Ajker Patrika

কয়রায় সাবেক এমপির অনুসারীর বিরুদ্ধে ঘের দখলের অভিযোগ

খুলনা প্রতিনিধি
আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ১৫: ৩৬
কয়রায় সাবেক এমপির অনুসারীর বিরুদ্ধে ঘের দখলের অভিযোগ

খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের বগা জোনে ব্যক্তিমালিকানাধীন একটি মাছের ঘের দখলের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন পূর্ব বগা গ্রামের বাসিন্দা মাওলানা গোলাম রহমান। আজ রোববার খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে গোলাম রহমান বলেন, বগা জোনে ‘বগা তেঁতুলতলা খাল’ নামে পরিচিত ৭৮ বিঘার একটি মাছের ঘের স্থানীয় জমির মালিকদের কাছ থেকে তিন বছরের জন্য লিজ নিয়ে ছয়জন ব্যবসায়ী মিলে পরিচালনা করছেন। গত ৩০ চৈত্র চুক্তির মেয়াদ শেষ হলেও জমির মালিকেরা লেনদেনে সন্তুষ্ট হয়ে আরও তিন বছরের জন্য (১৪৩২ থেকে ১৪৩৪ বঙ্গাব্দ) নতুন চুক্তি করেছেন।

গোলাম রহমান অভিযোগ করেন, চুক্তি নবায়নের বিষয়টি জানার পর কয়রা উপজেলার স্থানীয় রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তি আইয়ুব আলী সরদার ও তাঁর সহযোগীরা ঘের দখলের চেষ্টা করছেন। অভিযুক্ত আইয়ুব আলী সরদার আগে স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং সাবেক সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তিনি এখন নিজেকে বিএনপি নেতা পরিচয় দিয়ে প্রভাব খাটানোর চেষ্টা করছেন।

সংবাদ সম্মেলনে আরও দাবি করা হয়, তাঁরা আগেও ঘের দখলের চেষ্টা করেছেন। সম্প্রতি নিজেকে বিএনপি নেতা পরিচয় দিয়ে হুমকি-ধমকি দিচ্ছেন। জমির মালিকদের বাড়ি গিয়ে বিশেষ করে সংখ্যালঘু মালিকদের ভয়ভীতি দেখানো হচ্ছে। তাঁদের বলা হচ্ছে, ডিড বাতিল না করলে ভারতে পাঠিয়ে দেওয়া হবে। তাতে সংখ্যালঘুদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে যাঁদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে, তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত