ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স পিএলসির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রিজওয়ান রহমান। গতকাল বুধবার ইস্টল্যান্ডের ২২৫ তম বোর্ড সভায় তাঁকে নির্বাচিত করা হয়।
রিজওয়ান রহমান ২০২১ এবং ২০২২-এর প্রাক্তন ডিসিসিআই সভাপতি, ইটিবিএল হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক-একটি বৈচিত্র্যময় হোল্ডিং কোম্পানি। অবকাঠামো, আর্থিক পরিষেবা, গুদামজাতকরণ, প্রিন্ট মিডিয়া খাতে এই কোম্পানির সম্পৃক্ততা রয়েছে।
গত এক দশকে বাণিজ্য ও শিল্প খাতে অবদানের পাশাপাশি রিজওয়ান রহমান, বোর্ড অব এক্সপোর্ট প্রমোশন ব্যুরো (ইপিবি), বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই), বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই), বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ, ডাচ-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ-ফিলিপাইন চেম্বারের দায়িত্ব পালন করেছেন।
রিজওয়ান রহমান যুক্তরাজ্যে উচ্চ শিক্ষা শেষ করে ২০০৬ সালে পারিবারিক ব্যবসায় যোগ দেন।