Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

নতুন প্রজন্মের হাতে নিরাপদ লাল-সবুজের পতাকা: মিজানুর রহমান আজহারী

পটুয়াখালী প্রতিনিধি

নতুন প্রজন্মের হাতে নিরাপদ লাল-সবুজের পতাকা: মিজানুর রহমান আজহারী
পটুয়াখালীতে আলোচনা করেন মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত

জনপ্রিয় ইসলামিক বক্তা ড. মিজানুর রহমান আজহারী বলেছেন, ‘আমি যেখানেই যাই, জেন-জি (নতুন প্রজন্ম) আমাকে ছাড়ে না। এরাই আগামীর বাংলাদেশ। এদের হাতেই নিরাপদ আমার লাল-সবুজের পতাকা এবং দেশের প্রতি ইঞ্চি মাটি। তবে দেশের সার্বভৌমত্ব রক্ষায় তাদের সজাগ ও সাবধান থাকতে হবে।’

গতকাল শনিবার (২৫ জানুয়ারি) পটুয়াখালীর কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন আয়োজিত মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান আজহারী এসব কথা বলেন। মাহফিলে সভাপতিত্ব করেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টা অ্যাডভোকেট নাজিমুল আহসান।

ড. আজহারী বলেন, ‘একাত্তর যদি দেখতাম, এত দিনে রাজাকার হয়ে যেতাম। আল্লাহ আমাদের বাঁচিয়ে দিয়েছেন। এটা আল্লাহর মেহেরবানি। মনমতো হলে মুক্তিযোদ্ধা, আর না হলে রাজাকার। কত কিছু দেখলাম এই শাহবাগের বুকে। তবে রাজাকার বানানোর যে নাটক লেখা হতো, এই নাটকের যে রাইটার, তিনি পালিয়েছেন।’

এ সময় তরুণ ও উপস্থিত লোকজনের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন মাওলানা মিজানুর রহমান। বিশাল আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘বরিশাল আমার প্রিয় একটি জায়গা। মাসুদ ভাইয়ের অনুরোধে প্রোগ্রামটি বরিশালের পরিবর্তে পটুয়াখালীতে করতে হয়েছে। অসাধারণ প্রোগ্রাম, কোনো ঝামেলা নেই, অসাধারণ এখানকার মানুষ।’

মাহফিলে প্রধান বক্তা ছিলেন সাবেক ছাত্রনেতা ড. শফিকুল ইসলাম মাসুদ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী। মাহফিলের ব্যবস্থাপনায় ছিলেন পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ান।

জমি কেনার নামে ৫০ লাখ আত্মসাৎ মেয়রের

স্কুল-কলেজের ভবন নির্মাণে ধীরগতি ও নিম্নমানের কাজ, প্রকৌশলী ও ঠিকাদারদের সতর্ক

রমজানে সড়ক নিরাপদ রাখতে বিএমপি কমিশনারের নির্দেশ

ভোলার ১০ গ্রামে শুরু পবিত্র মাহে রমজান

বিসিসির কাজ বাগাতে তৎপর বিএনপি নামধারীরা

যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে চাচাকে জুতাপেটা, পরে ছাত্রীকে পেটালেন চাচাতো ভাইয়েরা

মেয়েকে উত্ত্যক্তের বিচার দাবি করায় বাবাকে পেটাল বখাটেরা

মাছ ধরার ট্রলারে ইয়াবার চালান, ১৬ পাচারকারী গ্রেপ্তার

বিষখালী নদীতে ভাসছিল নারীর লাশ

পিরোজপুরে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৫ পুলিশ প্রত্যাহার