হোম > সারা দেশ > খুলনা

স্বেচ্ছাশ্রমে বলেশ্বর ও ভৈরব নদের তীর পরিষ্কার

বাগেরহাট প্রতিনিধি

বলেশ্বর ও ভৈরব নদীর তীরে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। ছবি: আজকের পত্রিকা

বাগেরহাটের কচুয়া উপজেলায় বলেশ্বর ও ভৈরব নদের তীর দীর্ঘদিন পর পরিষ্কার করা হয়েছে। আজ শনিবার (২৩ নভেম্বর) ভোর ৬টার দিকে কচুয়া জিরো পয়েন্ট থেকে এই কার্যক্রম শুরু হয়।

উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে অংশ নেন প্রশাসনের কর্মকর্তা, জেবি ব্যবসায়ী গ্রুপ, টিম কচুয়া, বিডি ক্লিনসহ স্থানীয় স্বেচ্ছাসেবকরা।

স্বেচ্ছাসেবকেরা জমে থাকা ময়লা বস্তায় ভরে নির্দিষ্ট স্থানে ফেলে দেন। পরবর্তীকালে এসব বর্জ্য প্রক্রিয়াজাত করে কাজে লাগানো হবে বলে জানান তাঁরা। দীর্ঘদিন পর বাজার পরিষ্কার হওয়ায় স্থানীয় বাসিন্দা এবং স্বেচ্ছাসেবকদের মধ্যে আনন্দ দেখা গেছে।

স্থানীয় বাসিন্দা শেখ সুজন বলেন, ‘স্বেচ্ছাশ্রমে সবাই একত্রে কাজ করছে, যা পরিবেশের জন্য উপকারী। ভবিষ্যতে আমরা একটি সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশে বসবাস করতে পারব।’

উপজেলা প্রশাসন জানিয়েছে, ব্যবসায়ীদের মাঝে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নদের তীর নোংরা করলে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বাজার বণিক সমিতির সদস্যসচিব সরদার সুমন বলেন, ব্যবসায়ীদের নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে বলা হয়েছে। নির্দেশনা অমান্য করলে ব্যবস্থা নেওয়া হবে।

কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ (ইউএনও) বলেন, ‘নদীর তীর পরিষ্কার রাখতে মাইকিং করা হচ্ছে এবং ব্যবসায়ীদের ঝুড়ি বিতরণ করা হয়েছে। কেউ আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

নদীর তীরে পরিচ্ছন্নতা অভিযান। ছবি: আজকের পত্রিকা

এদিন দুই শতাধিক স্বেচ্ছাসেবক বলেশ্বর ও ভৈরব নদের প্রায় দুই কিলোমিটার তীর পরিষ্কার করেছেন।

রাজনৈতিক সরকার ছাড়া সংস্কার টেকসই হবে না: সিজিএস সংলাপে বক্তরা

অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা: প্রেস সচিব

সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

বাগেরহাটে অস্ত্র–গুলিসসহ ২ যুবক গ্রেপ্তার

নারীদের স্বাবলম্বী হওয়ার পথ দেখাচ্ছে খুবি শিক্ষার্থীদের উদ্যোগ ‘সমৃদ্ধি’

জুলাই গণ-অভ্যুত্থান: একমাত্র ছেলেকে হারিয়ে আজও কাঁদছেন ছাব্বিরের মা

২৬টি জুট মিল চালুর দাবিতে খুলনায় শ্রমিক সমাবেশ

দৌলতপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পাউবোর পাইপ চুরি, গ্রেপ্তার ৩

৫ আগস্ট নিহত আ.লীগ নেতা হিরণসহ ২ জনের লাশ কবর থেকে উত্তোলন

সেকশন