এক্সিম ব্যাংক জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে মুজিব কর্নারে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া।
এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. ফিরোজ হোসেন, মো. হুমায়ূন কবির, মো. আব্দুল বারী এবং উপব্যবস্থাপনা পরিচালক মাকসুদা খানমসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ।
এ দিন ব্যাংকের সকল নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ কালো ব্যাজ ধারণ করেন।