নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর হাতিরঝিল এলাকায় বিপুল পরিমাণ ইয়াবার একটি চালান জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বিলাসবহুল গাড়ির বিশেষ চেম্বারে লুকানো ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা। অভিযানে বায়িং হাউস ও আবাসন ব্যবসার আড়ালে মাদক কারবারে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ শনিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফ এ তথ্য নিশ্চিত করেছেন।
হাসান মারুফ জানান, গতকাল শুক্রবার (২১ মার্চ) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে হাতিরঝিল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সন্দেহভাজনদের গাড়িটিকে প্রায় ৭ কিলোমিটার ধাওয়া করে আটক করা হয়। প্রাথমিকভাবে গাড়িতে কিছু না পেলেও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে পাদানির নিচে বিশেষভাবে ঝালাই করা চেম্বার থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—নজরুল ইসলাম ওরফে সোহেল রানা (৩৪) নারায়ণগঞ্জের আড়াইহাজারের বাসিন্দা, আল মামুন (৩২) শেরপুরের নালিতাবাড়ীর বাসিন্দা, ওমর ফারুক (৪৬) চট্টগ্রামের খুলশীর বাসিন্দা এবং তার স্ত্রী তানিয়া (৩২)।
অভিযুক্তরা দীর্ঘদিন ধরে টেকনাফ থেকে বিলাসবহুল গাড়ির প্যানেলের নিচে বিশেষ কৌশলে ইয়াবা লুকিয়ে এনে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করছিলেন বলে জানতে পেরেছে অধিদপ্তর।
অধিদপ্তরের মহাপরিচালক বলেন, তদন্তে জানা গেছে, চক্রটি বায়িং হাউস ও আবাসন ব্যবসার আড়ালে মাদক ব্যবসা পরিচালনা করত। তাদের অবৈধ উপার্জিত অর্থ মানিলন্ডারিংয়ের মাধ্যমে খাটানো হয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
আসন্ন ঈদকে সামনে রেখে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মাদক পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রাজধানীর হাতিরঝিল এলাকায় বিপুল পরিমাণ ইয়াবার একটি চালান জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বিলাসবহুল গাড়ির বিশেষ চেম্বারে লুকানো ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা। অভিযানে বায়িং হাউস ও আবাসন ব্যবসার আড়ালে মাদক কারবারে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ শনিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফ এ তথ্য নিশ্চিত করেছেন।
হাসান মারুফ জানান, গতকাল শুক্রবার (২১ মার্চ) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে হাতিরঝিল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সন্দেহভাজনদের গাড়িটিকে প্রায় ৭ কিলোমিটার ধাওয়া করে আটক করা হয়। প্রাথমিকভাবে গাড়িতে কিছু না পেলেও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে পাদানির নিচে বিশেষভাবে ঝালাই করা চেম্বার থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—নজরুল ইসলাম ওরফে সোহেল রানা (৩৪) নারায়ণগঞ্জের আড়াইহাজারের বাসিন্দা, আল মামুন (৩২) শেরপুরের নালিতাবাড়ীর বাসিন্দা, ওমর ফারুক (৪৬) চট্টগ্রামের খুলশীর বাসিন্দা এবং তার স্ত্রী তানিয়া (৩২)।
অভিযুক্তরা দীর্ঘদিন ধরে টেকনাফ থেকে বিলাসবহুল গাড়ির প্যানেলের নিচে বিশেষ কৌশলে ইয়াবা লুকিয়ে এনে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করছিলেন বলে জানতে পেরেছে অধিদপ্তর।
অধিদপ্তরের মহাপরিচালক বলেন, তদন্তে জানা গেছে, চক্রটি বায়িং হাউস ও আবাসন ব্যবসার আড়ালে মাদক ব্যবসা পরিচালনা করত। তাদের অবৈধ উপার্জিত অর্থ মানিলন্ডারিংয়ের মাধ্যমে খাটানো হয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
আসন্ন ঈদকে সামনে রেখে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মাদক পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
চট্টগ্রামের ঐতিহাসিক জমিয়তুল ফালাহ মসজিদ ও কমপ্লেক্সের ওপর চোখ পড়েছে ‘মুসল্লী পরিষদ’ নামের একটি সংগঠনের। উন্নয়নের নামে মসজিদের জমি লিখে নেওয়ার জন্য দৌড়ঝাঁপ শুরু করেছেন সংগঠনটির সঙ্গে সংশ্লিষ্টরা। আর এর পেছনে কলকাঠি নাড়ছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী।
১ ঘণ্টা আগেরাজশাহী শিক্ষা বোর্ডে অস্থায়ী চাকরিতে সেলিম শেখ ঢুকেছিলেন ১৯৯৭ সালে। এখনো তাঁর চাকরি স্থায়ী হয়নি। চোখের সামনে তিনি দেখেছেন, কয়েকজনের চাকরি স্থায়ী হয়ে গেছে আদালতের আদেশে। কিন্তু তিনিসহ ৬৭ জনের চাকরি স্থায়ী হয়নি। তাঁদের মধ্যে ৩৬ জনের চাকরি স্থায়ী করার জন্য আদালতের আদেশ থাকলেও তা আমলে নেয়নি বোর্ড। চাকর
১ ঘণ্টা আগেমেঘনা নদীর ভাঙন রোধে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নলেরচরের নির্মিত অবকাঠামো রক্ষার্থে নদীভাঙন রোধের কাজ চলমান রয়েছে। প্রথম ধাপে নদীর তীরে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এ কাজে ধীরগতির অভিযোগ উঠেছে। এ ছাড়া জিও ব্যাগে ব্যবহার করা বালু নিম্নমানের বলেও অভিযোগ করেছেন
২ ঘণ্টা আগেমহাসড়কে যানজট নিরসনে রাজধানীর উত্তরায় যৌথবাহিনী অভিযান চালিয়ে ২০টি ভ্রাম্যমাণ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। অভিযানের কারণে মহাসড়কের যানজট কিছুটা হলেও কমে যাবে বলে প্রত্যাশা পথচারীদের...
২ ঘণ্টা আগে