সাউথইস্ট ব্যাংক পিএলসি এবং এবিসি ইন্টারন্যাশনাল ব্যাংক পিএলসি-বাহরাইনের মধ্যে একটি ব্যবসায়িক সভা অনুষ্ঠিত হয়। সম্প্রতি অনুষ্ঠিত সভায় উভয় ব্যাংকের মধ্যে বর্তমান সম্পর্ক, ভবিষ্যৎ পারস্পরিক সহযোগিতা বহুমুখীকরণ ও ব্যবসায়িক উন্নয়নের সুযোগ নিয়ে আলোচনা হয়েছে।
সাউথইস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন এবং এবিসি ইন্টারন্যাশনাল ব্যাংক পিএলসি-বাহরাইনের ইউরোপ হোলসেল ব্যাংকিংয়ের ভাইস প্রেসিডেন্ট এবং সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার ফাওয়াজ হামিদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে প্রতিনিধিত্ব করেন।
এ ছাড়া সাউথইস্ট ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মাছুম উদ্দিন খান ও আবিদুর রহমান চৌধুরীসহ সাউথইস্ট ব্যাংক পিএলসির বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং এবিসি ইন্টারন্যাশনাল ব্যাংক পিএলসির ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।