হোম > সারা দেশ > খুলনা

সাগরে ধরা পড়া ভেটকি মাছ বিক্রি ১৮ হাজার টাকায় 

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে সাগর থেকে ধরা পড়া সাড়ে ১৮ কেজি ওজনের একটি ভেটকি (পাতারি) মাছ সাড়ে ১৮ হাজার টাকায় বিক্রি হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে শহরের কেবি বাজার সামুদ্রিক মৎস্য আড়তে এই মাছটি বিক্রি হয়। চার দিন আগে বঙ্গোপসাগরে জেলার কচুয়া উপজেলার বগা এলাকার জেলে মো. নজরুল ইসলামের জালে এই মাছটি ধরা পড়ে। 

ট্রলার থেকে মাছটি তুলে আড়তে নিয়ে আসলে ভোক্তা ও ব্যবসায়ীদের ভিড় জমে মাছটিকে দেখতে। উন্মুক্ত নিলাম পদ্ধতিতে সাড়ে ১৮ হাজার টাকায় ব্যবসায়ী আশা মোল্লা মাছটি ক্রয় করেন। ৩–৫ কেজির ভেটকি মাঝেমধ্যে পাওয়া গেলেও, এত বড় ভেটকি খুব কম পাওয়া যায় বলে জানান ব্যবসায়ীরা।

ট্রলারমালিক মো. নজরুল ইসলাম বলেন, ‘এবার তেমন ভালো মাছ পাইনি। তারপরও চার দিন আগে এই বড় ভেটকিটি পাই। সাড়ে ১৮ হাজার টাকা বিক্রি করেছি। এ ছাড়া এবার ছয়টি লাক্ষ্মা, বেশ কিছু বড় জাবা ও চার কেজি ওজনের একটি ভেটকি মাছ পেয়েছি। এগুলোও বিক্রি করেছি। তবে ইলিশ মাছ তেমন পাইনি।’ ইলিশ মাছ একটু বেশি পেলে লাভ হতো বলে জানান তিনি।

ব্যবসায়ী আশা মোল্লা বলেন, ‘এত বড় মাছ সব সময় পাওয়া যায় না। তাই কিনলাম। লাভ হবে কি না জানি না।’

তিন সেতু-কালভার্টে ধস লাখো মানুষের দুর্ভোগ

রাজনৈতিক সরকার ছাড়া সংস্কার টেকসই হবে না: সিজিএস সংলাপে বক্তরা

অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা: প্রেস সচিব

সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

বাগেরহাটে অস্ত্র–গুলিসসহ ২ যুবক গ্রেপ্তার

নারীদের স্বাবলম্বী হওয়ার পথ দেখাচ্ছে খুবি শিক্ষার্থীদের উদ্যোগ ‘সমৃদ্ধি’

জুলাই গণ-অভ্যুত্থান: একমাত্র ছেলেকে হারিয়ে আজও কাঁদছেন ছাব্বিরের মা

২৬টি জুট মিল চালুর দাবিতে খুলনায় শ্রমিক সমাবেশ

দৌলতপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পাউবোর পাইপ চুরি, গ্রেপ্তার ৩

সেকশন