বরগুনার আমতলীতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের অভিযোগ তুলে গুলিশাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সোবাহান লিটনকে মারধর করা হয়েছে। পৌর শ্রমিক দলের সভাপতি মিল্টন হাওলাদারের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।
আজ সোমবার বিকেলে পৌরসভা কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী লিটনের দাবি, তাঁকে মারধর করেই মিল্টন ক্ষান্ত হননি। সেই সঙ্গে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতেও বাধা দিয়েছেন। পরে স্বজনেরা তাঁকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
তিনি বলেন, ‘পৌরসভা কার্যালয় থেকে কাজ শেষে বের হলে মিল্টন হাওলাদারের নেতৃত্বে ৮-১০ জন আমাকে তুলে নিয়ে যায়। পরে তারা আমাকে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের অভিযোগ তুলে পিটিয়ে জখম করেছে।’
তবে স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির ডাকা হরতালে মিল্টনসহ বেশ কয়েকজনকে মারধর করেছিলেন লিটন। ওই ঘটনার জেরে তাঁকে মারধর করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, ‘অভিযোগ পাইনি। পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’