিসেবে চলে আসে ২০২৩ এশিয়া কাপের কথা। পাকিস্তানে এককভাবে আয়োজনের কথা থাকলেও ভারতের আপত্তিতে হাইব্রিড মডেলে শ্রীলঙ্কা-পাকিস্তান দুই দেশ মিলে হয়েছিল। এবার হয়তো পাকিস্তান থেকে চ্যাম্পিয়নস ট্রফিও সরে যাবে। আইসিসির ইভেন্টটি পাকিস্তানে আয়োজনের ব্যাপারে অ্যালার্ডিস যতই আশ্বাস দিন, ক্রিকেটের অভিভাবক সংস্থায় তো ভারতের দাপট বেড়েছে। কদিন আগেই যে আইসিসির চেয়ারম্যান হয়েছেন জয় শাহ। একই সঙ্গে জয় শাহ বিসিসিআইয়ের সেক্রেটারিও।
২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে আট দল। স্বাগতিক পাকিস্তানের সঙ্গে রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, আফগানিস্তান ও বাংলাদেশ। টুর্নামেন্টের গ্রুপিং ও খসড়া সূচি আইসিসি আনুষ্ঠানিকভাবে না জানালেও বিদেশি গণমাধ্যমে সূচি ফাঁস হয়ে গেছে কয়েক মাস আগে। ‘মিনি বিশ্বকাপ’ খ্যাত চ্যাম্পিয়নস ট্রফি সবশেষ আয়োজিত হয়েছিল ২০১৭ সালে। লন্ডনের ওভালে সেই ফাইনালে ভারতকে ১৮০ রানে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছিল পাকিস্তান।

পাকিস্তানে কোনো টুর্নামেন্ট আয়োজনের কথা থাকলে ভারতের বাগড়া দেওয়া আর নতুন কী! ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি নিয়েও জল ঘোলা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালার্ডিসের দাবি, চ্যাম্পিয়নস ট্রফি পাকিস্তান থেকে সরছে না।
সংযুক্ত আরব আমিরাতে ৩ অক্টোবর শুরু হচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্ট শুরুর আগে বুধবার দুবাইতে যখন আইসিসি ব্রিফিং করেছে, তখনই প্রশ্ন উঠেছে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে। এই প্রশ্নের উত্তরে অ্যালার্ডিস জানিয়েছেন, পাকিস্তানেই হবে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি। আইসিসির প্রধান নির্বাহীর দাবি, টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলো পাকিস্তানে খেলতে যাওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। আইসিসিকে দলগুলো আশ্বস্ত করেছে বলে জানিয়েছেন অ্যালার্ডিস। এখানেই চলে আসে বিসিসিআইয়ের প্রসঙ্গ। কারণ নিরাপত্তার অজুহাত দেখিয়ে ভারত প্রতিবেশী দেশে সফর করতে চাইছে না। যদিও কদিন আগে বিদেশি গণমাধ্যমগুলোতে প্রচারিত সংবাদে জানা গেছে, পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে ভারত আগ্রহী। এ ক্ষেত্রে বিসিসিআইকে অপেক্ষা করতে হচ্ছে ভারত সরকারের সবুজ সংকেতের ওপর।
বিসিসিআই এখনো চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে না যাওয়ার বিষয়টি ঝুলিয়ে রেখেছে। পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে যাওয়া বা টুর্নামেন্ট প্রত্যাখ্যান করা—আনুষ্ঠানিকভাবে কোনো কিছুই জানায়নি বিসিসিআই। এখানে জলজ্যান্ত উদাহরণ হিসেবে চলে আসে ২০২৩ এশিয়া কাপের কথা। পাকিস্তানে এককভাবে আয়োজনের কথা থাকলেও ভারতের আপত্তিতে হাইব্রিড মডেলে শ্রীলঙ্কা-পাকিস্তান দুই দেশ মিলে হয়েছিল। এবার হয়তো পাকিস্তান থেকে চ্যাম্পিয়নস ট্রফিও সরে যাবে। আইসিসির ইভেন্টটি পাকিস্তানে আয়োজনের ব্যাপারে অ্যালার্ডিস যতই আশ্বাস দিন, ক্রিকেটের অভিভাবক সংস্থায় তো ভারতের দাপট বেড়েছে। কদিন আগেই যে আইসিসির চেয়ারম্যান হয়েছেন জয় শাহ। একই সঙ্গে জয় শাহ বিসিসিআইয়ের সেক্রেটারিও।
২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে আট দল। স্বাগতিক পাকিস্তানের সঙ্গে রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, আফগানিস্তান ও বাংলাদেশ। টুর্নামেন্টের গ্রুপিং ও খসড়া সূচি আইসিসি আনুষ্ঠানিকভাবে না জানালেও বিদেশি গণমাধ্যমে সূচি ফাঁস হয়ে গেছে কয়েক মাস আগে। ‘মিনি বিশ্বকাপ’ খ্যাত চ্যাম্পিয়নস ট্রফি সবশেষ আয়োজিত হয়েছিল ২০১৭ সালে। লন্ডনের ওভালে সেই ফাইনালে ভারতকে ১৮০ রানে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছিল পাকিস্তান।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেবে আইসিসি, এমন খবর বের হয়েছিল আজ। তবে এর কোনো সত্যতা খুঁজে পায়নি বিসিবি। ইংল্যান্ডের প্রথম সারির সংবাদমাধ্যমটি জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সঙ্গে এখন পর্যন্ত কোনো কথাই হয়নি স্কটল্যান্ডের।
৪ ঘণ্টা আগে
সিলেট টাইটানস এবং রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের প্লে অফ। এলিমিনেটরে আগামীকাল দুপুর দেড়টায় মাঠে নামবে দুদল। শেষ চারের ম্যাচে লিটন দাসের দলের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলার বার্তা দিলেন সিলেটের ইংলিশ ব্যাটার ইথান ব্রুকস।
৪ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে জল কম ঘোলা হচ্ছে না। এই ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। এরপর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মাঝে নতুন করে আলোচনায় এলেন মোস্তাফিজ। সেটা মাঠের পারফরম্যান্সের স্বীকৃতি দিয়ে
৬ ঘণ্টা আগে
ইএসপিএনক্রিকইনফোসহ ভারতের আরও বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছিল, টি-টোয়েন্ট বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ডেডলাইন ঠিক করে দিয়েছে আইসিসি। তবে বিষয়টির সত্যতা নেই বলে জানিয়েছেন বিসিবির বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।
৯ ঘণ্টা আগে