Ajker Patrika

রাজধানীর হাতিরঝিলে বিলাসবহুল গাড়ি থেকে ৫ কোটি টাকার ইয়াবা জব্দ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ মার্চ ২০২৫, ১৭: ১৫
বিপুল পরিমাণ ইয়াবাহসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ছবি: ডিএনসি
বিপুল পরিমাণ ইয়াবাহসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ছবি: ডিএনসি

রাজধানীর হাতিরঝিল এলাকায় বিপুল পরিমাণ ইয়াবার একটি চালান জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বিলাসবহুল গাড়ির বিশেষ চেম্বারে লুকানো ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা। অভিযানে বায়িং হাউস ও আবাসন ব্যবসার আড়ালে মাদক কারবারে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ শনিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফ এ তথ্য নিশ্চিত করেছেন।

হাসান মারুফ জানান, গতকাল শুক্রবার (২১ মার্চ) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে হাতিরঝিল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সন্দেহভাজনদের গাড়িটিকে প্রায় ৭ কিলোমিটার ধাওয়া করে আটক করা হয়। প্রাথমিকভাবে গাড়িতে কিছু না পেলেও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে পাদানির নিচে বিশেষভাবে ঝালাই করা চেম্বার থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় চারজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—নজরুল ইসলাম ওরফে সোহেল রানা (৩৪) নারায়ণগঞ্জের আড়াইহাজারের বাসিন্দা, আল মামুন (৩২) শেরপুরের নালিতাবাড়ীর বাসিন্দা, ওমর ফারুক (৪৬) চট্টগ্রামের খুলশীর বাসিন্দা এবং তার স্ত্রী তানিয়া (৩২)।

অভিযুক্তরা দীর্ঘদিন ধরে টেকনাফ থেকে বিলাসবহুল গাড়ির প্যানেলের নিচে বিশেষ কৌশলে ইয়াবা লুকিয়ে এনে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করছিলেন বলে জানতে পেরেছে অধিদপ্তর।

অধিদপ্তরের মহাপরিচালক বলেন, তদন্তে জানা গেছে, চক্রটি বায়িং হাউস ও আবাসন ব্যবসার আড়ালে মাদক ব্যবসা পরিচালনা করত। তাদের অবৈধ উপার্জিত অর্থ মানিলন্ডারিংয়ের মাধ্যমে খাটানো হয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

আসন্ন ঈদকে সামনে রেখে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মাদক পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘দুর্নীতিবাজ’ সরকারি কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

হাসিনাবিরোধী গণবিক্ষোভের কথা আগেই জানত ভারত, পরামর্শ দেওয়া ছাড়া কিছু করার ছিল না: জয়শঙ্কর

হাসনাতের বক্তব্য অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ব: নেত্র নিউজকে সেনাসদর

সেনানিবাসে বৈঠক নিয়ে হাসনাতের সঙ্গে দ্বিমত করে সারজিসের পোস্ট

গাজীপুরে স্ত্রী-সন্তানের নিথর দেহ মেঝেতে, যুবকের লাশ ঝুলছিল ঘরের আড়ায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত