Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

কুষ্টিয়ায় ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২
কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ছবি: আজকের পত্রিকা

কুষ্টিয়ার মিরপুরে পাথরবোঝাই ডাম্পট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালক ও এক যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুই যাত্রী। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের মিরপুর উপজেলার রানাখড়িয়া ঘোড়ামারা নামক স্থানে এ ঘটনা ঘটে।

কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত যাত্রীর নাম তানিয়া আক্তার (৩০)। নিহত অটোরিকশারচালকের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ জানায়, আজ সকালে একটি সিএনজিচালিত অটোরিকশার কুষ্টিয়া থেকে যাত্রী নিয়ে ভেড়ামারা উপজেলার দিকে যাচ্ছিল। কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের মিরপুর উপজেলার রানাখড়িয়া ঘোড়ামারা এলাকায় আসার পর কুয়াশার কারণে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পাথরবোঝাই ডাম্প ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে সিএনজিচালক ও এক যাত্রীর মৃত্যু হয়। অটোরিকশায় থাকা আরও দুজন যাত্রীকে গুরুতর আহতাবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

ওসি সৈয়দ আল মামুন বলেন, মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় পর ট্রাক ফেলে চালক ও হেলপার পালিয়ে গেছে। ডাম্প ট্রাকটি জব্দ করা হয়েছে। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মনিরামপুরে বিকাশ ব্যবসায়ীকে গলা কেটে টাকা ছিনতাইয়ের চেষ্টা

গাংনীর হৃদয় হত্যার মামলায় ২ আসামি গ্রেপ্তার

খুলনায় দুর্বৃত্তের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি আহত

খুলনায় যুবক গুলিবিদ্ধ

খুলনায় গরুর মাংসের দাম ৭৫০ টাকা নির্ধারণ

মেয়েদের হকিতে চ্যাম্পিয়ন কেশবপুর

সুন্দরবনের ৭ জলদস্যুকে আটক

নড়াইলে আওয়ামী লীগের ৩৫ নেতা-কর্মীকে কারাগারে

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

কুষ্টিয়ায় ইউএনওর বিরুদ্ধে ঝাড়ুমিছিল, রোববার কার্যালয় তালাবদ্ধ করার ঘোষণা