Ajker Patrika

ইজিবাইকচালক হাফিজুল হত্যার বিচার দাবি, বিক্ষোভ মিছিল

খুলনা প্রতিনিধি
খুলনায় ইজিবাইকচালক হাফিজুল ইসলাম হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে এলাকাবাসী। ছবি: আজকের পত্রিকা
খুলনায় ইজিবাইকচালক হাফিজুল ইসলাম হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে এলাকাবাসী। ছবি: আজকের পত্রিকা

খুলনায় ইজিবাইকচালক হাফিজুল ইসলাম হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। আজ রোববার বেলা সাড়ে ১১টায় নগরীতে বিক্ষোভ মিছিল করে খুলনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে খালিশপুর ১১ নম্বর ওয়ার্ডবাসী।

কর্মসূচিতে বক্তারা বলেন, হাফিজুল হত্যা মামলায় পুলিশ এ পর্যন্ত হাসান নাকিব ও তাঁর স্ত্রী রেশমা খাতুনকে গ্রেপ্তার করেছে। এই দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেও ঘটনার সময় আরেক যুবক ওই ইজিবাইকে ছিলেন। তাঁকে পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি। এ ছাড়া এ হত্যা মামলায় আসামিদের পক্ষে মামলা পরিচালনা না করার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানান তাঁরা।

এ সময় বক্তব্য দেন নিহত হাফিজুলের বড় ভাই মঈনুল ইসলাম ও ছোট ভাই শরিফুল ইসলাম রানা। সংহতি প্রকাশ করে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সম্পাদকমণ্ডলীর সদস্য মিজানুর রহমান বাবু, শ্রমিক দল খুলনা নগর শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, গণসংহতি আন্দোলনের জেলা শাখার নেতা মুনীর চৌধুরী সোহেল, শ্রমিক ফ্রন্ট জেলা শাখার সভাপতি মো. করিম প্রমুখ।

জানা গেছে, গত ৭ মার্চ সকাল ৮টার দিকে বটিয়াঘাটা উপজেলার ২ নম্বর ইউনিয়নের জনৈক সত্যজিত রায়ের জমি থেকে খুলনার খালিশপুর এলাকার ইজিবাইকচালক হাফিজুলের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই অজ্ঞাতনামা আসামিদের নাম উল্লেখ করে বটিয়াঘাটা থানায় মামলা দায়ের করেন।

ঘটনার পর থেকে পুলিশ আসামিদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালায়। পরে প্রযুক্তি ব্যবহার করে হাসান নাকিব ও তাঁর স্ত্রী রেশমা খাতুনকে গ্রেপ্তার করে। তাঁরা হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএসএমএমইউতে হেনস্তার ঘটনা নিয়ে যা বললেন প্রাণ গোপালের মেয়ে ডা. অনিন্দিতা

বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব: গ্রেপ্তার ছোট সাজ্জাদের স্ত্রী

স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ কেন হচ্ছে না, ব্যাখ্যা দিলেন প্রেস সচিব

কত টাকা বেতন পান নাসার মহাকাশচারীরা

জামিনে বেরিয়েই ছদ্মনামে হাসপাতালে ভর্তি হন ‘ডিবি হেফাজতে’ মৃত এজাজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত