Ajker Patrika

খুলনায় হত্যা মামলার আসামি ‘চরমপন্থী’ শাহিন দুর্বৃত্তের গুলিতে নিহত

খুলনা প্রতিনিধি
খুলনায় ‘চরমপন্থী’ শাহিন গুলিতে নিহত। ছবি: সংগৃহীত
খুলনায় ‘চরমপন্থী’ শাহিন গুলিতে নিহত। ছবি: সংগৃহীত

খুলনায় দুর্বৃত্তের গুলিতে শেখ শাহিদুল হক শাহিন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে নগরীর বাগমার মারকাজুল উলুম মাদ্রাসার পেছনে এ ঘটনা ঘটে। তিনি নগরীর দৌলতপুর কাত্তিককুল এলাকার আবদুর রশিদের ছেলে।

নিহত শাহিন নগরীর দৌলতপুর বিপ্লবী কমিউনিস্ট পার্টি (চরমপন্থী) খুলনার আঞ্চলিক নেতা এবং হুজি শহিদ হত্যা মামলার আসামি।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম আজকের পত্রিকাকে এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘শাহিন আত্মগোপনে ছিলেন। গতকাল শনিবার রাত সোয়া ১১টার দিকে বাগমারা মারকাজুল উলুম মাদ্রাসার পেছনে এক যুবকের লাশ পড়ে আছে এমন সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। সেখানে গিয়ে আমরা শাহিনের লাশ শনাক্ত করি।’

খুলনায় ‘চরমপন্থী’ শাহিন গুলিতে নিহত। ছবি: সংগৃহীত
খুলনায় ‘চরমপন্থী’ শাহিন গুলিতে নিহত। ছবি: সংগৃহীত

ওসি আরও বলেন, দুর্বৃত্তরা শাহিনের কান বরাবর একটি গুলি করে। গুলিটি তাঁর মাথা ভেদ করে বের হয়ে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএসএমএমইউতে হেনস্তার ঘটনা নিয়ে যা বললেন প্রাণ গোপালের মেয়ে ডা. অনিন্দিতা

বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব: গ্রেপ্তার ছোট সাজ্জাদের স্ত্রী

একই মাঠে সকালে শ্রীলঙ্কাকে, বিকেলে পাকিস্তানকে হারাল নিউজিল্যান্ড

স্বাধীনতা দিবসে এবার কুচকাওয়াজ হচ্ছে না

থমথমে খামারবাড়ি: সড়ক অবরোধ করে চলছে অবস্থান কর্মসূচি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত