নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ইফতারে অনেকেরই চাই প্রাণ জুড়ানো লাচ্ছি। কারও কারও আবার যেনতেন লাচ্ছি হলে চলবে না। সেটা আসতে হবে পুরান ঢাকার জনপ্রিয় বিউটি লাচ্ছি অ্যান্ড ফালুদা থেকে! আবার কেউ আবদার করতে পারেন ‘চা অ্যান্ড চিল’-এর এক কাপ চায়ের জন্য। এক ছাদের নিচে এ রকম নানান রুচির মানুষের সাধ মেটাতে রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউর মাঠে শুরু হয়েছে ‘ফুডি ইফতার ও সেহরি ফেস্ট’।
পুরান ঢাকাসহ রাজধানীর ৩০টি জনপ্রিয় খাবারের আউটলেট নিয়ে বনানীতে ২০ মার্চ থেকে শুরু হয়েছে ইফতার ও সেহরির খাদ্যসামগ্রীর এ উৎসব। চলবে ২৯ মার্চ পর্যন্ত। অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আরও রয়েছে হাঁড়ি, ওয়াফেল আপ, মোস্তাকিম ভ্যারাইটিজ কাবাব অ্যান্ড সুপ, ডিসেন্ট হালিম, বিরিয়ানি বাজার, সামশাদ বার্গার, ঢাকা মেট্রো রেস্টুরেন্ট, ট্রি স্টেট ইটারি, ক্যাপ্টেনস ওয়ার্ল্ডের মতো জনপ্রিয় সব খাবারের আউটলেট। এখানে পছন্দের সব মজার খাবার দিয়ে ইফতার ও সেহরি করার সুযোগ পাওয়া যাচ্ছে।
উৎসবের আয়োজক ফুডি বাংলাদেশের প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ শাহনেওয়াজ মান্নান বলেন, ‘পবিত্র রমজান উপলক্ষে এক জায়গায় বিভিন্ন আউটলেটের খাবার উপভোগের এটা একটা দারুণ সুযোগ। শুধু এখানে এসেই খাওয়া যাবে তা নয়; অর্ডার করে ডেলিভারিও নেওয়া যাবে। একা বা পরিবারসহ এসে এসব খাবারের স্বাদ নেওয়ার সুযোগ আছে।’
শাহনেওয়াজ মান্নান জানালেন, পরিবার বা বন্ধুদের মিলনমেলাও করা যাবে এখানে। একসঙ্গে এক শ মানুষ বসে খেতে পারবে। এ ছাড়া ঈদুল ফিতর উপলক্ষে ২৬ মার্চ থেকে থাকছে চার দিনব্যাপী বিশেষ মেহেদি উৎসব। ইফতার ও সেহরির খাবার কেনার ওপর থাকছে কুপন। এ কুপন থাকলে বিনা মূল্যে মেহেদি উৎসবে অংশগ্রহণ করা যাবে।
ফুডির ইফতার ও সেহরি ফেস্টে ‘পাওয়ার্ড বাই’ পার্টনার হিসেবে রয়েছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল), হাইজিন পার্টনার ডেটল ও আইসক্রিম পার্টনার সেভয়।
ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি সহযোগী প্রতিষ্ঠান ফুডি বাংলাদেশ। এটি ডেলিভারিভিত্তিক সম্পূর্ণ দেশীয় একটি খাদ্যবিষয়ক সেবাদাতা প্রতিষ্ঠান। অনলাইনভিত্তিক খাবার সরবরাহকারী এই প্ল্যাটফর্ম শিক্ষিত তরুণদের দক্ষ কর্মীতে পরিণত করার ব্যাপারে প্রত্যয়ী। ফুডি কর্তৃপক্ষ জানিয়েছে, দেশজুড়ে সেবা বিস্তৃত করার পাশাপাশি তারা সর্বোত্তম সেবা প্রদান এবং নতুন নতুন উদ্ভাবনে বদ্ধপরিকর। আর এ লক্ষ্যে সেবা গ্রহণকারীদের জন্য রেস্টুরেন্ট, শপ ও রাইডার পার্টনারদের সঙ্গে কাজ করে যাচ্ছে তারা।
ইফতারে অনেকেরই চাই প্রাণ জুড়ানো লাচ্ছি। কারও কারও আবার যেনতেন লাচ্ছি হলে চলবে না। সেটা আসতে হবে পুরান ঢাকার জনপ্রিয় বিউটি লাচ্ছি অ্যান্ড ফালুদা থেকে! আবার কেউ আবদার করতে পারেন ‘চা অ্যান্ড চিল’-এর এক কাপ চায়ের জন্য। এক ছাদের নিচে এ রকম নানান রুচির মানুষের সাধ মেটাতে রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউর মাঠে শুরু হয়েছে ‘ফুডি ইফতার ও সেহরি ফেস্ট’।
পুরান ঢাকাসহ রাজধানীর ৩০টি জনপ্রিয় খাবারের আউটলেট নিয়ে বনানীতে ২০ মার্চ থেকে শুরু হয়েছে ইফতার ও সেহরির খাদ্যসামগ্রীর এ উৎসব। চলবে ২৯ মার্চ পর্যন্ত। অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আরও রয়েছে হাঁড়ি, ওয়াফেল আপ, মোস্তাকিম ভ্যারাইটিজ কাবাব অ্যান্ড সুপ, ডিসেন্ট হালিম, বিরিয়ানি বাজার, সামশাদ বার্গার, ঢাকা মেট্রো রেস্টুরেন্ট, ট্রি স্টেট ইটারি, ক্যাপ্টেনস ওয়ার্ল্ডের মতো জনপ্রিয় সব খাবারের আউটলেট। এখানে পছন্দের সব মজার খাবার দিয়ে ইফতার ও সেহরি করার সুযোগ পাওয়া যাচ্ছে।
উৎসবের আয়োজক ফুডি বাংলাদেশের প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ শাহনেওয়াজ মান্নান বলেন, ‘পবিত্র রমজান উপলক্ষে এক জায়গায় বিভিন্ন আউটলেটের খাবার উপভোগের এটা একটা দারুণ সুযোগ। শুধু এখানে এসেই খাওয়া যাবে তা নয়; অর্ডার করে ডেলিভারিও নেওয়া যাবে। একা বা পরিবারসহ এসে এসব খাবারের স্বাদ নেওয়ার সুযোগ আছে।’
শাহনেওয়াজ মান্নান জানালেন, পরিবার বা বন্ধুদের মিলনমেলাও করা যাবে এখানে। একসঙ্গে এক শ মানুষ বসে খেতে পারবে। এ ছাড়া ঈদুল ফিতর উপলক্ষে ২৬ মার্চ থেকে থাকছে চার দিনব্যাপী বিশেষ মেহেদি উৎসব। ইফতার ও সেহরির খাবার কেনার ওপর থাকছে কুপন। এ কুপন থাকলে বিনা মূল্যে মেহেদি উৎসবে অংশগ্রহণ করা যাবে।
ফুডির ইফতার ও সেহরি ফেস্টে ‘পাওয়ার্ড বাই’ পার্টনার হিসেবে রয়েছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল), হাইজিন পার্টনার ডেটল ও আইসক্রিম পার্টনার সেভয়।
ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি সহযোগী প্রতিষ্ঠান ফুডি বাংলাদেশ। এটি ডেলিভারিভিত্তিক সম্পূর্ণ দেশীয় একটি খাদ্যবিষয়ক সেবাদাতা প্রতিষ্ঠান। অনলাইনভিত্তিক খাবার সরবরাহকারী এই প্ল্যাটফর্ম শিক্ষিত তরুণদের দক্ষ কর্মীতে পরিণত করার ব্যাপারে প্রত্যয়ী। ফুডি কর্তৃপক্ষ জানিয়েছে, দেশজুড়ে সেবা বিস্তৃত করার পাশাপাশি তারা সর্বোত্তম সেবা প্রদান এবং নতুন নতুন উদ্ভাবনে বদ্ধপরিকর। আর এ লক্ষ্যে সেবা গ্রহণকারীদের জন্য রেস্টুরেন্ট, শপ ও রাইডার পার্টনারদের সঙ্গে কাজ করে যাচ্ছে তারা।
চট্টগ্রামের ঐতিহাসিক জমিয়তুল ফালাহ মসজিদ ও কমপ্লেক্সের ওপর চোখ পড়েছে ‘মুসল্লী পরিষদ’ নামের একটি সংগঠনের। উন্নয়নের নামে মসজিদের জমি লিখে নেওয়ার জন্য দৌড়ঝাঁপ শুরু করেছেন সংগঠনটির সঙ্গে সংশ্লিষ্টরা। আর এর পেছনে কলকাঠি নাড়ছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী।
১ ঘণ্টা আগেরাজশাহী শিক্ষা বোর্ডে অস্থায়ী চাকরিতে সেলিম শেখ ঢুকেছিলেন ১৯৯৭ সালে। এখনো তাঁর চাকরি স্থায়ী হয়নি। চোখের সামনে তিনি দেখেছেন, কয়েকজনের চাকরি স্থায়ী হয়ে গেছে আদালতের আদেশে। কিন্তু তিনিসহ ৬৭ জনের চাকরি স্থায়ী হয়নি। তাঁদের মধ্যে ৩৬ জনের চাকরি স্থায়ী করার জন্য আদালতের আদেশ থাকলেও তা আমলে নেয়নি বোর্ড। চাকর
২ ঘণ্টা আগেমেঘনা নদীর ভাঙন রোধে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নলেরচরের নির্মিত অবকাঠামো রক্ষার্থে নদীভাঙন রোধের কাজ চলমান রয়েছে। প্রথম ধাপে নদীর তীরে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এ কাজে ধীরগতির অভিযোগ উঠেছে। এ ছাড়া জিও ব্যাগে ব্যবহার করা বালু নিম্নমানের বলেও অভিযোগ করেছেন
২ ঘণ্টা আগেমহাসড়কে যানজট নিরসনে রাজধানীর উত্তরায় যৌথবাহিনী অভিযান চালিয়ে ২০টি ভ্রাম্যমাণ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। অভিযানের কারণে মহাসড়কের যানজট কিছুটা হলেও কমে যাবে বলে প্রত্যাশা পথচারীদের...
৩ ঘণ্টা আগে