Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

দক্ষিণ আফ্রিকা থেকে আসা ২৪০ জনের খোঁজ মিলছে না

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দক্ষিণ আফ্রিকা থেকে আসা ২৪০ জনের খোঁজ মিলছে না

করোনার নতুন ওমিক্রন ধরন শনাক্ত হওয়া দক্ষিণ আফ্রিকা থেকে গত এক মাসে ২৪০ জন বাংলাদেশে এসেছেন। তাঁদের সবার মোবাইল বন্ধ করে রাখায় যোগাযোগ করা যাচ্ছে না। ভুল ঠিকানা দেওয়ায় তাঁদের খোঁজও মিলছে না। এমন পরিস্থিতিতে তাঁদের খুঁজে বের করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছে সরকার বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ মঙ্গলবার সচিবালয়ে এক আন্তমন্ত্রণালয় সভায় এ কথা জানান তিনি। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত এক মাসে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ২৪০ জন মানুষ এসেছেন। আমরা তাঁদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। কিন্তু আফসোসের বিষয় সকলের মোবাইল বন্ধ করে রেখেছেন। তাঁদের খুঁজে বের করার জন্য স্থানীয় প্রশাসনকে বলতে হয়েছে। তাঁরা ঠিকানাটাও ভুল দিয়েছে। এসব বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।

করোনার নতুন ধরন শনাক্ত হওয়ায় সব জেলা কমিটিগুলোকে চিঠি দেওয়া হবে বলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা চাই সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান সীমিত করা হোক সে বিষয়ে সব ইউনিয়নে জানানো হবে। নতুন করে কোনো অনুষ্ঠান গ্রামগঞ্জে বা উপজেলায় না করতে দেওয়া হয় সেদিকেও আমরা পরামর্শ দেব। বিদেশ থেকে যদি কেউ আসে তাঁরা যদি সরাসরি তাঁদের বাড়িতে না যায় সেদিকও মনিটরিংয়ে রাখা হবে। মেয়র, উপজেলা চেয়ারম্যানসহ স্থানীয় জনপ্রতিনিধিদের তাঁদের করণীয় নিয়েও নির্দেশনা দেওয়া হবে। 

রাজধানীর হাতিরঝিলে বিলাসবহুল গাড়ি থেকে ৫ কোটি টাকার ইয়াবা জব্দ

ন্যায়ের পক্ষে থাকাই জুলাই বিপ্লবের স্পিরিট: শিবির সভাপতি জাহিদ

নতুন প্ল্যাটফর্ম নিয়ে জাবিতে আলী আহসান জুনায়েদের মতবিনিময়

গাজীপুরে কারখানা অনির্দিষ্টকাল বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

সাধ্যের মধ্যে ফুটপাতেই ভরসা

রাজধানীর ট্রাফিক সিগন্যাল: ৫ মাসেও নেই দৃশ্যমান অগ্রগতি

ফুডির জমজমাট ইফতার সেহরি উৎসব বনানীতে

ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ, সমাবেশ

গাজীপুরে বাসে যাত্রীকে ধর্ষণচেষ্টা, কন্ডাক্টর ও হেলপার গ্রেপ্তার

কিশোরগঞ্জে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, আহত ১৫