এসিআই মোটরসের সঙ্গে যাত্রার আট বছর পূর্ণ করেছে মোটরসাইকেল ব্র্যান্ড ইয়ামাহা। ২০১৬ সালে জাপানের বিখ্যাত এই মোটরসাইকেল ব্র্যান্ড বাংলাদেশের এসিআই মোটরসের সঙ্গে নতুনভাবে যাত্রা শুরু করে।
যাত্রার শুরু থেকেই ইয়ামাহা ও এসিআই মোটরস গ্রাহকদের জন্য ইয়ামাহার আধুনিক প্রযুক্তির মোটরসাইকেল সরবরাহ ও বিক্রয়োত্তর সেবা নিশ্চিতের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছে। এ ছাড়া মোটরসাইকেলচালকদের সড়ক সচেতনতা বৃদ্ধি ও আগ্রহী চালকদের প্রশিক্ষণ কার্যক্রমে ইয়ামাহা ও এসিআই মোটরস সব সময় কাজ করে যাচ্ছে।
আট বছরপূর্তি উপলক্ষে ১৫ নভেম্বর বগুড়ার মমো ইন পার্ক অ্যান্ড রিসোর্টে দিনব্যাপী একটি জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে ১ হাজার ৫০০-এর অধিক মোটরসাইকেল ব্যবহারকারী ও ইয়ামাহা রাইডারস ক্লাবের সদস্যরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে গান পরিবেশন করেন দেশের জনপ্রিয় ব্যান্ড আর্টসেল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসিআই মোটরসের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস। ইয়ামাহা ও এসিআই মোটরসের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ ছাড়া দেশব্যাপী ইয়ামাহার সব শোরুমে ইয়ামাহা রাইডারস ক্লাবের সদস্য ও ইয়ামাহার কাস্টমারদের অংশগ্রহণে উদ্যাপন করা হয় অষ্টম বর্ষপূর্তি উৎসব।