হোম > অর্থনীতি > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে সহকারী পরিচালকদের বুনিয়াদি প্রশিক্ষণ

বিজ্ঞপ্তি  

বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রথম সমন্বিত বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীরা। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে (বিবিটিএ) সহকারী পরিচালকদের জন্য প্রথম ও দ্বিতীয় সমন্বিত বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। গত ১৭ নভেম্বর উদ্বোধন অনুষ্ঠান হয়।

বিবিটিএয়ের নির্বাহী পরিচালক মো. হানিফ মিয়ার সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন একাডেমির রিসোর্স পারসন ও নির্বাহী পরিচালক (আইসিটি) মোহাম্মদ জাকির হাসান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রথম ও দ্বিতীয় সমন্বিত বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের চিফ কোর্স কো-অর্ডিনেটর ও একাডেমির অতিরিক্ত পরিচালক এ বি এম আনিসুজ্জামান ও সাহিদা সুলতানা এবং প্রথম ও দ্বিতীয় সমন্বিত বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রোগ্রাম ডিরেক্টর ও একাডেমির পরিচালক আবদুস সালাম মাহমুদ ও মো. আমিনুর রহমান চৌধুরী।

বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দ্বিতীয় সমন্বিত বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীরা। ছবি: সংগৃহীত

এ ছাড়া, বিবিটিএয়ের বিভিন্ন উইংয়ের পরিচালক ও অনুষদ সদস্যরাসহ প্রথম ও দ্বিতীয় সমন্বিত বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রশ্নের মুখে ডিজিটাল ব্যাংকের ভবিষ্যৎ

আল-আরাফাহ ইসলামী ব্যাংক ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে চুক্তি স্বাক্ষর

প্রাইম ব্যাংকের ক্যাশ ম্যানেজমেন্ট সেবা নিতে চুক্তি করল ডাবর বাংলাদেশ

আইএফসির সঙ্গে ব্যাংক এশিয়ার চুক্তি স্বাক্ষর

বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা প্রদর্শনীর উদ্বোধন

পেশাগত জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে সাউথইস্ট ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে কর্মকর্তাদের প্রশিক্ষণ

প্রাইম ব্যাংকের সঙ্গে চুক্তি সই এশিউর গ্রুপের

ইবিএলকে ৩৫ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দেবে আইএফসি

এনসিসি ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

আইডিএলসি ফাইন্যান্সে যাত্রা শুরু করল ‘আইডিএলসি ইসলামিক’