নরসিংদীর রায়পুরা থেকে দুটি পাইপগান ও ৩ রাউন্ড কার্তুজসহ শাকিল আহমেদ (২০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে বাঁশগাড়ী ইউনিয়নের বালুয়াকান্দি গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শাকিল বাঁশগাড়ী পিয়ারাকান্দির মৃত মগল মিয়ার ছেলে।
রায়পুরার বাঁশগাড়ী তদন্তকেন্দ্রের এসআই মীর মো. সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, বালুয়াকান্দি গ্রামের সামসু দোহার ছেলে মো. রুবেল (৩৫) এর বাড়ির সামনে একজন লোক অবৈধ অস্ত্র বহন করছিল। এই গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় শাকিল আহমেদ নামে একজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাঁকে আটক করা হয়।
এ সময় পুলিশি জিজ্ঞাসাবাদে শাকিল জানায়, ফায়ারিং পিন ও স্প্রিং সংযুক্ত দেশীয় লোহার তৈরি দুটি পাইপগান ও তিন রাউন্ড কার্তুজ সামসু দোহার ছেলে মো. রুবেল (৩৫) এর বসতঘরে লুকিয়ে রাখা হয়েছে। একটি গ্রুপের নেতা রুবেলের নির্দেশ মোতাবেক শাকিল এই অস্ত্র দুটি লুকিয়ে রেখেছিল বলে স্বীকার করে।
রায়পুরার বাঁশগাড়ী তদন্তকেন্দ্রের এসআই মীর মো. সোহেল রানা বলেন, ‘শাকিলের দেওয়া তথ্যমতে দুটি পাইপগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। মূল হোতা রুবেলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।