Ajker Patrika

ভোলার ১০ গ্রামে শুরু পবিত্র মাহে রমজান

ভোলা প্রতিনিধি
আপডেট : ০১ মার্চ ২০২৫, ১৩: ০৩
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

প্রতি বছরের মতো এ বছরও সৌদি আরবের সঙ্গে মিল রেখে ভোলার ১০ গ্রামে আজ শনিবার থেকে শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। গ্রামগুলোর অন্তত ৫ হাজার মানুষ আজ থেকেই রোজা রাখা শুরু করেছেন।

মূলত গ্রামগুলোর বাসিন্দাদের যাঁরা শরীয়তপুরের সুরেশ্বরী দরবার শরিফ ও সাতকানিয়ার মির্জাখিল দরবার শরিফের অনুসারী, তাঁরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে থাকেন। এসব অনুসারী সবচেয়ে বেশি রয়েছেন বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের মুলাইপত্তন গ্রামে। জেলায় তাঁদের সংখ্যা প্রায় ৫ হাজার হলেও টবগী ইউনিয়‌নেই রয়েছে প্রায় ৩ হাজার।

মুলাইপত্তন গ্রামের আমিন মিয়া চৌকিদারবাড়ি দরগাহ জামে মসজিদের ইমাম আনোয়ার হোসেন জানান, দরবার শরিফের অনুসারীরা আজ শনিবার প্রথম রোজা রেখেছেন। এ জন্য গতকাল শুক্রবার রাত থেকে তিনি মসজিদে তারাবির নামাজ শুরু করেছেন।

মসজিদ কমিটির সভাপতি মো. মাসুদ পারভেজ রহিম জানান, ভোলার সদর, বোরহানউদ্দিন, দৌলতখান, তজুম‌দ্দিন, লালমোহন, চরফ্যাশন ও মনপুরা উপজেলার ১০টি গ্রামে সুরেশ্বরী দরবার শরিফ ও মির্জাখীল দরবার শরিফের অনুসারী মানুষের সংখ্যা প্রায় ৫ হাজার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত