Ajker Patrika
হোম > অর্থনীতি > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত

ঢাকা: দেশের পুঁজিবাজারে মূল্যসূচকের বড় উত্থান হয়েছে। পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমাণও। বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৫৩ পয়েন্ট বেড়েছে। ডিএসইর পাশাপাশি দেশের অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) মূল্যসূচকের উত্থান হয়েছে।

আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস ডিএসই ও সিএসইতে সবকটি মূল্যসূচকের বড় উত্থান হয়েছে। সেই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। বুধবার লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৫৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৮৮ পয়েন্টে উঠে এসেছে। প্রধান সূচকের পাশাপাশি বেড়েছে অপর দুই সূচকও। এর মধ্যে ডিএসই-৩০ আগের দিনের তুলনায় সূচকটি ১৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৩২ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসইর শরিয়াহ্ সূচক দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৪৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেনকৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ২০৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। অন্যদিকে দাম কমেছে ১০০টির এবং ৫৪টি প্রতিষ্ঠানের দাম অপরিবর্তিত ছিল।

মূল্যসূচক ও বেশিরভাগ প্রতিষ্ঠানের দাম বাড়ার পাশাপাশি ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণও। ডিএসইেত লেনদেন হয়েছে ১ হাজার ৩৯৮ কোটি ৫১ লাখ টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৩৫৬ কোটি ১০ লাখ টাকা। সে হিসেবে লেনদেনের পরিমাণ বেড়েছে ৪২ কোটি ৪১ লাখ টাকা।

টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। প্রতিষ্ঠানটির ১৪৮ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা লংকাবাংলা ফাইন্যান্সের ৫৫ কোটি ১৭ লাখ টাকার লেনদেন হয়েছে। ৩৮ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ন্যাশনাল ফিড।

এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- রবি, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, সন্ধানী লাইফ ইন্সুরেন্স, বাংলাদেশ ফাইন্যান্স, ম্যাকসন স্পিনিং, রূপালী ইন্স্যুরেন্স এবং লাফার্জহোলসিম বাংলাদেশ।

এদিকে, ডিএসইতে মূল্যসূচক ও লেনদেনের বাড়লেও অন্য চিত্র ছিল বীমা কোম্পানিগুলোর ক্ষেত্রে। আগের দিন দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখানো অধিকাংশ বীমা কোম্পানির শেয়াররে দাম বুধবার কমেছে। দিনের লেনদেন শেষে ডিএসইতে তালিকাভুক্ত ৫০টি বীমা কোম্পানির মধ্যে ৩৬টির দাম কমেছে। আগের দিন এ খাতের ৪৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছিল।

এছাড়া আজ দেশের অন্য পুঁজিবাজার সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১৫৩ পয়েন্ট। সিএসইতে বুধবার লেনদেন হয়েছে ৪৩ কোটি ৯৫ লাখ টাকা। লেনদেনকৃত ২৭১টি প্রতিষ্ঠানের মধ্যে ১৫৯টির দাম বেড়েছে, দাম কমেছে ৮৪টির এবং অপরিবর্তিত ছিল ২৮টির দাম ।

প্রশ্নের মুখে ডিজিটাল ব্যাংকের ভবিষ্যৎ

আল-আরাফাহ ইসলামী ব্যাংক ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে চুক্তি স্বাক্ষর

প্রাইম ব্যাংকের ক্যাশ ম্যানেজমেন্ট সেবা নিতে চুক্তি করল ডাবর বাংলাদেশ

আইএফসির সঙ্গে ব্যাংক এশিয়ার চুক্তি স্বাক্ষর

বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা প্রদর্শনীর উদ্বোধন

পেশাগত জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে সাউথইস্ট ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে কর্মকর্তাদের প্রশিক্ষণ

প্রাইম ব্যাংকের সঙ্গে চুক্তি সই এশিউর গ্রুপের

ইবিএলকে ৩৫ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দেবে আইএফসি

এনসিসি ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

আইডিএলসি ফাইন্যান্সে যাত্রা শুরু করল ‘আইডিএলসি ইসলামিক’