গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে এক যাত্রীকে ধর্ষণচেষ্টা এবং টাকা ও অলংকার ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার রাতে গাজীপুরের চন্দ্রা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন কামরুল (২৫) ও মো. সাহেদ (১৮)। তাঁদের একজন আজমেরি পরিবহনের বাসের কন্ডাক্টর ও অন্যজন হেলপার।
এ ঘটনায় ভুক্তভোগী নারী নিজেই বাদী হয়ে গতকাল রাতে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানায় মামলা করেছেন বলে জানান কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম।
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, ওই নারী গাজীপুরের কোনাবাড়ী এলাকায় স্বামীর সঙ্গে ভাড়া বাসায় থাকেন। তিনি বৃহস্পতিবার সন্ধা ৬টার দিকে উত্তরা হাউস বিল্ডিং থেকে আজমেরি পরিবহনের একটি বাসে ওঠেন। তিনি ক্লান্ত থাকায় বাসে উঠে ঘুমিয়ে পড়েন। পরে রাত আনুমানিক ৯টার দিকে কোনাবাড়ী থানাধীন রাজাবাড়ী রুবেল পাম্পের অপর পাশে বাসটি দাঁড়িয়ে থাকা অবস্থায় বাসের হেলপার কামরুল, কন্ডাক্টর শাহেদ ও চালকসহ আরও দুজন মিলে ওই নারীকে ডাক দিয়ে ঘুম থেকে ওঠান। এ সময় বাসে আর কোনো যাত্রী ছিল না। তিনি বাসে একা থাকায় সংকোচ বোধ করতে থাকেন। পরে সব আসামি ওই নারীকে ভয়ভীতি দেখিয়ে বাসে তাঁর সঙ্গে আপত্তিকর আচরণ শুরু করে এবং শরীরে হাত দেন। এ সময় তাঁরা ওই নারীর কাছ থেকে ১০ হাজার টাকা, ২৫ হাজার টাকা মূল্যের একটি স্মার্টফোন ও গলায় থাকা স্বর্ণের চেইন, নাকফুল ও কানের দুল ছিনিয়ে নিয়ে যান।
গাজীপুরের কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে এক যাত্রীকে ধর্ষণচেষ্টা এবং টাকা ও অলংকার ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার রাতে গাজীপুরের চন্দ্রা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন কামরুল (২৫) ও মো. সাহেদ (১৮)। তাঁদের একজন আজমেরি পরিবহনের বাসের কন্ডাক্টর ও অন্যজন হেলপার।
এ ঘটনায় ভুক্তভোগী নারী নিজেই বাদী হয়ে গতকাল রাতে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানায় মামলা করেছেন বলে জানান কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম।
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, ওই নারী গাজীপুরের কোনাবাড়ী এলাকায় স্বামীর সঙ্গে ভাড়া বাসায় থাকেন। তিনি বৃহস্পতিবার সন্ধা ৬টার দিকে উত্তরা হাউস বিল্ডিং থেকে আজমেরি পরিবহনের একটি বাসে ওঠেন। তিনি ক্লান্ত থাকায় বাসে উঠে ঘুমিয়ে পড়েন। পরে রাত আনুমানিক ৯টার দিকে কোনাবাড়ী থানাধীন রাজাবাড়ী রুবেল পাম্পের অপর পাশে বাসটি দাঁড়িয়ে থাকা অবস্থায় বাসের হেলপার কামরুল, কন্ডাক্টর শাহেদ ও চালকসহ আরও দুজন মিলে ওই নারীকে ডাক দিয়ে ঘুম থেকে ওঠান। এ সময় বাসে আর কোনো যাত্রী ছিল না। তিনি বাসে একা থাকায় সংকোচ বোধ করতে থাকেন। পরে সব আসামি ওই নারীকে ভয়ভীতি দেখিয়ে বাসে তাঁর সঙ্গে আপত্তিকর আচরণ শুরু করে এবং শরীরে হাত দেন। এ সময় তাঁরা ওই নারীর কাছ থেকে ১০ হাজার টাকা, ২৫ হাজার টাকা মূল্যের একটি স্মার্টফোন ও গলায় থাকা স্বর্ণের চেইন, নাকফুল ও কানের দুল ছিনিয়ে নিয়ে যান।
ক্ষমতার দৃশ্যপটে নেই আওয়ামী লীগ। তবে এখনো বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) নিয়ন্ত্রণ করছে সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের সিন্ডিকেট। অভিযোগ রয়েছে, কৃষি উপকরণ বিতরণকারী প্রতিষ্ঠানটির অধিকাংশ ডিলার সিন্ডিকেটের কাছে অসহায়। গত ৫ আগস্টের পর ওই সিন্ডিকেটের বাইরে গুদাম থেকে কোনো ডিলার ধানবীজ উত
৮ মিনিট আগেচট্টগ্রাম নগরীর আসকার দীঘির পাড় এলাকার রিমা কমিউনিটি সেন্টারের বিপরীতে পাহাড়। সেখানে ৯২টি পরিবারের জন্য স্বপ্নীল ফ্যামিলি ওনার্স নামের ডেভেলপার প্রতিষ্ঠানের মাধ্যমে তিনটি আলাদা ভবন নির্মাণের কাজ চলছে। আর এটা করতে গিয়ে পাহাড় কেটে সাবাড় করা হয়েছে। এর আগে বিভিন্ন সময় চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক), চট্
৮ মিনিট আগেচট্টগ্রামের ঐতিহাসিক জমিয়তুল ফালাহ মসজিদ ও কমপ্লেক্সের ওপর চোখ পড়েছে ‘মুসল্লী পরিষদ’ নামের একটি সংগঠনের। উন্নয়নের নামে মসজিদের জমি লিখে নেওয়ার জন্য দৌড়ঝাঁপ শুরু করেছেন সংগঠনটির সঙ্গে সংশ্লিষ্টরা। আর এর পেছনে কলকাঠি নাড়ছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী।
১ ঘণ্টা আগেরাজশাহী শিক্ষা বোর্ডে অস্থায়ী চাকরিতে সেলিম শেখ ঢুকেছিলেন ১৯৯৭ সালে। এখনো তাঁর চাকরি স্থায়ী হয়নি। চোখের সামনে তিনি দেখেছেন, কয়েকজনের চাকরি স্থায়ী হয়ে গেছে আদালতের আদেশে। কিন্তু তিনিসহ ৬৭ জনের চাকরি স্থায়ী হয়নি। তাঁদের মধ্যে ৩৬ জনের চাকরি স্থায়ী করার জন্য আদালতের আদেশ থাকলেও তা আমলে নেয়নি বোর্ড। চাকর
২ ঘণ্টা আগে