Ajker Patrika
হোম > অর্থনীতি > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

হজ্ব ফাইন্যান্সের ঋণ বা সঞ্চয়ের কিস্তি দেওয়া যাবে ‘নগদ’-এ

বিজ্ঞপ্তি

হজ্ব ফাইন্যান্সের ঋণ বা সঞ্চয়ের কিস্তি দেওয়া যাবে ‘নগদ’-এ

‘নগদ’ এবং হজ্ব ফাইন্যান্সের গ্রাহকেরা তাঁদের ঋণ অথবা হজের জন্য সঞ্চয়ের ডিপোজিটের কিস্তি পরিশোধ করতে পারবেন ‘নগদ’ অ্যাপের মাধ্যমে। সম্প্রতি রাজধানীর দিলকুশায় হজ্ব ফাইন্যান্সের প্রধান কার্যালয়ে এ বিষয়ে দুই প্রতিষ্ঠানের একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

এই চুক্তির ফলে এখন থেকে ‘নগদ’ এবং হজ্ব ফাইন্যান্সের গ্রাহকেরা তাঁদের ঋণ অথবা হজের জন্য সঞ্চয়ের ডিপোজিটের কিস্তি পরিশোধ করতে পারবেন ‘নগদ’ অ্যাপের মাধ্যমে। পাশাপাশি ভবিষ্যতে হজ্ব ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের গ্রাহকেরা ‘নগদ’ অ্যাপের মাধ্যমে ডিপিএস সুবিধাসহ ন্যানো লোন, মাইক্রো লোন, রিটেইল লোন এবং এসএমই লোন ক্রয় সুবিধা নিতে পারবেন ‘নগদ’ গ্রাহকেরা।

সকল প্রকার আর্থিক সেবা যেমন, সঞ্চয় গ্রহণ ও বিনিয়োগ প্রদানের পাশাপাশি হজের জন্য বিশেষ সঞ্চয় ও অর্থায়ন সেবা প্রক্রিয়া আরও সহজ করতে আর্থিক প্রতিষ্ঠান হজ্ব ফাইন্যান্স কোম্পানী লিমিটেডের সঙ্গে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ লিমিটেড-এর চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে।

এ সময় ‘নগদ’-এর পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান বাণিজ্যিক কর্মকর্তা শেখ আমিনুর রহমান, পেমেন্ট বিভাগের প্রধান মোহাম্মদ মাহবুব সোবহান, ডেপুটি জেনারেল ম্যানেজার (এফআই ও ইন্স্যুরেন্স) মো. বায়েজিদ।

এ ছাড়া হজ্ব ফাইন্যান্স কোম্পানির পক্ষে ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক খন্দকার রুমী এহসানুল হক, উপ-ব্যবস্থাপনা পরিচালক মসিউদ্দৌলা, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আ ফ আ মো. শফিউদ্দিনসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

দেশের সেরা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর মাধ্যমে হজ্ব ফাইন্যান্স-এর ঋণ অথবা ডিপোজিটের নতুন এই সেবা নিয়ে ‘নগদ’-এর প্রধান বাণিজ্যিক কর্মকর্তা শেখ আমিনুর রহমান বলেন, ‘নগদ বরাবরই ইসলামি শরিয়াভিত্তিক মোবাইল ব্যাংকিং কার্যক্রমের নানান সব সুযোগ সুবিধা নিয়ে এসেছে। যারা হজের জন্য সঞ্চয় করতে চান তাদের জন্য আবারও সুখবর আনল নগদ। এখন থেকে সারা দেশের মানুষ  হজ্ব ফাইন্যান্স-এর যেকোনো সুবিধা নিতে পারবেন ঘরে বসেই। তাই লোন অথবা হজের জন্য সঞ্চয়ের ডিপোজিটের কিস্তি পরিশোধ করার জন্য নষ্ট হবে না অতিরিক্ত সময়।’

ইসলামিক শরিয়াহ অনুসারে পরিচালিত হওয়ায় কোনো রকম সুদ ছাড়াই ‘নগদ ইসলামিক’ অ্যাকাউন্টের গ্রাহকেরা নিজের কষ্টার্জিত অর্থ এখানে সঞ্চয় করতে পারছেন। পাশাপাশি খুব সহজেই পবিত্র হজ ও ওমরাহর যাতায়াতসহ অন্যান্য খরচ এই অ্যাকাউন্টের মাধ্যমে পরিশোধ করা যায়। এ ছাড়া এই অ্যাকাউন্টের মাধ্যমে গ্রাহকেরা ঘরে বসেই তাঁদের ইসলামিক জীবন বিমার পেমেন্টও করতে পারেন।

প্রশ্নের মুখে ডিজিটাল ব্যাংকের ভবিষ্যৎ

আল-আরাফাহ ইসলামী ব্যাংক ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে চুক্তি স্বাক্ষর

প্রাইম ব্যাংকের ক্যাশ ম্যানেজমেন্ট সেবা নিতে চুক্তি করল ডাবর বাংলাদেশ

আইএফসির সঙ্গে ব্যাংক এশিয়ার চুক্তি স্বাক্ষর

বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা প্রদর্শনীর উদ্বোধন

পেশাগত জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে সাউথইস্ট ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে কর্মকর্তাদের প্রশিক্ষণ

প্রাইম ব্যাংকের সঙ্গে চুক্তি সই এশিউর গ্রুপের

ইবিএলকে ৩৫ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দেবে আইএফসি

এনসিসি ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

আইডিএলসি ফাইন্যান্সে যাত্রা শুরু করল ‘আইডিএলসি ইসলামিক’