Ajker Patrika
হোম > অর্থনীতি > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

নগদ নিয়ে এল মোবাইল রিচার্জে ১০ টাকার অফার

অনলাইন ডেস্ক

নগদ নিয়ে এল মোবাইল রিচার্জে ১০ টাকার অফার

অন্যান্য সেবার মতো মোবাইল রিচার্জেও গ্রাহকদের বেশি লাভ দিতে দেশের জনপ্রিয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ নিয়ে এল মোবাইল রিচার্জে ১০ টাকা অফারের বিশেষ একটি ক্যাম্পেইন। ক্যাম্পেইনের আওতায় নগদের নতুন ও পুরোনো গ্রাহকেরা তাদের নিজ নগদ নম্বরে ২০ টাকা রিচার্জ করলেই পাবেন ১০ টাকা ক্যাশব্যাক অথবা ১০ টাকা খরচে পাবেন ১ জিবি ইন্টারনেট। 

সোমবার থেকে নগদের গ্রাহকেরা দেশের যেকোনো মোবাইল অপারেটর থেকে ২০ টাকা রিচার্জ করলে ১০ টাকা ক্যাশব্যাকের অফারটি উপভোগ করতে পারবেন। নতুন ও পুরোনো গ্রাহকেরা যারা ৩১ ডিসেম্বর ২০২১ এরপর কোনো প্রকার রিচার্জ করেননি। তাঁরা এই অফারটি উপভোগ করতে পারবেন। 

গ্রাহকেরা অ্যাপ অথবা *১৬৭# ডায়াল করার মাধ্যমে রিচার্জ করে উপভোগ করতে পারবেন এই অফার। একজন গ্রাহক সর্বোচ্চ ১ বার এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারবেন। ক্যাশব্যাক অফারটি পাওয়া যাবে শুধু গ্রাহকের নগদ অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত প্রিপেইড বা পোস্টপেইড নম্বরে। 

গ্রাহকেরা এই দুটি অফারের মধ্যে যেকোনো একটি অফার উপভোগ করতে পারবেন। এ ছাড়া অফারের ক্যাশব্যাকটি পরবর্তী একদিনের মধ্যে গ্রাহকের নম্বরে যুক্ত হবে। পাশাপাশি নগদ ইসলামিকের গ্রাহকেরাও চাইলে ক্যাম্পেইনে অংশ নিতে পারবেন। 

১০ টাকা খরচে ১ জিবি ইন্টারনেট: 

১০ টাকা খরচে ১ জিবি ইন্টারনেট পেতে গ্রামীণফোন, রবি এবং এয়ারটেল গ্রাহকেরা ৩৮ টাকা রিচার্জ করে উপভোগ করতে পারবেন ২৮ টাকা ক্যাশব্যাক। বাংলালিংকের গ্রাহকেরা ৩১ টাকা রিচার্জ করে পাবেন ২১ টাকা ক্যাশব্যাক। টেলিটকের গ্রাহকেরা ২৭ টাকা রিচার্জ করে পাবেন ১৭ টাকা ক্যাশব্যাক। ক্যাশব্যাকটি পরবর্তী একদিনের মধ্যে গ্রাহকের নগদ অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বরে যুক্ত হয়ে যাবে। 

মোবাইল রিচার্জের এমন দারুণ খবরের বিষয়ে নগদের চিফ বিজনেস কর্মকর্তা শেখ আমিনুর রহমান বলেন, ‘সারা পৃথিবীতে এখন দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি। সেখানে ২০ টাকা রিচার্জ করে ১০ টাকা ক্যাশব্যাকের মতো অফার এবং ১০ টাকা খরচে ১ গিগাবাইট ইন্টারনেট এ দেশের সাধারণ মানুষের জন্য অনেক বেশি সাশ্রয়ী ও উপকারী রিচার্জ হবে। আমরা সকল গ্রাহকের কথা মাথায় রেখে এমন উদ্যোগ নিয়েছি।’ 

এই মোবাইল রিচার্জ সম্পর্কে বিস্তারিত জানতে গ্রাহকেরা ভিজিট করতে পারেন নগদের ওয়েবসাইট কিংবা অফিশিয়াল ফেসবুক পেজে। কল করতে পারেন নগদের গ্রাহক সেবা নম্বর ১৬১৬৭ অথবা ০৯৬০৯৬১৬১৬৭ নম্বরে। 

প্রশ্নের মুখে ডিজিটাল ব্যাংকের ভবিষ্যৎ

আল-আরাফাহ ইসলামী ব্যাংক ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে চুক্তি স্বাক্ষর

প্রাইম ব্যাংকের ক্যাশ ম্যানেজমেন্ট সেবা নিতে চুক্তি করল ডাবর বাংলাদেশ

আইএফসির সঙ্গে ব্যাংক এশিয়ার চুক্তি স্বাক্ষর

বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা প্রদর্শনীর উদ্বোধন

পেশাগত জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে সাউথইস্ট ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে কর্মকর্তাদের প্রশিক্ষণ

প্রাইম ব্যাংকের সঙ্গে চুক্তি সই এশিউর গ্রুপের

ইবিএলকে ৩৫ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দেবে আইএফসি

এনসিসি ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

আইডিএলসি ফাইন্যান্সে যাত্রা শুরু করল ‘আইডিএলসি ইসলামিক’