হোম > সারা দেশ > খুলনা

বাগেরহাটে কম দামে পণ্য কিনতে ‘বিনা লাভের বাজারে’ ভিড়

বাগেরহাট প্রতিনিধি

‘চলো পাল্টাই’ সংগঠনের বিনা লাভের সবজির বাজার। ছবি: সংগৃহীত

বাগেরহাটের কচুয়ায় ‘চলো পাল্টাই’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিনা লাভের বাজার’ চালু করেছে। এখান থেকে আলু, পেঁয়াজ, ডালসহ নানা পণ্য বাজারের চেয়ে কম দামে কিনতে পারছেন ক্রেতারা।

আজ শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে কচুয়া উপজেলার সাইনবোর্ড বাজারের পরিত্যক্ত যাত্রী ছাউনিতে এ বাজার চালু করেন স্বেচ্ছাসেবকরা। সঙ্গে সাধারণ শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন। প্রতি শুক্রবার জুমার নামাজের পর এই বাজার সবার জন্য উন্মুক্ত থাকবে।

এ বাজারে কম দামে পণ্য কিনতে ভিড় জমিয়েছেন স্বল্প আয়ের মানুষরা। খোলা বাজারের তুলনায় কম দামে পণ্য কিনতে পেরে খুশি তাঁরা।

কচুয়া উপজেলার নুরুল হক বলেন, ‘দিন দিন নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে। এখানে কম দামে আলু, পেঁয়াজ, ডাল ও মিষ্টি কুমড়া কিনেছি। খুব উপকার হলো।’

আরেক ক্রেতা সোনাম উদ্দিন শেখ বলেন, ‘এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের জন্য অনেক সহায়ক। যদি এটি নিয়মিত হতো, তাহলে আমাদের জন্য আরও ভালো হতো।’

খোলা বাজারে ৭৫ টাকার আলু এখানে বিক্রি হয়েছে ৬৮ টাকায়। ১২০ টাকার কাঁচা মরিচ বিক্রি হয়েছে ৯০ টাকায়। ১১০ টাকার ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে ৯০ টাকায়।

এছাড়া মিষ্টি কুমড়া, লাউ, মুলা, লাল শাকসহ অন্যান্য সবজি বাজার মূল্যের চেয়ে কেজিতে ১০-২০ টাকা কমে বিক্রি হয়েছে। সন্ধ্যা পর্যন্ত প্রায় ২০০ ক্রেতা এ বাজার থেকে স্বল্প মূল্যে পণ্য কিনেছেন।

‘চলো পাল্টাই’ সংগঠনের সভাপতি সরদার এনামুল হক শিমুল বলেন, ‘আমরা সাধারণ মানুষের কষ্ট লাঘবের জন্য এই উদ্যোগ নিয়েছি। এখন থেকে প্রতি শুক্রবার এ কার্যক্রম চালু থাকবে। ভবিষ্যতে আরও বড় পরিসরে বিনা লাভের পণ্য বিক্রির পরিকল্পনা রয়েছে।’

চুয়াডাঙ্গায় ট্রাক্টরের ধাক্কায় যুবক নিহত

চিংড়িঘেরে মড়ক, দিশেহারা চাষি

প্রথমে অনলাইনে, বাকি সব ঘুষে

মাগুরায় শিশু ধর্ষণ: বোনের শ্বশুর হিটু শেখসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

কুয়েটের হল খোলেনি, সারা রাত অবস্থানের ঘোষণা শিক্ষার্থীদের

৫২ দিন পর ক্যাম্পাসে ফিরলেন কুয়েট শিক্ষার্থীরা

মহিষ লুট, আত্মসমর্পণ করে কারাগারে বিএনপি নেতাসহ ১১ জন

পক্ষাঘাতে ৭ বছর ধরে শয্যাশায়ী, প্রাণ গেল আগুনে পুড়ে

কয়রায় সাবেক এমপির অনুসারীর বিরুদ্ধে ঘের দখলের অভিযোগ

মোংলা নদী থেকে নারীর লাশ উদ্ধার