খুলনা প্রতিনিধি
খুলনায় ইজিবাইকচালক হাফিজুল ইসলাম হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। আজ রোববার বেলা সাড়ে ১১টায় নগরীতে বিক্ষোভ মিছিল করে খুলনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে খালিশপুর ১১ নম্বর ওয়ার্ডবাসী।
কর্মসূচিতে বক্তারা বলেন, হাফিজুল হত্যা মামলায় পুলিশ এ পর্যন্ত হাসান নাকিব ও তাঁর স্ত্রী রেশমা খাতুনকে গ্রেপ্তার করেছে। এই দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেও ঘটনার সময় আরেক যুবক ওই ইজিবাইকে ছিলেন। তাঁকে পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি। এ ছাড়া এ হত্যা মামলায় আসামিদের পক্ষে মামলা পরিচালনা না করার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানান তাঁরা।
এ সময় বক্তব্য দেন নিহত হাফিজুলের বড় ভাই মঈনুল ইসলাম ও ছোট ভাই শরিফুল ইসলাম রানা। সংহতি প্রকাশ করে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সম্পাদকমণ্ডলীর সদস্য মিজানুর রহমান বাবু, শ্রমিক দল খুলনা নগর শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, গণসংহতি আন্দোলনের জেলা শাখার নেতা মুনীর চৌধুরী সোহেল, শ্রমিক ফ্রন্ট জেলা শাখার সভাপতি মো. করিম প্রমুখ।
জানা গেছে, গত ৭ মার্চ সকাল ৮টার দিকে বটিয়াঘাটা উপজেলার ২ নম্বর ইউনিয়নের জনৈক সত্যজিত রায়ের জমি থেকে খুলনার খালিশপুর এলাকার ইজিবাইকচালক হাফিজুলের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই অজ্ঞাতনামা আসামিদের নাম উল্লেখ করে বটিয়াঘাটা থানায় মামলা দায়ের করেন।
ঘটনার পর থেকে পুলিশ আসামিদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালায়। পরে প্রযুক্তি ব্যবহার করে হাসান নাকিব ও তাঁর স্ত্রী রেশমা খাতুনকে গ্রেপ্তার করে। তাঁরা হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
খুলনায় ইজিবাইকচালক হাফিজুল ইসলাম হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। আজ রোববার বেলা সাড়ে ১১টায় নগরীতে বিক্ষোভ মিছিল করে খুলনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে খালিশপুর ১১ নম্বর ওয়ার্ডবাসী।
কর্মসূচিতে বক্তারা বলেন, হাফিজুল হত্যা মামলায় পুলিশ এ পর্যন্ত হাসান নাকিব ও তাঁর স্ত্রী রেশমা খাতুনকে গ্রেপ্তার করেছে। এই দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেও ঘটনার সময় আরেক যুবক ওই ইজিবাইকে ছিলেন। তাঁকে পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি। এ ছাড়া এ হত্যা মামলায় আসামিদের পক্ষে মামলা পরিচালনা না করার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানান তাঁরা।
এ সময় বক্তব্য দেন নিহত হাফিজুলের বড় ভাই মঈনুল ইসলাম ও ছোট ভাই শরিফুল ইসলাম রানা। সংহতি প্রকাশ করে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সম্পাদকমণ্ডলীর সদস্য মিজানুর রহমান বাবু, শ্রমিক দল খুলনা নগর শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, গণসংহতি আন্দোলনের জেলা শাখার নেতা মুনীর চৌধুরী সোহেল, শ্রমিক ফ্রন্ট জেলা শাখার সভাপতি মো. করিম প্রমুখ।
জানা গেছে, গত ৭ মার্চ সকাল ৮টার দিকে বটিয়াঘাটা উপজেলার ২ নম্বর ইউনিয়নের জনৈক সত্যজিত রায়ের জমি থেকে খুলনার খালিশপুর এলাকার ইজিবাইকচালক হাফিজুলের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই অজ্ঞাতনামা আসামিদের নাম উল্লেখ করে বটিয়াঘাটা থানায় মামলা দায়ের করেন।
ঘটনার পর থেকে পুলিশ আসামিদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালায়। পরে প্রযুক্তি ব্যবহার করে হাসান নাকিব ও তাঁর স্ত্রী রেশমা খাতুনকে গ্রেপ্তার করে। তাঁরা হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
মাগুরার সেই ৮ বছরের শিশুটিকে একাই ধর্ষণ করেছিলেন বড় বোনের শ্বশুর। তিনি মেয়েটির চিৎকার আটকাতে গলায় ওড়না পেঁচিয়ে টেনে ধরে ছিলেন। তিনি আদালতে দোষ স্বীকার করে দেওয়া জবানবন্দিতে এ কথা জানিয়েছেন। আদালত সূত্রে ও পুলিশের তদন্ত-সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে। মাগুরার সিনিয়র জুডিশিয়াল..
২৩ মিনিট আগেসিরাজগঞ্জের উল্লাপাড়া ট্রেনে কাটা পড়ে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে ঢাকা-ঈশ্বরদী রেলপথের সিরাজগঞ্জের উল্লাপাড়া চরঘাটিনা রেলগেটের পাশে এ দুর্ঘটনা ঘটে।
২৯ মিনিট আগেবাংলাদেশ এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স গঠনের প্রস্তাব বাতিল এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অ্যাভিয়েশন সিকিউরিটি (এভসেক) বিভাগের স্বার্থ সংরক্ষণের দাবিতে রাজধানীর বিমানবন্দরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় তাঁরা ‘দখলদার হটাও...
৩৩ মিনিট আগেঅল্প খরচে লাভ বেশি হওয়ায় ঝিনাইদহ জেলার বিভিন্ন অঞ্চলে ভুট্টা চাষ দিন দিন বেড়ে চলেছে। বোরো ধান ও অন্যান্য ফসলের তুলনায় লাভ বেশি হওয়ায় বিকল্প ফসল হিসেবে ভুট্টা চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠতে শুরু করেছে।
৪৪ মিনিট আগে