মেহেরপুরের গাংনীতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় নৌকা ও ট্রাক প্রতীকের দুই সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার রাত ৯টার দিকে এই জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাদির হোসেন শামীম।
মো. নাদির হোসেন শামীম বলেন, বাড়ির দেওয়ালে পোস্টার লাগিয়ে জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করায় গাংনী পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের চৌগাছা গ্রামের স্বতন্ত্র প্রার্থীর (ট্রাক প্রতীক) সমর্থককে ৫ হাজার টাকা এবং একই অপরাধে ৮ নম্বর ওয়ার্ডের নৌকার প্রার্থীর সমর্থককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত করার স্বার্থে পর্যায়ক্রমে প্রতিটি এলাকায় এই অভিযান অব্যাহত রাখা হবে বলেও জানান মো. নাদির হোসেন শামীম। অভিযানে সহযোগিতা করে গাংনী থানা-পুলিশের একটি দল।