হোম > অর্থনীতি > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

ব্র্যাক ব্যাংকের ‘অ্যানুয়াল রিস্ক কনফারেন্স’ অনুষ্ঠিত

বিজ্ঞপ্তি  

আপডেট: ০১ ডিসেম্বর ২০২৪, ১১: ৩৫
ব্র্যাক ব্যাংকের ‘অ্যানুয়াল রিস্ক কনফারেন্স’ অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত

ব্র্যাক ব্যাংক আয়োজিত অ্যানুয়াল রিস্ক কনফারেন্স ২০২৪-এ ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তারা ব্যাংকের যেকোনো ঝুঁকি মোকাবিলার লক্ষ্যে সবার পূর্বপ্রস্তুতির ওপর গুরুত্বারোপ করেন। সম্মেলনে অভিজ্ঞ ব্যাংকার এবং ব্যাংকিং খাতের বিশেষজ্ঞরা ভবিষ্যতের অদৃশ্য ঝুঁকির ওপর জোর দেন। ব্যাংকিং খাতের পরিবর্তনশীল ঝুঁকি, বিশেষ করে ডিজিটাল ব্যাংকিং এবং সাইবার স্পেসের ঝুঁকির চ্যালেঞ্জ মোকাবিলা নিয়ে তাঁরা আলোচনা করেন।

অনুষ্ঠানে বিশেষজ্ঞরা দেশের বিদ্যমান রিস্ক ফ্রেমওয়ার্ক পর্যালোচনা এবং ভবিষ্যতে যেকোনো পরিস্থিতিতে উদ্ভূত ঝুঁকি মোকাবিলায় এই ফ্রেমওয়ার্ককে পূর্ব প্রস্তুত রাখার জন্য ব্যাংকিং খাত সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানান। দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রমে থাকা ঝুঁকি বিষয়ে সহকর্মীদের সচেতন করতে এবং সেগুলো মোকাবিলা করার কার্যকর উপায় খুঁজে বের করতে ব্র্যাক ব্যাংক প্রতি বছর অ্যানুয়াল রিস্ক কনফারেন্সের আয়োজন করে থাকে।

এই সম্মেলন বাংলাদেশ ব্যাংকের ২০১৮ সালের ‘রিস্ক ম্যানেজমেন্ট গাইডলাইনস ফর ব্যাংকস’ অনুযায়ী আয়োজন করা হয়। গত ২৩ নভেম্বর ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে দিনব্যাপী আয়োজিত এই সম্মেলনে সরাসরি এবং ভার্চুয়াল প্ল্যাটফর্মে ব্যাংকটির ব্রাঞ্চ ম্যানেজার, ব্রাঞ্চ অপারেশনস ম্যানেজার এবং বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ১ হাজারের বেশি কর্মকর্তা অংশ নেন।

সম্মেলনে ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম হাসান, ভাইস চেয়ারপারসন ফারুক মঈনউদ্দীন আহমেদ এবং ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন ‘ব্যাংকিং সেক্টর আউটলুক অ্যান্ড ওয়ে ফরোয়ার্ড’ শীর্ষক একটি প্যানেল ডিসকাশনে অংশগ্রহণ করেন।

ব্র্যাক ব্যাংকের স্বতন্ত্র পরিচালক এবং বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারপারসন সালেক আহমেদ আবুল মাসরুর এবং ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম সিএফএ ‘মার্কেট অ্যান্ড লিকুইডিটি রিস্ক অ্যান্ড চ্যালেঞ্জেস’ বিষয়ক আরেকটি প্যানেল ডিসকাশনে অংশ নেন। ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিআরও আহমেদ রশীদ জয় এই দুটি সেশন পরিচালনা করেন।

সম্মেলনে ব্র্যাক ব্যাংকের স্বতন্ত্র পরিচালক জাহিদ হোসেন ‘ম্যাক্রোইকোনমিক আউটলুক’ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এ ছাড়া, সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগের কর্মকর্তারা ‘রিস্ক ম্যানেজমেন্ট ইন ব্যাংকস: রেগুলেটরি পার্সপেক্টিভ’ শীর্ষক একটি সেশন পরিচালনা করেন।

অ্যানুয়াল রিস্ক কনফারেন্স সম্পর্কে মন্তব্য করে ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম হাসান বলেন, ‘দৈনন্দিন কার্যক্রম পরিচালনায় ব্যাংকগুলোকে প্রায়ই বিভিন্ন ঝুঁকির মুখোমুখি হতে হয়। এই ঝুঁকিগুলো দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে আমাদের সহকর্মীদের অবশ্যই ঝুঁকি ব্যবস্থাপনায় দক্ষ করে গড়ে তুলতে হবে। আমরা বিশ্বাস করি, রিস্ক ম্যানেজমেন্ট সম্পর্কিত জ্ঞান বাড়াতে এ ধরনের নলেজ-শেয়ারিং সেশন খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই সম্মেলনটি বিশেষভাবে আমাদের ফ্রন্টলাইন সহকর্মীদের জন্য আয়োজন করেছি।’

সম্মেলন নিয়ে ব্র্যাক ব্যাংকের স্বতন্ত্র পরিচালক এবং বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারপারসন সালেক আহমেদ আবুল মাসরুর বলেন, একটি মূল্যবোধভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে ব্র্যাক ব্যাংক প্রতিষ্ঠানে সুশাসন নিশ্চিত করতে সহকর্মীদের রিস্ক ম্যানেজমেন্ট বিষয়ে দক্ষ করে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে ধারাবাহিক নীতিগত সহায়তা ও দিকনির্দেশনার জন্য আমরা বাংলাদেশ ব্যাংককে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় সহকর্মীদের ঝুঁকি ব্যবস্থাপনার সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে আমরা এ ধরনের নলেজ-শেয়ারিং সেশনের আয়োজন অব্যাহত রাখব।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

চরফ্যাশনে ১৭৫ কৃষি উদ্যোক্তাকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিল ইউসিবি

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪১৩তম সভা অনুষ্ঠিত

৮০ নারী উদ্যোক্তাকে প্রশিক্ষণ দিল ব্র্যাক ব্যাংক

সোশ্যাল ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন নাজমুস সায়াদাত