Ajker Patrika

মাগুরায় শিশু ধর্ষণ: বোনের শ্বশুর হিটু শেখসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

মাগুরা প্রতিনিধি 
আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, ০৩: ৫১
হিটু শেখক। ফাইল ছবি
হিটু শেখক। ফাইল ছবি

মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। ঘটনার ৩৫ দিন পর আজ রোববার রাত ১০টায় মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্রটি জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা মাগুরা সদর থানার এসআই মো. আলাউদ্দিন।

শিশুটিকে তাঁর বড় বোনের শ্বশুর হিটু শেখ ধর্ষণ করেছে বলে তদন্তে প্রমাণ পেয়েছে পুলিশ। হিটু শেখের স্ত্রী ও দুই ছেলে ঘটনায় সরাসরি সম্পৃক্ততা না পেলেও তাঁরা সহযোগী হিসেবে দোষী বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। আসামিদের কয়েকটি ধারায় অভিযুক্ত করা হয়েছে বলে তদন্ত কর্মকর্তা জানিয়েছেন।

এ বিষয়ে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, মামলায় চারজনই অভিযুক্ত। তাঁদের বিরুদ্ধে কয়েকটি ধারায় অভিযোগপত্র দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, শিশুটি ধর্ষণের ঘটনায় গত ৮ মার্চ মাগুরা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন তার মা। মামলায় শিশুর বোনের স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ভাশুরকে আসামি করা হয়। চারজনই কারাগারে।

১৩ মার্চ দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি। ১৫ মার্চ মাগুরার জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সব্যসাচী প্রধান আসামির (হিটু শেখ) ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দি রেকর্ড করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত