Ajker Patrika

যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে চাচাকে জুতাপেটা, পরে ছাত্রীকে পেটালেন চাচাতো ভাইয়েরা

মুলাদী (বরিশাল) প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বরিশালের মুলাদীতে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে বাড়ির এক চাচাকে জুতাপেটা করেছে এক কলেজছাত্রী। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওই কলেজছাত্রীকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছেন চাচাতো ভাইয়েরা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চরকালেখান ইউনিয়নের কায়েতমারা গ্রামে এ ঘটনা ঘটে।

ছাত্রীর স্বজনেরা জানান, ওই ছাত্রী ঢাকায় দ্বাদশ শ্রেণিতে পড়ালেখা করে। গত বুধবার সে বাড়িতে আসে। বৃহস্পতিবার বিকেলে চারদিকে ঘেরা দেওয়া নলকূপে গোসল করতে গেলে একই বাড়ির মন্নাত জমাদার খাওয়ার পানি আনতে যান। একপর্যায়ে তিনি ওই ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টা করেন। এতে ওই ছাত্রী ক্ষিপ্ত হয়ে মন্নাত জমাদারকে জুতাপেটা করে দৌড়ে ঘরে চলে যায়।

এদিকে বাবাকে জুতাপেটার সংবাদ পেয়ে মন্নাত জমাদারের ছেলে স্কুলশিক্ষক আবু বকর ছিদ্দিক, মাসুম জমাদার ও রাকিব জমাদার ওই ছাত্রীর ঘরে হামলা চালিয়ে তাকে বেধড়ক পিটিয়ে আহত করেন। ছাত্রীর চিৎকারে তার স্বজনেরা গিয়ে তাকে উদ্ধার করে রাতে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

তবে কলেজছাত্রীর ওপর হামলার কথা অস্বীকার করে আবু বকর ছিদ্দিক বলেন, একজন বয়োজ্যেষ্ঠ মানুষকে জুতাপেটার বিষয়টি জানতে চাওয়ায় ওই ছাত্রী মিথ্যা অভিযোগ করেছে।

মুলাদী থানার ওসি জহিরুল আলম বলেন, কলেজছাত্রীর পরিবারের সঙ্গে হামলাকারীদের জমি নিয়ে বিরোধ ও মামলা রয়েছে। এর জেরে হামলার ঘটনা ঘটতে পারে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের আগে জোট নয়, এনসিপির সঙ্গে কাজ করার ইঙ্গিত বিএনপির

জয়পুরে সম্প্রীতির নজির, ঈদগাহে আসা মুসলিমদের ওপর ফুল ছিটালেন হিন্দুরা

বাসা ভাড়ার টাকা নেই, অফিসের টয়লেটেই থাকছেন চীনা তরুণী

ঈদের মোনাজাতে খালেদা জিয়ার নাম না বলায় ইমামকে হেনস্তা, চাকরিচ্যুতির হুমকি

কোম্পানি দেউলিয়া, দেড় কোটি মানুষের ডিএনএ ডেটার এখন কী হবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত