বরগুনার পাথরঘাটায় বুনো শূকরের হামলায় নারীসহ ৫ জন আহত হয়েছেন। আজ বুধবার দুপুরে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের দক্ষিণ গাববাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- গাববাড়িয়া গ্রামের বাসিন্দা বেলায়েত মীর (৬০) ও তাঁর ছেলে ইব্রাহিম মীর (৩৫), একই গ্রামের হুমায়ুন কবিরের ছেলে আব্বস প্যাদা (৩৩), আব্দুর রবের মেয়ে ছকিনা (৩২), বড় টেংরা এলাকার আব্দুল হানিফ মোল্লার ছেলে সাইফুল মোল্লা (৩০)। আহত অপর ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী মো. জসিম হাওলাদার বলেন, ‘হঠাৎ করে বসতবাড়ির বাগান থেকে একটি বন্য শূকর বেরিয়ে বেলায়েত মীরের ওপর ঝাঁপিয়ে পড়ে। এ সময় বাবার চিৎকার শুনে বাঁচাতে ছেলে ইব্রাহিম মীর গেলে তাকেও কামড় দিয়ে ওখান থেকে চলে যায়। পরে বাড়ির পার্শ্ববর্তী ছকিনা বেগমকে ধাওয়া করে তাকেও আহত করে। সেখান থেকে পার্শ্ববর্তী বড় টেংরা এলাকার বাসিন্দা সাইফুল মোল্লাকেও কামড়ায়। প্রত্যেকের পায়ে ও হাতে এবং পিঠে কামড়ের চিহ্ন রয়েছে।
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রাশেদা আনজুম হেনা বলেন, ‘শূকরের কামড়ে আহত পাঁচজন স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছে। তাদের মধ্যে দুজন গুরুতর হওয়ায় তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।’
টেংরা বিট কর্মকর্তা আরিফ রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘শূকর মানুষকে শুধু শুধু কামড়ায় না, হয়তো শূকরকে কেউ মারধর করেছে তাই লোকালয়ে এসে মানুষকে কামড়িয়েছে। বর্তমানে শূকরটি গভীর জঙ্গলে চলে গেছে।’