নড়াইলের লোহাগড়া উপজেলায় শরিফুল ইসলাম (৪০) নামের এক ইউপি সদস্যকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ওই ইউনিয়নের চালিঘাট গ্রামে এ ঘটনা ঘটে।
শরিফুল ইসলাম একই গ্রামের সাইফার রহমানের ছেলে এবং কাশিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে চালিঘাট গ্রামের এক দোকানের সামনে ১০-১২ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র দিয়ে শরিফুল ইসলামের মাথায় ও হাতে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
পরে স্থানীয় লোকজন ও স্বজনেরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে রাতেই তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।