হোম > অর্থনীতি > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

দেশ সেরা বিমা এজেন্সি কর্মীদের স্বীকৃতি দিল মেটলাইফ

বিজ্ঞপ্তি  

মেটলাইফ বাংলাদেশ সম্প্রতি দেশ সেরা ১ হাজার ১৮ জন ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট, ইউনিট ম্যানেজার ও ব্রাঞ্চ ম্যানেজারকে ‘অ্যাওয়ার্ড নাইট’ শীর্ষক অনুষ্ঠানের মাধ্যমে স্বীকৃতি দিয়েছে। ২০২৩ সালের ব্যবসায়িক পারফরমেন্স, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, উন্নত গ্রাহক সেবা, কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা ও বিশেষ করে দেশের মানুষের কাছে জীবনবিমা আরও সহজলভ্য করে তোলার দক্ষতার ভিত্তিতে এ স্বীকৃতি দেয় মেটলাইফ।

পুরস্কার পাওয়া এজেন্সি কর্মী এবং তাঁদের জীবনসঙ্গীদের সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিজিওনাল প্রেসিডেন্ট, মেটলাইফ এশিয়া, লিন্ডন অলিভার; ইয়ং হো হ্যান, ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড হেড অব ডিস্ট্রিবিউশন, মেটলাইফ এশিয়া এবং মেটলাইফ বাংলাদেশ থেকে মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ ডিস্ট্রিবিউশন অফিসার জাফর সাদেক চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ এজেন্সি সেলস অফিসার মো. লুৎফর রহমান, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ ডিস্ট্রিবিউশন ডেভেলপমেন্ট অফিসার মোহাম্মদ আশরাফুল হকসহ প্রতিষ্ঠানটির বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা।

সম্মাননা সম্পর্কে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, সুরক্ষিত ভবিষ্যৎ পরিকল্পনায় এবং জীবনের অনিশ্চয়তা মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আমাদের এজেন্টরা। আমরা মেধাবী এজেন্টদের বিভিন্ন সাফল্য এবং অবদানের জন্য গর্বিত। আন্তর্জাতিক মানের সেবা প্রদানে এবং বিমাখাতে উৎকর্ষের নতুন মানদণ্ড স্থাপনে আমাদের এজেন্টদের আরও দক্ষ করে তুলতে মেটলাইফ প্রতিশ্রুতিবদ্ধ।

বাংলাদেশে মেটলাইফের ১৩ হাজারের বেশি বিমা এজেন্ট প্রায় ১০ লাখ ব্যক্তি গ্রাহক এবং ৯০০ বেশি করপোরেট গ্রাহকদের সেবা দিচ্ছে।

প্রশ্নের মুখে ডিজিটাল ব্যাংকের ভবিষ্যৎ

আল-আরাফাহ ইসলামী ব্যাংক ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে চুক্তি স্বাক্ষর

প্রাইম ব্যাংকের ক্যাশ ম্যানেজমেন্ট সেবা নিতে চুক্তি করল ডাবর বাংলাদেশ

আইএফসির সঙ্গে ব্যাংক এশিয়ার চুক্তি স্বাক্ষর

বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা প্রদর্শনীর উদ্বোধন

পেশাগত জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে সাউথইস্ট ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে কর্মকর্তাদের প্রশিক্ষণ

প্রাইম ব্যাংকের সঙ্গে চুক্তি সই এশিউর গ্রুপের

ইবিএলকে ৩৫ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দেবে আইএফসি

এনসিসি ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

আইডিএলসি ফাইন্যান্সে যাত্রা শুরু করল ‘আইডিএলসি ইসলামিক’