Ajker Patrika

ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ, সমাবেশ

  • ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ
  • জেলায় জেলায় বিক্ষোভ মিছিল মুসল্লিদের
আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২২ মার্চ ২০২৫, ০১: ০৪
যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করে ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে মুসল্লিদের বিক্ষোভ সমাবেশ। জুমার নামাজ শেষে গতকাল রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে থেকে এই মিছিল বের করা হয়। ছবি: আজকের পত্রিকা
যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করে ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে মুসল্লিদের বিক্ষোভ সমাবেশ। জুমার নামাজ শেষে গতকাল রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে থেকে এই মিছিল বের করা হয়। ছবি: আজকের পত্রিকা

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে আজ শুক্রবার জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিক্ষোভ হয়েছে। এ ছাড়া যুদ্ধবিরতি ভঙ্গ করে এই হামলার প্রতিবাদে দেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও জেলা-উপজেলা শহরগুলোয় বিক্ষোভ মিছিল, সংহতি সমাবেশ ও গণপদযাত্রা হয়েছে।

আজ বায়তুল মোকাররম মসজিদ ও তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় সন্দেহভাজনদের তল্লাশি করতে দেখা গেছে। মসজিদের ভেতরে প্রবেশের সময় এ তল্লাশি চালানো হয়। পুলিশের পাশাপাশি মসজিদের প্রবেশপথে সেনাবাহিনীর সদস্যদেরও অবস্থান করতে দেখা যায়। তবে জুমার নামাজ শেষে সেখানে বিক্ষোভ মিছিল করেন মুসল্লিরা। এ ছাড়া এই এলাকায় হেফাজতে ইসলামের আয়োজনে একটি সমাবেশ হয়। এতে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মামুনুল হক। তিনি বলেন, ‘ইসরায়েলের বিরুদ্ধে বাংলাদেশের মনোভাব নরম করা যাবে না। বিগত ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের নির্দেশে বাংলাদেশের পাসপোর্ট থেকে এক্সেপ্ট ইসরায়েল শব্দটি উঠিয়ে দিয়েছিল। বর্তমান সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, পাসপোর্টে আবার এক্সেপ্ট ইসরায়েল শব্দ পুনর্বহাল করতে হবে।’

ঢাবিতে প্রতিবাদ সভা

ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে গণহত্যা বন্ধ এবং আজাদ ফিলিস্তিনের দাবিতে আজাদ ফিলিস্তিন ও ইনকিলাব মঞ্চের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মিছিল শুরু হয়ে হলপাড়া, প্রশাসনিক ভবন এলাকা, ভিসি চত্বর রাজু ভাস্কর্যের পাদদেশে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

একই প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গণপদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সাহিত্য পত্রিকা ‘উজান’ ও’ উত্তরণের’ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা চত্বর থেকে গণপদযাত্রা বের হয়।

গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। গতকাল পল্টনে কেন্দ্রীয় কার্যালয় মুক্তি ভবন থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাব হয়ে রাজধানীর মূল সড়ক প্রদক্ষিণ করে সিপিবির মিছিলটি।

জেলায় জেলায় প্রতিবাদ

চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজত ইসলামসহ সাধারণ মুসল্লিরা। নগরের আন্দরকিল্লা শাহি জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। বক্তব্য দেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় ও মহানগর কমিটির নেতারা। একই প্রতিবাদে সিলেটে বিক্ষোভ সমাবেশে করেছে খেলাফত মজলিস।

গাইবান্ধা ও নওগাঁ শহরে মিছিল করেছেন ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। লক্ষ্মীপুর ও পিরোজপুর মিছিল করেছেন জামায়াতে ইসলামের নেতা-কর্মীরা।

পাবনা শহরে মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে যশোরে বিক্ষোভ মিছিল হয়। ঝালকাঠি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের সামনে থেকে বিক্ষোভ মিছিল করেছেন সেখানকার মুসল্লিরা। পরে প্রেসক্লাবের সামনে সমাবেশ করেন তাঁরা।

ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে ময়মনসিংহ নগরীতে বিক্ষোভ মিছিল করেছেন মুসল্লিরা। একই প্রতিবাদে হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশ হয়। এতে অংশ নিতে বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমবেত হন। বাগেরহাটে জুমার নামাজ শেষে সমাবেশ করেছেন মুসল্লিরা। একই ঘটনা ঘটেছে সুনামগঞ্জ পৌর শহরে। শহরের ট্রাফিক পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এ ছাড়া দিনাজপুরের খানসামা, টাঙ্গাইলের সখীপুর, রাজশাহীর দুর্গাপুর, কুড়িগ্রামের ভূরুঙ্গামারী, জয়পুরহাটের আক্কেলপুর, চুয়াডাঙ্গার জীবননগর, রাঙামাটির কাপ্তাই, বাগেরহাটের চিতলমারী, খাগড়াছড়ির মানিকছড়ি, বরিশালের আগৈলঝাড়া ও গৌরনদী, যশোরের কেশবপুর, দিনাজপুরের ফুলবাড়ী, নাটোরের লালপুর, চট্টগ্রামের সীতাকুণ্ড, গাইবান্ধার সুন্দরগঞ্জ, কুমিল্লার হোমনা, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর এবং গাজীপুরের কাপাসিয়া উপজেলায় একই দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

[প্রতিবেদনে তথ্য দিয়েছেন নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও চট্টগ্রাম এবং সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিরা]

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত