ঠাকুরগাঁওয়ের সব তফসিলি ব্যাংকের কর্মকর্তাদের জন্য বিএফআইইউর লিড ব্যাংক পদ্ধতিতে ‘মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ’ বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি আয়োজিত এই কর্মশালায় যমুনা ব্যাংক লিমিটেড লিড ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করে।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএফআইইউয়ের পরিচালক মো. মোস্তাকুর রহমান এবং সভাপতিত্ব করেন যমুনা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং ক্যামেলকো এ কে এম আতিকুর রহমান।
সম্মেলনে প্রশিক্ষণ দেন বিএফআইইউর অতিরিক্ত পরিচালক মো. মশিউর রহমান, যুগ্ম পরিচালক সৈকত কুমার সরকার এবং যমুনা ব্যাংকের ডেপুটি ক্যামেলকো এবং মানি লন্ডারিং প্রতিরোধ বিভাগের হেড সাজিয়া আফরিন আতিক।
ঠাকুরগাঁও জেলায় কর্মরত বিভিন্ন ব্যাংকের ৬৪ জন কর্মকর্তা সম্মেলনে অংশ নেন।